কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৩০ মার্চ।
বিশেষ দিবসঃ
বিশ্ব বাইপোলার দিবস (World Bipolar Day)
আজকের দিনে ভারতঃ
১৬৬৪ সালের আজকের দিনে সর্বকনিষ্ঠ শিখ গুরু হরকিষাণ সিং মাত্র ৭ বছর বয়সে স্মলপক্স রোগে পরলোক গমন করেন।
১৬৯৯ সালের আজকের দিনে পাঞ্জাবের আনন্দপুর সাহেবে গুরু গোবিন্দ সিং খালসা প্রতিষ্ঠা করেন।
১৮৯৯ সালের আজকের দিনে বাঙালি লেখক ও চিত্রনাট্যকার শরদিন্দু বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন।
১৯১৯ সালের আজকের দিনে গান্ধী রৌলাট আইনের বিরুদ্ধে প্রতিরোধ ঘোষণা করেন।
১৯২৯ সালের আজকের দিনে ইংল্যান্ড ও ভারতের মধ্যে বিমানবন্দর দ্বারা ডাক সেবা শুরু হয়।
১৯৪৯ সালের আজকের দিনে ‘নিউ ইউনিয়ন অফ গ্রেটার রাজস্থান’ উদ্বোধন করা হয়।
১৯৫৭ সালের আজকের দিনে বাংলা রূপকথার জনক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের মৃত্যু হয়।
১৯৮৮ সালের আজকের দিনে তামিলনাড়ু রণজি ট্রফি জিতে নেয়।
১৯৯২ সালের আজকের দিনে সত্যজিত রায়কে অস্কার সম্মান প্রদান করা হয়।
১৯৯৭ সালের আজকের দিনে জাতীয় কংগ্রেস পার্টি কেন্দ্রীয় দেবগৌড়া সরকার-এর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল।
আজকের দিনে বাংলাদেশ –
১৯৭১ সালের আজকের দিনে বাংলাদেশী শিক্ষাবিদ ও মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী জ্যোতির্ময় গুহঠাকুরতা পরলোক গমন করেন।
আজকের দিনে বিশ্ব –
২৪০ খ্রিস্টপূর্বাব্দে সালের আজকের দিনে প্রথমবার হ্যালির ধূমকেতু দেখা গেছিল তথা নথিভুক্ত হয়েছিল।
১৭৪৬ সালের আজকের দিনে স্প্যানিশ চিত্রকর ফ্রান্সিস্কো গোয়া জন্মগ্রহণ করেন।
১৮৪৪ সালের আজকের দিনে ফরাসী কবি পল ভের্লেন জন্মগ্রহণ করেন।
১৮৫৩ সালের আজকের দিনে চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গখ জন্মগ্রহণ করেন।
১৮৭১ সালের আজকের দিনে রয়্যাল অ্যালবার্ট হল রানী ভিক্টোরিয়া দ্বারা খোলা হয়।
১৯৮১ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রেগান গুলিবিদ্ধ হন।
২০০৯ সালের আজকের দিনে ১২ জন সশস্ত্র লোক পাকিস্তানের লাহোরে অবস্থিত মানাওয়ান পুলিশ একাডেমী আক্রমণ করে।
২০১৩ সালের আজকের দিনে মার্কিন কবি ও শিক্ষাবিদ ড্যানিয়েল হফম্যান পরলোক গমন করেন।
তথ্যসূত্র
- https://bn.m.wikipedia.org/wiki/৩০_মার্চ
- https://en.wikipedia.org/wiki/March_30
- https://www.onthisday.com/day/march/30
- http://www.bcstest.com/details.php?id=27&parent=1
- https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances
- http://mythicalindia.com/features-page/30-march-today-in-indian-history/
- https://en.wikipedia.org/wiki/Timeline_of_Bangladeshi_history
- http://thehistoryindia.blogspot.com/2012/12/30-march-day-in-history-of-india-and.html
- https://en.wikipedia.org/wiki/Jyotirmoy_Guhathakurta
- https://en.wikipedia.org/wiki/Template:List_of_Sikh_Gurus
- https://www.theguardian.com/music/2016/mar/30/royal-albert-hall-opens-queen-victoria-1871
- https://www.postalmuseum.org/discover/collections/airmail/
- https://www.isbd.org/world-bipolar-day
- https://en.wikipedia.org/wiki/1987%E2%80%9388_Ranji_Trophy
- https://rajassembly.nic.in/raj-integration.htm
- https://en.wikipedia.org/wiki/Attempted_assassination_of_Ronald_Reagan
- অভিনব অগ্রণী পত্রিকা–সম্পাদক–দিলীপকুমার বাগ–শ্রীরামপুর, হুগলি, পশ্চিমবঙ্গ–ডিসেম্বর ২০১৮-পৃষ্ঠা-২
- আজকের অনির্বাণ পত্রিকা–সম্পাদক জুবিন ঘোষ–১৬ই মার্চ, ২০১৭-চন্দননগর, গড়ের ধার, হুগলি, পশ্চিমবঙ্গ পৃষ্ঠা -১৫
3 comments