কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৯ আগস্ট।
বিশেষ দিবসঃ
আন্তর্জাতিক আদিবাসী দিবস।
আজকের দিনে ভারতঃ
১৯২৩ সালের আজকের দিনে পদার্থবিদ আলাদি রামকৃষ্ণণনের জন্ম হয়।
১৯২৫ সালের আজকের দিনে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশান-এর সদস্যরা উত্তরপ্রদেশের কাকোরীর কাছে একটি মেইল ট্রেন থেকে সরকারী ধনসম্পত্তি লুঠ করে।
১৯৫২ সালের আজকের দিনে টেনিস খেলোয়াড় শশী মেননের জন্ম হয়।
১৯৫৫ সালের আজকের দিনে প্রথম ভারতীয় মহিলা স্কাই ড্রাইভার রাচেল থমাসের জন্মহয়।
১৯৯৩ সালের আজকের দিনে জিমন্যাস্ট দীপা কর্মকারের জন্ম হয়।
আজকের দিনে বাংলাদেশঃ
১৯৩০ সালের আজকের দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অন্যতম এক মুখ হিসেবে পরিচিত এম. আর. আখতার মুকুলের জন্ম হয়।
১৯৪১ সালের আজকের দিনে অভিনেতা রমেন্দু মজুমদারের জন্ম হয়।
১৯৪৭ সালের আজকের দিনে লেখক ফারহাদ মজহরের জন্ম হয়।
১৯৮১ সালের আজকের দিনে বাংলাদেশের বিশিষ্ট লেখক, ঐতিহাসিক ও গবেষক সৈয়দ মরতুজা আলীর মৃত্যু হয়।
আজকের দিনে বিশ্বঃ
১৬৩১ সালের আজকের দিনে ইংরেজ কবি জন ড্রাইডেনের জন্ম হয়।
১৭৭৬ সালের আজকের দিনে বিশিষ্ট ইতালীয় রসায়নবিদ আমাদিও অ্যাভোগাড্রোর জন্ম হয়।
১৮৩১ সালের আজকের দিনে প্রথম বাষ্পীয় রেল ইঞ্জিন চলাচল শুরু হয়।
১৮৪২ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সীমারেখা চিহ্নিত করা হয়।
১৮৮৬ সালের আজকের দিনে বিখ্যাত আইরিশ কবি স্যামুয়েল ফারগুসনের মৃত্যু হয়।
১৮৯৭ সালের আজকের দিনে নিউজিল্যান্ডের বিশিষ্ট ক্রিকেটার টেড ব্যাডককের জন্ম হয়।
১৯১০ সালের আজকের দিনে আল্ভা ফিসার বৈদ্যুতিক ওয়াশিং মেশিনের পেটেন্ট লাভ করেন।
১৯১১ সালের আজকের দিনে নোবেল বিজয়ী বিখ্যাত মার্কিন পদার্থবিজ্ঞানী উইলিয়াম আলফ্রেড ফাওলারের জন্ম হয়।
১৯১২ সালের আজকের দিনে ইস্তানবুলে ব্যপক ভুমিকম্পের ফলে হাজার হাজার মানুষ গৃহচ্যুত হয় ও মৃত্যুমুখে পতিত হয়।
১৯২৭ সালের আজকের দিনে বিশিষ্ট ইংরেজ ঔপন্যাসিক, নাট্যকার ও অভিনেতা রবার্ট শ এর জন্ম হয়।
১৯৪৫ সালের আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি শহরে ‘ফ্যাট ম্যান’ নামক পরমাণু বোমা নিক্ষেপ করে। এর ফলে হাজার হাজার মানুষের একনিমেষে মৃত্যু হয়।
১৯৫৮ সালের আজকের দিনে আটলান্টিক মহাসাগরের তলদেশ দিয়ে প্রথম কেবল স্থাপন করা হয়।
১৯৬২ সালের আজকের দিনে নোবেল বিজয়ী বিশিষ্ট কবি ও চিত্রকর হেরমান হেসের মৃত্যু হয়।
১৯৬৫ সালের আজকের দিনে সিঙ্গাপুর মালেয়শিয়ার থেকে আলাদা হয়ে একটি স্বাধীন ও স্বতন্ত্র দেশ হিশেবে আত্মপ্রকাশ করে।
১৯৬৮ সালের আজকের দিনে অস্ট্রেলিয়ার বিশিষ্ট কৌতুকাভিনেতা এরিক ব্যানার জন্ম হয়।
১৯৭৪ সালের আজকের দিনে ওয়াটারগেট কেলেঙ্কারির কারনে মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন প্রথম কোনও মার্কিন রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগ করেন ও উপ-রাষ্ট্রপতি জেরাল্ড ফোর্ড রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করেন।
২০০৮ সালের আজকের দিনে গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম পুরুষদের ৪০০ মিটার ফ্রিস্টাইল সাঁতার প্রতিযোগিতার সূচনা হয়।
2 comments