কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১৭ মার্চ।
আজকের দিনে ভারতঃ
১৮৬৪ সালের আজকের দিনে ভারতীয় রাজনৈতিক চরিত্র জোসেফ ব্যাপটিস্টা জন্মগ্রহণ করেন। তিনি ‘স্বদেশ নীতি’ (ইংরাজিতে ‘হোম রুল মুভমেন্ট’) আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তিনিই বলেছিলেন, “স্বরাজ আমার জন্মাধিকার এবং আমি এটির উত্তরাধিকারী’। ১৯২৫ সালে তিনি মুম্বাইয়ের মেয়র নির্বাচিত হন।
১৯০৯ সালের আজকের দিনে ভারত বিশেষজ্ঞ এবং বৈদিক পণ্ডিত রামচন্দ্র নারায়ণ দণ্ডেকার জন্মগ্রহণ করেন। তিনি পদ্মভূষণ সম্মান এবং সাহিত্য আকাদেমির ফেলোশিপ পেয়েছিলেন।
১৯৭৫ সালের আজকের দিনে কন্নড় অভিনেতা এবং প্রযোজক পুনইথ রাজকুমারের জন্ম হয়।
১৯৮২ সালের আজকের দিনে মারাঠি লেখক বিষ্ণুশ্রেষ্ঠ চিপলঙ্কারের মৃত্যু হয়। তাঁকে আধুনিক মরাঠি গদ্যের জনক হিসেবে বিবেচনা করা হয়।
১৯৮৫ সালের আজকের দিনে ভারতীয় ক্রিকেটার দাত্তু ফাদকারের মৃত্যু হয়।
১৯৯০ সালের আজকের দিনে ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় সাইনা নেহওয়ালের জন্ম হয়।
আজকের দিনে বাংলাদেশ –
১৯২০ সালের আজকের দিনে শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। তিনি তৎকালীন পুর্ব পাকিস্তানে মুক্তি বাহিনী গঠন করেন এবং তাঁর নেতৃত্বেই পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। স্বাধীন বাংলাদেশের তিনি প্রথমে বাংলাদেশের সর্বপ্রথম ও পঞ্চম দফার রাষ্ট্রপতি এবং পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৭ সালের আজকের দিনে ত্রিনিদাদ এবং টোবাগোর কুইন্স পার্ক ওভাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ পর্বের খেলায় বাংলাদেশ ভারতকে ৫ উইকেটে পরাজিত করে।
আজকের দিনে বিশ্ব –
১৮৪৬ সালের আজকের দিনে জার্মান জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ ফ্রেডরিখ উইললহেল্ম বেসেলের মৃত্যু হয়।
১৯৬৬ সালের আজকের দিনে মার্কিন সাবমেরিন ‘এলভিন’ ভূমধ্যসাগরে একটি হারিয়ে যাওয়া হাইড্রোজেন বোমা খুঁজে পায়।
১৯৯২ সালের আজকের দিনে ইজরায়েলী দূতাবাসে গাড়ি বোমা হামলায় ২৯ জন নিহত এবং ২৪২ জন আহত হয়।
১৯৯৬ সালের আজকের দিনে পাকিস্তানের লাহোরে ষষ্ঠ বিশ্বকাপ ক্রিকেট ফাইনালে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়াকে পরাজিত করে বিশ্বকাপ ত্রিকেট প্রথমবার জয় করে।
২০১৫ সালের আজকের দিনে ইংরেজ ক্রিকেটার বব এপলইয়ার্ডের মৃত্যু হয়।
One comment