কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৬ অক্টোবর।
বিশেষ দিবসঃ
বিশ্ব বন্যপ্রাণী দিবস।
আজকের দিনে ভারতঃ
১৭০২ সালের এই দিনে ফোর্ট উইলিয়াম দুর্গে ব্রিটিশরা প্রথম তাদের পতাকা উত্তোলন করে।
১৮৯৩ সালের এই দিনে বিশিষ্ট ভারতীয় পদার্থবিদ মেঘনাদ সাহা জন্মগ্রহণ করেন।
২০১৮ সালের এই দিনে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ‘ভারতীয় আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব’ (India International Science Festival)-এর উদ্বোধন করেন।
আজকের দিনে বাংলাদেশঃ
১৯০৮ সালের এই দিনে বাংলাদেশের বিশিষ্ট সমাজসেবক, সাংবাদিক ও শিশুসাহিত্যিক মোহাম্মেদ মোদাব্বের জন্মগ্রহণ করেন।
১৯৩৪ সালের এই দিনে বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও কূটনীতিবিদ আবুল মাল আবদুল মুহিত জন্মগ্রহণ করেন।
১৯৬৬ সালের এই দিনে বাংলাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশের প্রথম নারী ও সর্বকনিষ্ঠ স্পিকার শিরীন শারমিন চৌধুরী জন্মগ্রহণ করেন।
১৯৭৩ সালের এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ক্যামেরুন।
১৯৮৯ সালের এই দিনে তিনি বাংলাদেশের বিশিষ্ট ক্রিকেট খেলোয়াড় শফিউল ইসলাম সুহাস জন্মগ্রহণ করেন।
আজকের দিনে বিশ্বঃ
১৭৬৯ সালের এই দিনে ক্যাপ্টেন কুক নিউজিল্যান্ডে পদার্পণ করেন।
১৮৩১ সালের এই দিনে বিশিষ্ট জার্মান গণিতবিদ রিচার্ড ডেডেকিন্ট জন্মগ্রহণ করেন।
১৯০৩ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী আইরিশ পদার্থবিদ আর্নেস্ট টমাস সিন্টন ওয়াল্টন জন্মগ্রহণ করেন।
১৯২৮ সালের এই দিনে চিয়াং কাইশেক চীনের রাষ্ট্রপতির পদে অধিষ্ঠান করেন।
১৯৩০ সালের এই দিনে অস্ট্রেলিয়ার বিশিষ্ট ক্রিকেট অধিনায়ক রিচি বেনো জন্মগ্রহণ করেন।
১৯৪৬ সালের এই দিনে বিশিষ্ট মার্কিন জীববিজ্ঞানী ক্রেইগ ভেনটার জন্মগ্রহণ করেন।
১৯৪৮ সালের এই দিনে বিখ্যাত পুরানৃতত্ববিদ ম্যারি লিকি কেনিয়ার রুসিঙ্গা উপদ্বীপ থেকে আদিম মানবপ্রজাতির জীবাশ্মের অংশবিশেষ পুনরুদ্ধার করেন।
১৯৫১ সালের এই দিনে জোসেফ স্ত্যালিন ঘোষণা করেন যে সোভিয়েত ইউনিয়নের কাছে পারমাণবিক বোমা মজুত রয়েছে।
১৯৫৬ সালের এই দিনে অ্যালবার্ট সাবিন পোলিওর টীকা আবিস্কার করেন।
১৯৮১ সালের এই দিনে নোবেল পুরস্কার বিজয়ী রাজনীতিবিদ ও মিশরের তৃতীয় রাষ্ট্রপতি আনোয়ার আল সাদাত পরলোক গমন করেন।
২০১২ সালের এই দিনে পেরুর বিশিষ্ট কবি আন্তোনিও থিসনেরস পরলোক গমন করেন।
তথ্যসূত্র
- https://bn.wikipedia.org/wiki/
%E0%A7%AC_%E0%A6%85%E0%A6%95% E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8B%E0% A6%AC%E0%A6%B0 - https://www.jugantor.com/
everyday/97962/%E0%A7%AC-%E0% A6%85%E0%A6%95%E0%A7%8D%E0%A6% 9F%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%B0- %E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF% E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0% A7%87-%E0%A6%86%E0%A6%9C%E0% A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0% A6%8F%E0%A6%87-%E0%A6%A6%E0% A6%BF%E0%A6%A8%E0%A7%87 - https://www.mapsofindia.com/
on-this-day/date/10/06 - http://www.wiienvis.nic.in/
Content/ImportantDays- NationalandInternational_8019. aspx?format=Print - https://www.firstpost.com/
tech/science/president-kovind- to-inaugurate-india- international-science- festival-on-6-october-5255681. html
