সববাংলায়

আজকের দিনে ।। ২২ মার্চ

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২২ মার্চ ।

বিশেষ দিবস :

২২ মার্চ – বিশ্ব জল দিবস

আজকের দিনে ভারত :

১৭৩৯ সালের আজকের দিনে নাদির শাহ্ ভারতের দিল্লি দখল করেন এবং নাদির শাহের সেনাবাহিনী দিল্লিতে ব্যাপক লুটপাট করে শহরের মূল্যবান বস্তু লুন্ঠন করেন। মুঘল সম্রাটকে লুণ্ঠন বন্ধ করার জন্য রাজ তোষাখানার চাবি হস্তান্তর করতে হয়েছিল। এই সময় ময়ূর সিংহাসন এবং কোহিনুর সহ ভারতের বেশিরভাগ প্রত্নতাত্ত্বিক গহনা-হিরে-জহরত হারিয়ে যায়।

১৭৯৩ সালের আজকের দিনে বাংলা ও বিহারে লর্ড কর্নওয়ালিস কুখ্যাত চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন।

১৮৮৩ সালের আজকের দিনে বাঙালি সাহিত্যিক এবং গবেষক যোগেন্দ্রনাথ গুপ্ত জন্মগ্রহণ করেন।

১৮৮৫ সালের আজকের দিনে ভারতীয় প্রত্নতাত্ত্বিক গোলাম ইয়াজদানি জন্মগ্রহণ করেন। তিনি অজন্তা গুহা, বিদর দুর্গ ও দৌলতাবাদ সহ ভারতের বেশিরভাগ প্রত্নতাত্ত্বিক স্থান সংরক্ষণ ও পুনরুদ্ধারের ক্ষেত্রে সহায়ক ছিলেন। ১৯৫২ সালে তিনি তাঁর অবদানের জন্য ভারত সরকার কর্তৃক পদ্ম ভূষণ পুরস্কার লাভ করেন।

১৮৯৪ সালের আজকের দিনে ব্রিটিশ বিরোধী সশস্ত্র স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব মাস্টারদা সূর্য সেনের জন্ম হয়। তিনি চট্টগ্রামে অস্ত্রাগার লুন্ঠন-অভিযানের নেতৃত্বের জন্য সুপরিচিত ছিলেন।

১৮৯৮ সালের আজকের দিনে অবিভক্ত ভারতে ব্রিটিশ ফৌজদারি কার্যবিধি প্রবর্তন হয়।

১৯৪৭ সালের আজকের দিনে লর্ড মাউন্ট ব্যাটেন ভাইসরয় পদে নিযুক্ত হয়ে ভারতে আসেন।

১৯৫৭ সালের আজকের দিনে ভারত সরকার গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সাথে সরকারি উদ্দেশ্যে সরকারি উদ্দেশ্যে প্রথম মাস হিসাবে চৈত্রের সাথে শক যুগের ক্যালেন্ডার গ্রহণ করেছিল।

১৯৭৭ সালের আজকের দিনে কমিউনিস্ট নেতা এ কে গোপালন পরলোক গমন করেন।

২০০৭ সালের আজকের দিনে ভারতীয় দার্শনিক ইউ জি কৃষ্ণমূর্তি পরলোক গমন করেন।

২০১৪ সালের আজকের দিনে কন্নর কথাসাহিত্য লেখক যশবন্ত ভিথোবা চিতাল পরলোক গমন করেন। তিনি একজন রাসায়নিক প্রকৌশলী ছিলেন।  তিনি ভারতীয় সাহিত্যে ছোটগল্প বিভাগে অবদান রাখার জন্য  সাহিত্য আকাদেমি পুরস্কারে সম্মানিত হয়েছিলেন।

 আজকের দিনে বিশ্ব :

১৮৩২ সালের আজকের দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে ৮২ বছর বয়সে কিংবদন্তি জার্মান সাহিত্যিক গ্যেটের মৃত্যু হয়।

১৮৮১ সালের আজকের দিনে ‘রোলেক্স’ ঘড়ি কোম্পানির জনক হান্স উইল্‌সডর্ফের জন্ম হয়।

১৮৮৮ সালের আজকের দিনে ইংলিশ ফুটবল লিগ গঠন হবার প্রথম ধাপ হিসেবে অ্যাস্টন ভিলার একজন পরিচালক উইলিয়াম ম্যাকগ্রেগর ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবকে চিঠি লিখে একটা প্রতিযোগিতামূলক লিগ করার প্রস্তাব দিয়েছিলেন। তাঁর এই কর্মসূচির পরিপ্রেক্ষিতেই পরবর্তীকালে ইংলিশ ফুটবল লিগ গঠিত হয়।

১৯০৪ সালের আজকের দিনে নিউইয়র্ক ইলাসট্রেটেড মিরর পত্রিকার মাধ্যমে পত্রিকায় বিশ্বের প্রথম রঙিন ছবি মুদ্রণের ঘটনা ঘটে।

১৯৩৩ সালের আজকের দিনে সালে নাৎসি ড্যাচো কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি হয়।

১৯৪৬ সালের আজকের দিনে জর্ডনের স্বাধীন হয়।

১৯৮২ সালের আজকের দিনে নাসার স্পেস-শাটল ‘কলম্বিয়া’ উৎক্ষেপণ করা হয় তৃতীয়বারের মতো।

১৯৮৫ সালের আজকের দিনে বিশ্বের ওজোন স্তর সংরক্ষণের জন্য আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করা হয়।

১৮৩২ সালের আজকের দিনে জার্মান লেখক ও কবি ইয়োহান ভল্‌ফগাং ফন গোটে পরলোক গমন করেন।

১৯৩১ সালের আজকের দিনে কানাডীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা উইলিয়াম শ্যাটনার জন্মগ্রহণ করেন।

১৯৩১ সালের আজকের দিনে নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী বার্টন রিখটার জন্মগ্রহণ করেন।

১৯৭৬ সালের আজকের দিনে মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক রিজি উইদারস্পুন জন্মগ্রহণ করেন।

আজকের দিনে

আজকের দিনে ।। ২১ মার্চ আজকের দিনে ।। ২৩ মার্চ

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

তথ্যসূত্র


  1.  https://bn.m.wikipedia.org/wiki/২২_মার্চ h
  2. https://en.wikipedia.org/wiki/Dachau_concentration_camp
  3. https://en.wikipedia.org/wiki/World_Water_Day
  4. https://en.wikipedia.org/wiki/Nader_Shah%27s_invasion_of_the_Mughal_Empire
  5. http://www.historydiscussion.net/history-of-india/economic-history/top-3-land-tenure-systems-during-the-british-rule-in-india/5977
  6. https://en.wikipedia.org/wiki/Jogendranath_Gupta
  7. https://en.wikipedia.org/wiki/Ghulam_Yazdani
  8. https://en.wikipedia.org/wiki/Surya_Sen
  9. https://www.gktoday.in/gk/arrival-of-lord-mountbatten-1947/
  10. https://archive.india.gov.in/knowindia/national_symbols.php?id=10
  11. https://en.wikipedia.org/wiki/A._K._Gopalan
  12. https://en.wikipedia.org/wiki/Yashwant_Vithoba_Chittal
  13. https://en.wikipedia.org/wiki/Daily_Mirror
  14. https://en.wikipedia.org/wiki/Jordan
  15. https://en.wikipedia.org/wiki/Space_Shuttle_Columbia
  16. https://en.wikipedia.org/wiki/Johann_Wolfgang_von_Goethe
  17. https://en.wikipedia.org/wiki/Vienna_Convention_for_the_Protection_of_the_Ozone_Layer
  18. https://en.wikipedia.org/wiki/Robert_Andrews_Millikan
  19. https://en.wikipedia.org/wiki/Burton_Richter
  20. https://en.wikipedia.org/wiki/Reese_Witherspoon
  21. https://en.wikipedia.org/wiki/William_Shatner

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading