কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২৫ মে।
আজকের দিনে ভারতঃ
১৭৫১ সালের আজকের দিনে বাংলায় মুদ্রিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেডের জন্ম হয়।
১৮৮৬ সালের আজকের দিনে ভারতীয় ব্রিটিশবিরোধী আন্দোলনের একজন বিপ্লবী নেতা ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সংগঠক রাসবিহারী বসুর জন্ম হয়।
১৯০২ সালের আজকের দিনে অধ্যাপক, গবেষক ও সাহিত্যিক অমূল্যধন মুখোপাধ্যায়ের জন্ম হয়।
১৯০৬ সালের আজকের দিনে বিখ্যাত ভারতীয় ভাস্কর রামকিঙ্কর বেইজের জন্ম হয়।
১৯২৪ সালের আজকের দিনে শিক্ষাবিদ, কলকাতা হাইকোর্টের বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয় এর ভাইস-চ্যান্সেলর স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়।
১৯৭২ সালের আজকের দিনে ভারতীয় অভিনেতা, পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার করণ জোহরের জন্ম হয়।
২০০৫ সালের আজকের দিনে অভিনেতা, পরিচালক, প্রযোজক ও রাজনীতিবিদ সুনীল দত্তের মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশঃ
১৯১৩ সালের আজকের দিনে বিশিষ্ট ইসলামিক পন্ডিত, মুর্শিদ আব্দুল লতিফ চৌধুরী ফুলতলীর জন্ম হয়।
১৯৩৯ সালের আজকের দিনে বরিষ্ঠ সাংবাদিক, প্রাক্তন মন্ত্রী এ.জেড.এম.ইনায়েতউল্লাহ খানের জন্ম হয়।
১৯৫০ সালের আজকের দিনে রাজনীতিবিদ পান্না কায়সারের জন্ম হয়।
১৯৭২ সালের আজকের দিনে আর্জেন্টিনা স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
১৯৮০ সালের আজকের দিনে বিখ্যাত মডেল, অভিনেত্রী, গায়িকা রাফিয়াথ রশিদ মিথিলার জন্ম হয়।
১৯৮৫ সালের আজকের দিনে সামুদ্রিক ঘূর্ণিঝড়ে প্রায় ১০০০০ মানুষের প্রাণহানি ঘটে।
আজকের দিনে বিশ্বঃ
১৭৬৮ সালের আজকের দিনে ক্যাপটেন কুক তার প্রথম অভিযান শুরু করেন।
১৮০৩ সালের আজকের দিনে এডওয়ার্ড বুলওয়ার-লিটনের জন্ম হয়। তিনি ছিলেন ইংরেজ লেখক, নাট্যকার ও রাজনীতিবিদ।
১৮৮৯ সালের আজকের দিনে ইগর সিকোরস্কির জন্ম হয়। তিনি ছিলেন হেলিকপ্টারের উদ্ভাবক রুশ-মার্কিন বিজ্ঞানী।
১৯৩৬ সালের আজকের দিনে নিগ্রো ক্রীড়াবিদ জেসি ওয়েন্স বার্লিন অলিম্পিকে ৫টি বিশ্বরেকর্ড ভঙ্গ করেন ।
১৯৪৬ সালের আজকের দিনে আমীর আবদুল্লাহর নেতৃত্বে ট্রান্স জর্ডনের স্বাধীনতা ঘোষণা করা হয়।
2 comments