সববাংলায়

আজকের দিনে | ২৭ জুলাই

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২৭ জুলাই ।

আজকের দিনে ভারত:

১৮৮৯ সালের আজকের দিনে ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ কমিটি গঠিত হয়।

১৯১৩ সালের আজকের দিনে ব্রিটিশবিরোধী ভারতের স্বাধীনতা আন্দোলনের নেত্রী কল্পনা দত্তের জন্ম হয়।

১৯৬৭ সালের আজকের দিনে সাংবাদিক, অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার রাহুল বোসের জন্ম হয়।

১৯৮৭ সালের আজকের দিনে বিখ্যাত পক্ষীবিদ সালিম আলীর মৃত্যু হয়।

২০১৫ সালের আজকের দিনে ইঞ্জিনিয়ার, অধ্যাপক ও ভারতের একাদশ রাষ্ট্রপতি আবুল পাকির জয়নুল-আবেদিন আবদুল কালাম ওরফে এ পি জে আবদুল কালামের মৃত্যু হয়।

২০১৫ সালে আজকের দিনে পাঞ্জাবের এক পুলিশ স্টেশনে বন্দুকবাজের হামলায় অন্তত ৭ জনের মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশ:

১৯৩১ সালের আজকের দিনে বাংলা লোকসঙ্গীতের কণ্ঠশিল্পী, মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত শিল্পী আব্দুল আলীমের জন্ম হয়।

১৯৩৫ সালের আজকের দিনে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, অভিনেতা, পরিচালক (চলচ্চিত্র ও দূরদর্শন) সৈয়দ হাসান ইমামের জন্ম হয়।

১৯৭১ সালের আজকের দিনে রাজনীতিবিদ, তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদের জন্ম হয়।

১৯৭১ সালের আজকের দিনে প্রশাসনের সুবিধার্থে মুজিবনগর সরকার সমগ্র দেশকে ৯টি অঞ্চলে ভাগ করে।

১৯৯৫ সালের আজকের দিনে অভিনেত্রী, মডেল, প্রযোজক প্রসূন আজাদ নামে খ্যাত আজরা আনজুম প্রসূনের জন্ম হয়।

২০০৭ সালের আজকের দিনে ঢাকা-মিয়ানমার সরাসরি সড়ক যোগাযোগ চুক্তি স্বাক্ষরিত হয়।

আজকের দিনে বিশ্ব:

১৬৯৪ সালের আজকের দিনে ব্যাংক অব ইংল্যান্ড অনুমোদন লাভ করে।

১৮৩৫ সালের আজকের দিনে নোবেল পুরস্কারপ্রাপ্ত ইতালিয়ান লেখক জিউস্যু কার্ডুক্কির জন্ম হয়।

১৮৪১ সালের আজকের দিনে রাশিয়ান কবি ও চিত্রকর মিখাইল লারমনটভের মৃত্যু হয়।

১৮৪৪ সালের আজকের দিনে আধুনিক পারমানবিক তত্ত্বের জনক জন ডাল্টনের মৃত্যু হয়।

১৮৫৭ সালের আজকের দিনে প্রাচ্যবিদ ও জাদুঘর বিশেষজ্ঞ আর্নেস্ট টমসন ওয়ালিসের জন্ম হয়।

১৮৮১ সালের আজকের দিনে নোবেলজয়ী  জার্মান জৈবরসায়নবিদ হানস ফিশারের জন্ম হয়।

১৯২১ সালের আজকের দিনে টরন্টো বিশ্ববিদ্যালয়ের গবেষকদলের প্রধান বায়োকেমিস্ট ফ্রেডরিখ বেন্টিং হরমোন ইনসুলিন আবিষ্কারের ঘোষণা করেন।

১৯৫৫ সালের আজকের দিনে অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার ও কোচ অ্যালান রবার্ট বর্ডারের জন্ম হয়।

১৯৬৯ সালের আজকের দিনে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ও বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফিল্ডার জোনাথন নেইল জন্টি রোডসের জন্ম হয়।

১৯৮০ সালের আজকের দিনে ইরানের শাহ মুহম্মদ রেজা পাহলভীর মৃত্যু হয়।

১৯৮৪ সালের আজকের দিনে ইংরেজ অভিনেতা জেমস মেসনের মৃত্যু হয়।

আজকের দিনে

আজকের দিনে | ২৬ জুলাই আজকের দিনে | ২৮ জুলাই

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading