কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১৬ মার্চ –
আজকের দিনে ভারতঃ
১৫২৭ সালের আজকের দিনে খানুয়া যুদ্ধে মুঘল সম্রাট বাবর রানা সঙ্গ-এর নেতৃত্বাধীন রাজপুত বাহিনীকে পরাজিত করেন।
১৫৫৯ সালের আজকের দিনে মহারাণা ‘অমর সিং-১’ এর জন্ম হয়। তিনি ছিলেন মহারাণা প্রতাপের জ্যেষ্ঠ পুত্র। তিনি ১৪তম রানা ছিলেন এবং তাঁর পিতার মৃত্যুর পর ক্ষমতায় এসেছিলেন। তাঁর রাজধানী ছিল উদয়পুর শহরে। সাহস ও প্রজাপালনের কারণে তিনি তাঁর রাজ্যে খুব জনপ্রিয় ছিলেন। তিনি দীর্ঘকাল ধরে মুগলদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন।
১৬৯৩ সালের আজকের দিনে মালহার রাও হোলকার-এর জন্ম হয়। হোলকার পরিবারের থেকে তিনিই প্রথম যুবরাজ, যিনি ইন্দর শাসনকর্তা হয়েছিলেন। মালহার রাও হোলকার উত্তর ভারতে মারাঠা সাম্রাজ্য বিস্তারের জন্য বিখ্যাত ছিলেন।
১৮৭৭ সালের আজকের দিনে গুজরাটি কবি নানালাল দালপত্রমের জন্ম হয়।
১৮৮০ সালের আজকের দিনে বাঙালি সাহিত্যিক, অনুবাদক, ও অভিধান প্রণেতা রাজশেখর বসুর জন্ম হয়। তাঁর ছদ্মনাম ছিল পরশুরাম। ১৯৫৫ খ্রিস্টাব্দে তিনি ‘আনন্দীবাঈ ইত্যাদি’ গল্পগ্রন্থের জন্য ‘সাহিত্য অকাদেমি’ পুরস্কার লাভ করেছিলেন।
১৯১০ সালের আজকের দিনে পটৌদি রাজ্যের অষ্টম নবাব ইফতিখার আলি খান পটৌদির জন্ম হয়। ১৯৪৬ সালের ইংল্যান্ড সফরের সময় তিনি ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন।
১৯৪৫ সালের আজকের দিনে স্বাধীনতা সংগ্রামী এবং ‘অভিনব ভারত সোসাইটি’র প্রতিষ্ঠাতা গণেশ দামোদর সাভারকারের মৃত্যু হয়।
১৯৪৬ সালের আজকের দিনে ভারতীয় শাস্ত্রীয় গায়ক আলাদিয়া খানের মৃত্যু হয়। জয়পুর-আতরাউলি ঘরানা নির্মাণের জন্য বিশেষভাবে খ্যাত আলাদিয়া খান ‘গান সম্রাট’ উপাধিতেও পরিচিত ছিলেন।
১৯৪৯ সালের আজকের দিনে বাঙালি গায়ক কবীর সুমনের জন্ম হয়।
২০১২ সালের আজকের দিনে শততম শতরানটি পূর্ণ করেন সচিন তেন্ডুলকর। বাংলাদেশের বিরুদ্ধে ১১৪ রান করার সঙ্গে সঙ্গেই একদিনের ক্রিকেটে তাঁর ৪৯তম শতরান করে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১০০তম শতরান করেন তিনি।
আজকের দিনে বাংলাদেশঃ
১৯৭১ সালের আজকের দিনে বাঙালি মঞ্চাভিনেতা অমলকৃষ্ণ সোম ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রাক্কালে পশ্চিম পাকিস্তান সেনাবাহিনীর কর্তৃক নিহত হন। তিনি প্রায় একশত নাটকে অভিনয় করেছিলেন।
২০০৭ সালের আজকের দিনে বাংলাদেশী ক্রিকেটার মানজারুল ইসলাম রানা’র এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়। মৃত্যুকালীন এই ক্রিকেটারের বয়স ছিল মাত্র ২২ বছর ৩১৬ দিন। মৃত্যুকালেও দুর্ভাগ্যবশত তিনি একটি বিশ্বরেকর্ড করেন। এর ফলে আর্চি জ্যাকসনের সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হিসেবে মৃত্যুর রেকর্ড ভেঙে যায়। তিনিই প্রথম বাংলাদেশী ক্রিকেটার যিনি তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ওভারেই উইকেট নিয়েছিলেন। মৃত্যুর আগে অবধি তিনি বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৬টি টেস্ট ও ২৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন।
২০১৩ সালের আজকের দিনে বাংলাদেশি পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ জামাল নজরুল ইসলামের মৃত্যু হয়।
আজকের দিনে বিশ্বঃ
১৭৫১ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের চতুর্থ রাষ্ট্রপতি জেমস ম্যাডিসনের জন্ম হয়।
১৭৮৯ সালের আজকের দিনে জার্মান পদার্থবিজ্ঞানী জর্জ সায়মনের জন্ম হয়।
১৮১৫ সালের আজকের দিনে প্রিন্স উইলম নেদারল্যান্ডসে সাংবিধানিক রাজতন্ত্র ঘোষণা করেন। ‘উইলমম-১’ নেদারল্যান্ডসের এবং বেলজিয়ামের রাজা হিসেবে ঘোষিত হন।
১৮৩৯ সালের আজকের দিনে ফরাসি সাহিত্যিক সুলি প্রুদোমের জন্ম হয়।
১৯৪১ সালের আজকের দিনে ইতালীয় চলচ্চিত্র নির্মাতা বেরনার্দো বেরতোলুচ্চি-এর জন্ম হয়।
১৯৫৩ সালের আজকের দিনে ফরাসি অভিনেত্রী ইজাবেল অ্যানি মেডেলিন হাপ্পার্ট-এর জন্ম হয়।
১৯৮৯ সালের আজকের দিনে মিশরের গিজার মহা পিরামিড এর পাশে ৪,৪০০ বছর পুরোনো একটি মমি পাওয়া যায়।
২০০১ সালের আজকের দিনে চীনের শিয়াজিয়াঝুয়াং শহরে পরস্পর বোমা বিস্ফোরণে ১০৮ জন নিহত এবং ৩৮ জন আহত হয়।
২০০৫ সালের আজকের দিনে ইজরাইল আনুষ্ঠানিকভাবে জেরিকো নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের উপর ছেড়ে দেয়।
২০১৬ সালের আজকের দিনে নাইজেরিয়ার মেডুদুরির একটি মসজিদে দুটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে ২২ জন নিহত এবং ১৮ জন আহত হয়।
তথ্যসূত্র
- https://en.wikipedia.org/wiki/March_16
- https://www.onthisday.com/events/march/16
- http://mythicalindia.com/features-page/16-march-today-in-indian-history/
- http://archives.anandabazar.com/archive/1120316/index.html
- https://en.wikipedia.org/wiki/Amar_Singh_I
- https://en.wikipedia.org/wiki/Ganesh_Damodar_Savarkar
- https://www.telegraph.co.uk/news/1485765/Israel-hands-Jericho-to-Palestinians.html
- https://en.wikipedia.org/wiki/Shijiazhuang_bombings
- https://www.ndtv.com/world-news/2-suicide-bombers-kill-22-at-mosque-in-northeast-nigerias-maiduguri-1287851
- https://en.wikipedia.org/wiki/Monarchy_of_the_Netherlands
- অভিনব অগ্রণী পত্রিকা–সম্পাদক–দিলীপকুমার বাগ–শ্রীরামপুর, হুগলি, পশ্চিমবঙ্গ–ডিসেম্বর ২০১৮-পৃষ্ঠা-২
- আজকের অনির্বাণ পত্রিকা–সম্পাদক জুবিন ঘোষ–১৬ই মার্চ, ২০১৭-চন্দননগর, গড়ের ধার, হুগলি, পশ্চিমবঙ্গ পৃষ্ঠা -১৫