কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১৪ই জানুয়ারি।
আজকের দিনে ভারতঃ
১৭৬১ সালের আজকের দিনে মারাঠা ও আফগানদের মধ্যে তৃতীয় পানিপথের যুদ্ধ হয়।
১৮৯৯ সালের আজকের দিনে স্বামী বিবেকানন্দের প্রচেষ্টায় উদ্বোধন পত্রিকার প্রকাশ হয়।
১৯২৪ সালের আজকের দিনে নাট্যব্যক্তিত্ব সবিতাব্রত দত্তের জন্ম হয়।
১৯২৬ সালের আজকের দিনে জন্মেছিলেন সাহিত্যিক মহাশ্বেতা দেবীর জন্ম হয়।
১৯২৯ সালের আজকের দিনে সংগীত শিল্পী-সুরকার শ্যামল মিত্রের জন্ম হয়।
আজকের দিনে বিশ্বঃ
১৬০১ খ্রীঃ এই দিনে চার্চ কর্তৃপক্ষ রোমে হিব্রু বই জ্বালিয়ে দেন।
১৬৪১ খ্রীঃ আজকের দিনে ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানী মালাক্কা শহরকে পরাস্ত করে এবং প্রায় ৭০০০ জনকে হত্যা করা হয়।
১৬৫৯ সালের এই দিনে এলভাস(Elvas) এর যুদ্ধ হয় এবং সেখানে পর্তুগিজরা স্প্যানিশকে পরাজিত করে।
১৬৯০ সালের এই দিনে ক্লারিনেট নার্নবার্জ (Nurnberg) এবং জার্মানিতে আবিষ্কার করেন।
১৭৯৪ খ্রীঃ আজকের দিনে আমেরিকাতে সফল সিজারিয়ান ওপারেশন হয়েছিল।
১৮৯৮ সালের এই দিনে টেস্ট ক্রিকেটে প্রথম ছক্কা মারেন অষ্ট্রেলিয়ান ক্রিকেটার জো ডারলিং।
১৯৭৪ খ্রীঃ এর এইদিনে ওয়ার্ল্ড ফুটবল লীগের খোঁজ পাওয়া যায়।
তথ্যসূত্র
- https://bn.m.wikipedia.org/wiki/১৪_জানুয়ারি
- https://www.onthisday.com/events/january/14
- https://www.onthisday.com/events/january/14
- https://www.anandabazar.com/this-day-in-history/historical-events-that-occurred-on-14-january

Pingback: মহাশ্বেতা দেবী | সববাংলায়