কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৩ অক্টোবর।
আজকের দিনে ভারতঃ
১৯২৩ সালের এই দিনে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ভারতীয় মহিলা কাদম্বিনী গঙ্গোপাধ্যায় পরলোক গমন করেন।
১৯৭৮ সালের এই দিনে ভারতের প্রথম এবং বিশ্বের দ্বিতীয় টেস্ট টিউব শিশু ‘কানুপ্রিয়া আগরওয়াল’-এর জন্ম হয়।
১৯৯২ সালের এই দিনে গীত শ্রীরাম শেঠী ‘বিশ্ব পেশাদার বিলিয়ার্ডস চ্যাম্পিয়ানশিপ’-এর খেতাব অর্জন করেন।
আজকের দিনে বাংলাদেশঃ
১৯৮০ সালের এই দিনে বাংলাদেশের স্বাধীনতা দিবসকে ‘জাতীয় দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।
১৯৮৯ সালের এই দিনে বাংলেদেশের বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সুরকার ও সরোদ বাদক ওস্তাদ বাহাদুর হোসেন খান পরলোক গমন করেন।
২০০১ সালের এই দিনে বিখ্যাত সঙ্গীতসাধক বারীণ মজুমদার পরলোক গমন করেন।
আজকের দিনে বিশ্বঃ
১৮০০ সালের এই দিনে “মার্কিন ইতিহাসের জনক” হিসেবে বিখ্যাত জর্জ ব্যানক্রোফট জন্মগ্রহণ করেন।
১৮৯৫ সালের এই দিনে বিশিষ্ট রুশ কবি সেরগেই ইয়েসেনিন জন্মগ্রহণ করেন।
১৮৯৬ সালের এই দিনে বিশিষ্ট ব্রিটিশ ঔপন্যাসিক ও কবি উইলিয়াম মরিস পরলোক গমন করেন।
১৮৯৭ সালের এই দিনে বিশিষ্ট ফরাসি কবি লুই আরাগ জন্মগ্রহন করেন।
১৮৯৯ সালের এই দিনে বিশিষ্ট ডেনিশ ভাষাবিজ্ঞানী লুই ইয়েল্মস্লেভ জন্মগ্রহণ করেন।
১৯০০ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ঔপন্যাসিক থমাস উলফ জন্মগ্রহণ করেন।
১৯০৪ সালের এই দিনে নোবেল বিজয়ী মার্কিন রসায়নবিদ চার্লস ডন পেডারসেন জন্মগ্রহণ করেন।
১৯৩২ সালের এই দিনে ইরাক, ব্রিটেনের অধীনতা থেকে মুক্তি লাভ করে।
১৯৪১ সালের এই দিনে অ্যাডলফ হিটলার জার্মানবাসীদের প্রতি এই বার্তা সম্প্রচার করেন, “রাশিয়া ইজ অলরেডি ব্রোকেন অ্যানড উইল নেভার রাইজ এগেন’।
১৯৪৫ সালের এই দিনে বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশান প্রতিষ্ঠিত হয়।
১৯৫৮ সালের এই দিনে ইংল্যান্ড প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।
১৯৮৮ সালের এই দিনে দক্ষিণ কোরিয়ার সিওল-এ গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর বসে।
১৯৯০ সালের এই দিনে পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি আনুষ্ঠানিকভাবে একত্রিত হবার কথা ঘোষণা করে।
তথ্যসূত্র
- https://bn.wikipedia.org/wiki/
%E0%A7%A9_%E0%A6%85%E0%A6%95% E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8B%E0% A6%AC%E0%A6%B0 - https://www.onthisday.com/
people/thomas-wolfe - https://www.onthisday.com/
people/george-bancroft - https://www.jugantor.com/
everyday/96980/%E0%A7%A9-%E0% A6%85%E0%A6%95%E0%A7%8D%E0%A6% 9F%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%B0- %E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF% E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0% A7%87-%E0%A6%86%E0%A6%9C%E0% A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0% A6%8F%E0%A6%87-%E0%A6%A6%E0% A6%BF%E0%A6%A8%E0%A7%87 - https://www.quora.com/General-
Knowledge-What-was-the-name- of-first-test-tube-baby-in- india - https://www.onthisday.com/day/
october/3 - https://en.wikipedia.org/wiki/
1988_Summer_Olympics - https://www.mapsofindia.com/
on-this-day/date/10/03
