১২ আগস্ট

আজকের দিনে ।। ১২ আগস্ট

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১২ আগস্ট

বিশেষ দিবসঃ

আন্তর্জাতিক যুব দিবস

বই  প্রকাশ করতে বা কিনতে এই ছবিতে ক্লিক করুন।

জাতীয় গ্রন্থাগারিক দিবস

আজকের দিনে ভারতঃ

১৬০২ সালের আজকের দিনে আকবরের সভাসদ আবুল ফজল নিহত হন।

১৭৬৫ সালের আজকের দিনে মোগল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি তুলে দেন।

১৮৭৭ সালের আজকের দিনে বহু ভাষাবিদ পণ্ডিত ও প্রথম ভারতীয় আই.ই.এস হরিনাথ দের জন্ম হয়।

১৮৯৫ সালের আজকের দিনে বাঙালি অভিনেতা অহীন্দ্র চৌধুরীর মৃত্যু হয়।

১৯০১ সালের আজকের দিনে বিপিনচন্দ্র পাল সাপ্তাহিক ‘নিউ ইন্ডিয়া’ প্রকাশ করেন।

১৯১৯ সালের আজকের দিনে ভারতীয় মহাকাশ গবেষণার পথিকৃৎ হিসেবে পরিচিত  বিক্রম সারাভাইয়ের জন্ম হয়। 

১৯৬০ সালের আজকের দিনে সঙ্গীতশিল্পী ও সাহিত্যিক ইন্দিরা দেবী চৌধুরাণীর মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশঃ

১৮৫১ সালের আজকের দিনে লোককবি পাঞ্জু শাহের মৃত্যু হয়।

১৯৪৩ সালের আজকের দিনে অভিনেতা আহমেদ শরিফের জন্ম হয়।

১৯৪৯ সালের আজকের দিনে টেলিকমিউনিকেশন মন্ত্রী মুস্তাফা জব্বরের জন্ম হয়।

২০০৪ সালের আজকের দিনে লেখক অধ্যাপক হুমায়ুন আজাদের মৃত্যু হয়।

২০১০ সালের আজকের দিনে বাঙালি কবি ও সাহিত্যিক মতিউর রহমান মল্লিকের মৃত্যু হয়।

আজকের দিনে বিশ্বঃ

০০৩০ খ্রিস্টপূর্বের আজকের দিনে মিশরের রাণী সপ্তম ক্লিওপেট্রা ফিলোপেটরের মৃত্যু হয়।

১৬৭৬ সালের আজকের দিনে নিউ ইংল্যান্ডে রেড ইন্ডিয়ানদের যুদ্ধের সমাপ্তি ঘটে।

১৮২৭ সালের আজকের দিনে ইংরেজ কবি ও শিল্পী উইলিয়াম ব্লেকের মৃত্যু হয়।

১৮৪৮ সালের আজকের দিনে স্টিম ইঞ্জিনের রূপকার ইংরেজ উদ্ভাবক জর্জ স্টিফেনসনের মৃত্যু হয়।

১৮৬৬ সালের আজকের দিনে নোবেলজয়ী স্পেনীয় কথাশিল্পী বেনাভেন্তেই মার্তিনেসের  মৃত্যু হয়।

১৮৮০ সালের আজকের দিনে ব্রিটিশ কবি ও ঔপন্যাসিক র‌্যাডক্লিফ হলের জন্ম হয়।

১৮৮৭ সালের আজকের দিনে অস্ট্রিয় পদার্থবিদ এরভিন শ্রোয়েডিংগারের জন্ম হয়।

১৮৯৮ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের সাথে হাওয়াই দ্বীপপুঞ্জ আনুষ্ঠানিকভাবে সংযুক্ত হয়।

১৯২৪ সালের আজকের দিনে পাকিস্তানী জেনারেল, রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রেসিডেন্ট মুহাম্মদ জিয়া-উল-হকের জন্ম হয়।

১৯২৬ সালের আজকের দিনে ‘লাঙল’ পত্রিকার নাম পাল্টে ‘গণবাণী’ রাখা হয়।

১৯৫৫ সালের আজকের দিনে জার্মান লেখক, নোবেল বিজয়ী টমাস মানের মৃত্যু হয়।

১৯৭১ সালের আজকের দিনে বিখ্যাত টেনিস খেলোয়াড় পিট সাম্প্রাসের জন্ম হয়।

১৯৭৩ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ কার্ল জাইগলারের মৃত্যু হয়।

১৯৭৯ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী জার্মান প্রাণরসায়নী আর্নেস্ট বরিস চেইনের মৃত্যু হয়।

১৯৮৯ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ উইলিয়াম ব্র্যাডফোর্ড শকলির মৃত্যু হয়।

« আজকের দিনে ।। ১১ আগস্টআজকের দিনে ।। ১৩ আগস্ট »

4 comments

আপনার মতামত জানান