সববাংলায়

আজকের দিনে ।। ১৮ নভেম্বর

কালের চাকা ঘূর্ণায়মান ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায় চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১৮ নভেম্বর 

আজকের দিনে ভারতঃ  

১০৫৪ সালের আজকের দিনে অনুমান করা হয় অতীশ দীপঙ্কর পরলোক গমন করেন। 

১৭২৭ সালের আজকের দিনে মহারাজা দ্বিতীয় জয় সিং রাজস্থানের জয়পুর শহর পত্তন করেন। এই শহরের নকশা করেন বাংলার বিদ্যাধর চক্রবর্তী। 

১৮৪৩ সালের আজকের দিনে সা সুসি রঙ্গমঞ্চে ‘হ্যান্ডসাম হাজব্যান্ড’ নাটকের অভিনয় চলাকালে তৎকালীন কলকাতার অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় মঞ্চাভিনেত্রী মিসেস লিচ অগ্নিদগ্ধ হয়ে পরলোক গমন করেন। 

১৮৯৮ আজকের দিনে প্রাচ্যবিদ্যা বিশারদ প্রবোধচন্দ্র বাগচীর জন্ম হয়।

১৯১০ সালের  আজকের দিনে বাঙালি বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্ম হয়।

১৯৪৮ সালের আজকের দিনে ভারতের পাটনার কাছে গঙ্গায় নৌকাডুবিতে ৫০০ যাত্রীর সলিল সমাধি হয় । 

১৯৬৯ সালের আজকের দিনে ভাগবতরত্ন কবি বিমানবিহারী মজুমদার পরলোক গমন করেন।

১৯৭২ সালের আজকের দিনে বাঘকে ভারতের জাতীয় পশুর স্বীকৃতি দেওয়া হয়।

১৯৭৮ আজকের দিনে বাংলা চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা ও পরিচালক ধীরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশ    

১৮৫৭ সালের আজকের দিনে বাংলাদেশের চট্টগ্রামে ৩৪ দেশীয় পদাতিক বাহিনীর সিপাহি দল বিদ্রোহের মাধ্যমে ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন শুরু হয়। 

১৯৩৬ সালের আজকের দিনে কবি জিয়া হায়দার জন্মগ্রহন করেন।

১৯৬৬ সালের আজকের দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হয়।

১৯৮১ সালের আজকের দিনে শিল্পী আনোয়ারুল হক পরলোক গমন করেন।

আজকের দিনে বিশ্ব – 

১৮৬১ সালের আজকের দিনে আমেরিকান সাংবাদিক ডরোথি ডিস্ক জন্মগ্রহন করেন।

১৮৮৭ সালের আজকের দিনে ফরাসী পদার্থবিজ্ঞানী ও চিত্রশিল্পী লুই দ্যাগাইর জন্মগ্রহণ করেন ।

১৮৯৭ সালের আজকের দিনে জন্মগ্রহন করেন প্যাট্রিক মেইনার্ড স্টুয়ার্ট ব্ল্যাকেট, ব্যারন ব্ল্যাকেট, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিদ ও শিক্ষাবিদ।  

১৯০৬ সালের আজকের দিনে জন্মগ্রহন করেন জর্জ ওয়াল্ড, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান নিউরোবায়োলজি ও একাডেমিক।

১৯১৭ সালের আজকের দিনে জন্মগ্রহন করেন পেড্রো ইনফ্যান্টে, তিনি ছিলেন মেক্সিকান অভিনেতা ও গায়ক।

১৯২৬ সালের আজকের দিনে জর্জ বার্নার্ড শ’ নোবেল পুরস্কারের অর্থ গ্রহণে অস্বীকৃতি জানান।

১৯৩৫ সালের আজকের দিনে জন্মগ্রহন করেন রব্নি হল, তিনি অস্ট্রেলিয়ান লেখক ও কবি।

১৯৫২ সালের আজকের দিনে ফরাসী কবি পল এল্যুয়ার পরলোক গমন করেন।

১৯৬২ সালের আজকের দিনে নিলস বোরের মৃত্যু হয়। তিনি ছিলেন ডেনিশ নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিদ, শিক্ষাবিদ ও ফুটবল খেলোয়াড়।

১৯৬৩ সালের আজকের দিনে জন্মগ্রহন করেন পিটার স্মাইকেল, তিনি ডেনিশ ফুটবলার।

১৯৮৩ সালের আজকের দিনে জন্মগ্রহন করেন মাইকেল ডসন, তিনি ইংরেজ ফুটবল।

আজকের দিনে

আজকের দিনে ।। ১৭ নভেম্বর আজকের দিনে ।। ১৯ নভেম্বর

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading