কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৭ মার্চ।
আজকের দিনে ভারতঃ
১৮৩৫ সালের এই দিনে ব্রিটিশ রাজ ভারতে সরকারি অফিসে ফরাসি ভাষা বিলোপ করে ইংরেজি ভাষার প্রচলন শুরু করে।
১৯২৩ সালের এই দিনে তৃতীয় পেশোয়ার ষড়যন্ত্র মামলা শুরু হয়।
১৯৫২ সালের আজকের দিনে বিশিষ্ট বাঙালি জীববিজ্ঞানী সুধা ভট্টাচার্য জন্মগ্রহণ করেন।
১৯৮২ সালের এই দিনে বিখ্যাত শিশু সাহিত্যিক বিমল ঘোষ পরলোক গমন করেন।
২০১৭ সালের এই দিনে বিশিষ্ট সঙ্গীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য পরলোক গমন করেন।
আজকের দিনে বাংলাদেশঃ
১৮৬১ সালের এই দিনে ঢাকা শহরের প্রথম সাপ্তাহিক পত্রিকা ‘ঢাকা প্রকাশ’-এর আত্মপ্রকাশ ঘটে।
১৯৭১ সালের এই দিনে রমনার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে মুক্তি সংগ্রামের আহ্বান জানিয়ে ঐতিহাসিক ভাষণ দেন।
১৯৭৩ সালের এই দিনে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৯৯ সালের এই দিনে যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা বিস্ফোরণের ফলে দুই শতাধিক ব্যক্তি হতাহত হন।
আজকের দিনে বিশ্বঃ
১৫৩০ সালের এই দিনে পোপ ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির বিবাহবিচ্ছেদে অসম্মতি প্রদান করেন।
১৭৮৫ সালের এই দিনে ভূতত্ববিদ জেমস হুটন এডিনবার্গে রয়্যাল সোসাইটির জমায়েতে ‘অভিন্নতার তত্ত্ব’ (Theory of uniformitarianism) তুলে ধরেন।
১৯১২ সালের এই দিনে রোনাল্ড আমুন্ডসেন দক্ষিন মেরুর আবিষ্কার ঘোষণা করেন।
১৯৩৩ সালের এই দিনে Game of Monopoly -এর উদ্ভাবন হয়।
১৯৩৬ সালের এই দিনে অ্যাডল্ফ হিটলার ভার্সাই সন্ধি ভঙ্গ করে রাইনল্যান্ডে সেনাবাহিনী পাঠান।
১৯৪৫ সালের এই দিনে টিটো কর্তৃক যুগোশ্লোভিয়ার সরকার গঠিত হয়।
১৯৮৫ সালের এই দিনে আমেরিকান ব্যান্ড গানস এন্ড রোজেস’র বিখ্যাত গান ‘উই আর দ্য ওয়ার্ল্ড’ (we are the world) আন্তর্জাতিক ভাবে প্রকাশ পায়।
১৯৮৬ সালের এই দিনে চ্যালেঞ্জার দুর্ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিসার্ভারের ডুবুরীরা সাগর তলে চ্যালেঞ্জারের কেবিন ক্রু-দের অবস্থান নিশ্চিত করে।
১৯৮৯ সালের এই দিনে ইরান ও ব্রিটিশ যুক্তরাজ্যের কূটনৈতিক সর্ম্পক ছিন্ন হয়ে যায়। সলমন রুশদী-কে নিয়ে দুদেশের মধ্যে জটিলতার সৃষ্টি হয়।
১৯৯৬ সালের এই দিনে প্রথম জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্যালেস্টাইনে সরকার গঠিত হয়।
২০০৯ সালের এই দিনে মাত্র ১৭ বছর বয়সি হওয়া সত্ত্বেও ব্রাজিলের জনপ্রিয় তারকা ফুটবলার নেইমার ‘সান্তোস’-এর হয়ে তার পেশাদার ফুটবল জীবন শুরু করেন।
২০১৭ সালের এই দিনে মাল্টার জনপ্রিয় স্থাপত্য Azure Window ঝড়ে সমুদ্রে ভেঙ্গে পড়ে।
One comment