কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১১ অক্টোবর।
বিশেষ দিবসঃ
আজকের দিনে ভারতঃ
১৭৩৭ সালের আজকের দিনে কলকাতায় ভূমিকম্প ও ঘূর্ণিঝড়ে তিন লাখ লোকের মৃত্যু ঘটে।
১৮৭৭ সালের আজকের দিনে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়।
১৯৩৮ সালের আজকের দিনে পরলোক গমন করেন নগেন্দ্রনাথ বসু, তিনি ছিলেন বাংলা বিশ্বকোষের প্রথম প্রণেতা।
১৯৪২ সালের আজকের দিনে অমিতাভ বচ্চনের জন্ম হয়। তিনি একজন জনপ্রিয় ভারতীয় অভিনেতা।
১৯৬২ সালের আজকের দিনে চীন-ভারত যুদ্ধ শুরু হয়।
১৯৬৫ সালের আজকের দিনে রনিত রায়ের জন্ম হয়। তিনি ভারতীয় জনপ্রিয় ধারাবাহিক আদালতের অভিনেতা।
আজকের দিনে বাংলাদেশঃ
১৮৭১ সালের আজকের দিনে আব্দুল করিমের জন্ম হয়। তিনি ছিলেন পুঁথি সংগ্রাহক, লেখক ও সাহিত্য বিশারদ।
১৯২১ সালের আজকের দিনে নীলিমা ইব্রাহিমের জন্ম হয়। তিনি ছিলেন বাঙালি শিক্ষাবিদ।
১৯৫৬ সালেরর আজকের দিনে বাংলাদেশী রাজনীতিবিদ আবুস সোভান গোলাপের জন্ম হয়৷
১৯৫৭ সালেরর আজকের দিনে প্রধানমন্ত্রীর পদ থেকে শহীদ সোহরাওয়ার্দী পদত্যাগ করেন।
১৯৯১ সালের আজকের দিনে গোলাম সামদানী কোরায়শীর মৃত্যু হয়। তিনি ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট সহিত্যিক, গবেষক ও অনুবাদক।
২০০৭ সালের আজকের দিনে শ্রী চিন্ময়ের মৃত্যু হয়। তিনি ছিলেন বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকান আধ্যাত্মিক নেতা ও কবি।
আজকের দিনে বিশ্বঃ
১৫০৩ সালেরর আজকের দিনে দ্বিতীয়বার ভারত ভ্রমণ শেষে পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা মোজাম্বিকের তাগুসে উপস্থিত হন।
১৬৬৯ সালেরর আজকের দিনে পিটার দি গ্রেট রাশিয়ার জার হন।
১৮৮৪ সালের আজকের দিনে ফ্রেডরিখ কার্ল রুডলফ বার্জিয়াসের জন্ম হয়। তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান বংশোদ্ভূত আর্জেন্টিনার রসায়নবিদ।
১৮৮৪ সালের আজকের দিনে আন্না এলিয়ানর রুজভেল্টের জন্ম হয়। তিনি ছিলেন আমেরিকান মানবাধিকার কর্মী, রাজনীতিবিদ ও ৩৯ তম ফার্স্ট লেডি।
১৮৮৫ সালের আজকের দিনে ফ্রাসোয়া মাউরিয়াকের জন্ম হয়। তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক, কবি ও নাট্যকার।
১৮৯৬ সালের আজকের দিনে অ্যান্টন ব্রুকনারের মৃত্যু হয়। তিনি ছিলেন অস্ট্রিয়ান অর্গানবাদক, সুরকার ও শিক্ষাবিদ।
১৯৩৬ সালের আজকের দিনে সি. গর্ডন ফুলেরটনের জন্ম হয়। তিনি আমেরিকান কর্নেল, প্রকৌশলী ও মহাকাশচারী।
১৯৮৮ সালের আজকের দিনে বনিটা গ্রানভিলের মৃত্যু হয়। তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী, গায়ক ও প্রযোজক।
১৯৮৯ সালেরর আজকের দিনে তিব্বতের রাজধানী লাসায় অবস্থিত পোতালা প্রাসাদের মেরামত প্রকল্পের কাজ শুরু হয়। এই প্রকল্পে চীন সরকার ৩ দশমিক ৫ কোটি ইউয়ান বরাদ্দ করে।
১৯৯৬ সালের আজকের দিনে উইলিয়াম ভিখরের মৃত্যু হয়। তিনি ছিলেন নোবেলজয়ী কানাডীয় অর্থনীতিবিদ।
২০০০ সালেরর আজকের দিনে লন্ডনে প্রথমবারের মত একটি মুসলিম মাধ্যমিক স্কুলকে সরকারী হিসাবে অনুমোদন দেয়া হয়।
তথ্যসূত্র
- https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances
- https://en.wikipedia.org/wiki/October_11
- https://bn.wikipedia.org/wiki/%E0%A6%A8%E0%A6%97%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A5_%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%81
- http://www.ambalanews24.com/article/%E0%A7%A7%E0%A7%A7-%E0%A6%85%E0%A6%95%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%B0%2C-%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87
- http://www.ambalanews24.com/category/209/%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE
One comment