২৪ মে

আজকের দিনে ।। ২৪ মে

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২৪ মে।

আজকের দিনে ভারতঃ

১৮১৩ সালের আজকের দিনে ইয়ং বেঙ্গল দলের সদস্য, শিক্ষাবিদ, ভাষাতত্ত্ববিদ ও খ্রিষ্টধর্মপ্রচারক বাঙালি মনিষী কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়। তিনি হিন্দুধর্মের বর্ণবৈষম্যের বিরুদ্ধে তিনি কলম ধরেছিলেন।


সববাংলায় সাইটে বিজ্ঞাপন দেওয়ার জন্য আজই যোগাযোগ করুন
contact@sobbanglay.com


 

১৮৭৫ সালের আজকের দিনে স্যার সৈয়দ আহমদ খান দ্বারা স্থাপিত আলিগড়ে মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল স্কুলের পথচলা শুরু হয়। এটিই পরে আলিগড় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।

১৮৯৪ সালের আজকের দিনে বাঙালি গীতি-কবি বিহারীলাল চক্রবর্ত্তীর মৃত্যু হয়।

১৮৯৯ সালের আজকের দিনে বিখ্যাত বাঙালি কবি ও গীতিকার কাজী নজরুল ইসলামের জন্ম হয়।

১৯০৩ সালের আজকের দিনে উনিশ শতকের বাঙালি কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়।

১৯২০ সালের আজকের দিনে মার্ক্সবাদী বাঙালি সাহিত্যিক সোমেন চন্দর জন্ম হয়।

১৯৫৪ সালের আজকের দিনে বিখ্যাত পর্বতারোহী বাচেন্দ্রী পালের জন্ম হয়। এভারেস্ট শৃঙ্গজয়ী প্রথম ভারতীয় মহিলা তিনি।

১৯৮৯ সালের আজকের দিনে বিশিষ্ট মঞ্চ অভিনেত্রী তৃপ্তি মিত্রর মৃত্যু হয়।

১৯৯২ সালের আজকের দিনে বিশিষ্ট সঙ্গীতজ্ঞ, রবীন্দ্রসঙ্গীত শিক্ষক ও রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপিকার এবং রসায়নবিজ্ঞানের শিক্ষক শৈলজারঞ্জন মজুমদারের মৃত্যু হয়।

২০০০ সালের আজকের দিনে বিখ্যাত সুরকার তথা উর্দু কবি মজরু সুলতানপুরীর মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশঃ

১৯৪০ সালের আজকের দিনে ব্রিটিশ শাসনাধীন অবিভক্ত ভারতে বেঙ্গল প্রেসিডেন্সির নোয়াখালীর অন্তর্ভুক্ত মানিকপুর গ্রামে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মওদুদ আহমেদের জন্ম হয়।

১৯৫১ সালের আজকের দিনে বাংলাদেশের অধ্যাপক, শিক্ষাবিদ, লেখক ও গবেষক মুনতাসীর মামুনের জন্ম হয়।

১৯৭১ সালের আজকের দিনে পূর্ব পাকিস্তানের গভর্নর জাকির হোসাইনের মৃত্যু হয়।

১৯৭২ সালের আজকের দিনে কবি কাজী নজরুল ইসলাম তাঁর জন্মদিনের দিন ভারত থেকে ঢাকায় আগমন করেন এবং তাঁকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির স্বীকৃতি দান করা হয়।

১৯৮৫ সালের আজকের দিনে বাংলাদেশের উড়িরচরে ঘূর্ণিঝড়ে ১১ হাজার লোকের প্রাণহানি ঘটে।

২০১০ সালের আজকের দিনে বাংলাদেশী চিত্রগ্রাহক ও চলচ্চিত্র নির্মাতা বেবী ইসলামের মৃত্যু হয়।

২০১৬ সালের আজকের দিনে বাংলাদেশী শিক্ষাবিদ ও বুয়েট-এর প্রথম নারী উপাচার্য খালেদা একরামের মৃত্যু হয়।

আজকের দিনে বিশ্বঃ

১৫৪৩ সালের আজকের দিনে ইউরোপীয় নবজগরণের অন্যতম পথিকৃৎ, বিশিষ্ট জ্যোতির্বিদ নিকোলাস কোপার্নিকাসের মৃত্যু হয়।

১৬৮৬ সালের আজকের দিনে পোলিশ বংশোদ্ভূত জার্মান পদার্থবিদ ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইটের জন্ম হয়।

১৮১৯ সালের আজকের দিনে ব্রিটিশ সাম্রাজ্যের রাণী ভিক্টোরিয়ার জন্ম হয়।

১৮২২ সালের আজকের দিনে ইকুয়েডর স্বাধীনতা অর্জন করে।

১৮৩০ সালের আজকের দিনে সারাহ জোসেফা হেলের কবিতা ‘মেরি হ্যাড এ লিটল ল্যাম্ব’ প্রকাশিত হয় যা পরে বিখ্যাত লোকগীতিতে পরিণত হয়।

১৯০২ সালের আজকের দিনে ব্রিটেনে প্রথম সম্রাট দিবস (এম্পায়ার ডে) পালিত হয়।

১৯০৫ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী রাশিয়ান লেখক মিখাইল আলেক্সান্দ্রোভিচ শলোখভের জন্ম হয়।

১৯৪১ সালের আজকের দিনে বিশ্ববিখ্যাত আমেরিকার গায়ক, সঙ্গীত রচয়িতা বব ডিলানের জন্ম হয়।

২০০০ সালের আজকের দিনে পৃথিবীর সর্বকনিষ্ঠ ব্যক্তি মাত্র ১৫ বছর বয়সী শেরপা টেম্পো তসেরির এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন।

২০১৪ সালের আজকের দিনে ইংরেজ ক্রিকেটার ডেভিড আর্থার অ্যালেনের মৃত্যু হয়।

« আজকের দিনে ।। ২৩ মেআজকের দিনে ।। ২৫ মে »

6 comments

আপনার মতামত জানান