কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৩ এপ্রিল ।
বিশেষ দিবস :
৩ এপ্রিল – বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র দিবস
আজকের দিনে ভারত :
১৩২৫ সালের এই দিনে বিখ্যাত সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়া পরলোক গমন করেন।
১৬৮০ সালের আজকের দিনে মারাঠা সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী শিবাজী মহারাজের মৃত্যু হয়।
১৯০৪ সালের এই দিনে বিশিষ্ট সাংবাদিক ও ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ সংবাদপত্রের প্রতিষ্ঠাতা রামনাথ গোয়েঙ্কা জন্মগ্রহণ করেন। জরুরি অবস্থার সময়ে নির্ভীক সাংবাদিকতার জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন।
১৯১৪ সালের আজকের দিনে ভারতীয় সেনাবাহিনীর প্রধান স্যাম ম্যানেকশ-এর জন্ম হয়। তিনি ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে হওয়া যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন।
১৯৭৫ সালের আজকের দিনে বিশিষ্ট বাঙালি তথা ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী রাধাগোবিন্দ চন্দ্রের মৃত্যু হয়।
২০১৭ সালের এই দিনে ভারতের ক্লাসিক্যাল সংগীতের বিশিষ্ট গায়িকা কিশোরী আমোনকার পরলোক গমন করেন।
আজকের দিনে বাংলাদেশ :
১৯২৯ সালের এই দিনে বিখ্যাত স্থপতি ফজলুর রহমান খান জন্মগ্রহণ করেন।
১৯৫০ সালের এই দিনে বিশিষ্ট জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আলমগীর জন্মগ্রহণ করেন।
১৯৭৯ সালের এই দিনে প্রখ্যাত বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ পরলোক গমন করেন।
১৯৯৫ সালের এই দিনে বিশিষ্ট ক্রিকেটার তাসকিন আহমেদ জন্মগ্রহণ করেন।
আজকের দিনে বিশ্ব :
১৮৮৪ সালের এই দিনে বিশিষ্ট অস্ট্রেলীয় ক্রিকেটার জিমি ম্যাথুজ জন্মগ্রহণ করেন।
১৯২২ সালের এই দিনে জোসেফ স্ট্যালিন, ভ্লাদিমির লেনিনকে রাশিয়ার কমিউনিস্ট দলের সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত করেন।
১৯২৪ সালের আজকের দিনে অস্কার পুরস্কার বিজয়ী বিখ্যাত মার্কিন চলচ্চিত্র অভিনেতা মার্লোন ব্রান্ডোর জন্ম হয়।
১৯৪৮ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান ‘মার্শাল পরিকল্পনা’-য় স্বাক্ষর করেন।
১৯৭৩ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথম বহনযোগ্য মোবাইল থেকে ফোন করা হয়।
১৯৭৭ সালের এই দিনে বিশিষ্ট অস্ট্রেলীয় ক্রিকেটার জ্যাক রাইডার পরলোক গমন করেন।
১৯৭৮ সালের এই দিনে বিশিষ্ট জার্মান টেনিস খেলোয়াড় টমি হাস জন্মগ্রহণ করেন।
১৯৯১ সালের এই দিনে বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক, গল্পকার ও সমালোচক গ্রাহাম গ্রীন পরলোক গমন করেন।
২০১০ সালের এই দিনে ‘অ্যাপল’ কোম্পানি তার ‘আইপ্যাড’-এর উদ্বোধন করে।
২০১৩ সালের এই দিনে আর্জেন্টিনার বুয়েনোস আইরেস ও লা প্লাতায় রেকর্ড পরিমাণ বৃষ্টির ফলে বন্যায় পঞ্চাশজন মানুষ মৃত্যুমুখে পতিত হয়।
২০১৬ সালের এই দিনে ‘পানামা পেপারস্’ প্রকাশিত হয়। এটি ছিল বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের বেআইনি কাজকর্ম সংক্রান্ত বৃহত্তম তথ্যফাঁস।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- https://bn.m.wikipedia.org/wiki/৩_এপ্রিল
- https://www.onthisday.com/events/april/3
- https://www.mapsofindia.com/on-this-day/date/04/03
- http://mythicalindia.com/features-page/3-april-today-indian-history/
- https://thisday.thefamouspeople.com/3rd-april.php
- https://en.m.wikipedia.org/wiki/Kishori_Amonkar


Leave a Reply to স্যাম মানেকশ | সববাংলায়Cancel reply