কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৬ মার্চ ।
আজকের দিনে ভারত :
১৫০৮ সালের আজকের দিনে দ্বিতীয় মুঘল সম্রাট হুমায়ুনের জন্ম হয়।
১৭৭৫ সালের আজকের দিনে রঘুনাথ রাও ও ব্রিটিশ রাজের মধ্যে সুরাট চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮১২ সালের আজকের দিনে বিশিষ্ট কবি-সম্পাদক ঈশ্বর গুপ্তের জন্ম হয়।
১৯১৫ সালের আজকের দিনে শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্মা গান্ধীর প্রথম সাক্ষাৎ হয়।
১৯৬২ সালের আজকের দিনে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী অম্বিকা চক্রবর্তীর মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৯৯৯ সালের আজকের দিনে যশোরের টাউন হলে উদীচী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে টাইম বোমার বিষ্ফোরণ ঘটে।
আজকের দিনে বিশ্ব :
১২৫২ সালের আজকের দিনে ইতালির বিশিষ্ট সাধু ‘রোজ’-এর জন্ম হয়।
১৪৭৫ সালের আজকের দিনে বিশ্ববিখ্যত চিত্রশিল্পী মাইকেলেঞ্জেলোর জন্ম হয়।
১৪৫৯ সালের আজকের দিনে জার্মান ব্যবসায়ী ও ব্যাংকার ‘জ্যাকব’-এর জন্ম হয়।
১৫২২ সালের আজকের দিনে জার্মানীর ক্যাথলিক ও প্রোটেস্টান্টদের মধ্যে দ্বিতীয় বার বড় ধরনের যুদ্ধ অনুষ্ঠিত হয়।
১৭৯৯ সালের আজকের দিনে নেপোলিয়ন প্যালেস্টাইনের জাফা দখল করেন।
১৮০৬ সালের আজকের দিনে ইংরেজ কবি ‘এলিজাবেথ বেরেট ব্রাউনিং’-এর জন্ম হয়।
১৮৩৬ সালের আজকের দিনে ১৩ দিনের অবরোধের পর মেক্সিকোর সেনাবাহিনীর হাতে টেস্কাসের সান এন্টোনিওর পতন হয় এবং এই অভিযানে মোট ১৮৬ জন নিহত হয়।
১৮৯৯ সালের আজকের দিনে ‘ফলিক্স হফম্যান’ অ্যাসপিরিনের পেটেন্ট গ্রহণ করেন।
১৯০২ সালের আজকের দিনে ব্রিটিশ সেনারা দায়িত্ব পালনকালে বা অন্য সময়ে চশমা ব্যবহারের অধিকার পায়।
১৯২৭ সালের আজকের দিনে কলম্বিয়ার নোবেলজয়ী লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের জন্ম হয়।
১৯৩০ সালের আজকের দিনে লন্ডনে প্রথম হিমায়িত খাদ্য বিপণন শুরু হয়।
১৯৪৪ সালের আজকের দিনে মার্কিন বাহিনী দিবালোকে বার্লিনে বোমাবর্ষণ শুরু করে।
১৯৫৬ সালের আজকের দিনে মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পুনরুদ্ধার করে।
১৯৫৭ সালের আজকের দিনে ডক্টর কাওয়াম নকরোমোর নেতৃত্বে ঘানা স্বাধীনতা লাভ করে।
১৯৭৪ সালের আজকের দিনে রোমক সম্রাট ও ফ্রান্সের রাজার মধ্যে ‘রাস্টার্ড শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়।
১৯৭৫ সালের আজকের দিনে ইরান ও ইরাকের মধ্যে সীমান্ত বিরোধের নিষ্পত্তি সংক্রান্ত ‘আলজিয়ার্স চুক্তি’ স্বাক্ষরিত হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


Leave a Reply to মাইকেলেঞ্জেলো | মাইকেল অ্যাঞ্জেলো | সববাংলায়Cancel reply