কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১১ সেপ্টেম্বর।
আজকের দিনে ভারতঃ
১৮৯৩ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে প্রথম বিশ্ব মহা ধর্ম সম্মেলনে ভারতবর্ষের প্রতিনিধি হয়ে স্বামী বিবেকানন্দ তাঁর ঐতিহাসিক বক্তৃতাটি দিয়েছিলেন।
১৯০৮ সালের আজকের দিনে ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী বিনয় বসুর জন্ম হয়।
১৯১১ সালের আজকের দিনে ভারতীয় ক্রিকেটার নানিক অমরনাথ ভরদ্বাজের জন্ম হয়।।
১৯৪৮ সালের আজকের দিনে নিজামের হায়দ্রাবাদ রাজ্যের দখল নেয় ভারত সরকার।
১৯৪৮ সালের আজকের দিনে মুহাম্মদ আলী জিন্নাহের মৃত্যু হয়। তিনি ছিলেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রধান মুসলিম নেতা।
১৯৮৭ সালের আজকের দিনে হিন্দি ভাষার প্রখ্যাত কবি মহাদেবী বর্মার মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ
১৯০৭ সালের আজকের দিনে বাংলাদেশী কবি সুফী মোতাহার হোসেনের জন্ম হয়।।
১৯৫০ সালের আজকের দিনে বাংলাদেশী চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদের জন্ম হয়।
১৯৫৩ সালের আজকের দিনে বাংলাদেশি গল্পকার ও ঔপন্যাসিক শহীদুল জহিরের জন্ম হয়।
১৯৬৩ সালের আজকের দিনে বাংলাদেশের নামী স্থাপত্যশিল্পী মুস্তফা খালিদ পলাশের জন্ম হয়।
১৯৬৯ সালের আজকের দিনে বাংলাদেশী কন্ঠশিল্পী কনক চাঁপার জন্ম হয়।
আজকের দিনে বিশ্বঃ
১৮৫৩ সালের আজকের দিনে প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ চালু হয়।
১৮৬২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন প্রখ্যাত মার্কিন ছোট গল্পকার উইলিয়াম সিডনি পোর্টার যিনি ‘ও হেনরি’ নামেই বেশি বিখ্যাত ।
১৮৭৫ সালের আজকের দিনে সংবাদপত্রে প্রথম কার্টুন স্ট্রিপ প্রকাশিত হয়।
১৮৭৭ সালের আজকের দিনে ইংরেজ প্রাবন্ধিক ও বৈজ্ঞানিক কল্পকাহিনীকার জেমস জিনসের জন্ম হয়।
১৮৮৫ সালের আজকের দিনে ইংরেজ সাহিত্যিক ডি. এইচ লরেন্সের জন্ম হয়।
১৯০৯ সালের আজকের দিনে ম্যাক্স উলফ হ্যালির ধূমকেতু নতুন করে আবিষ্কার করেন।
১৯৫৮ সালের আজকের দিনে বিখ্যাত কানাডীয় কবি রবার্ট সার্ভিসের মৃত্যু হয়।
১৯৭১ সালের আজকের দিনে সোভিয়েত রাষ্ট্রনায়ক নিকিতা ক্রুশ্চেভের মৃত্যু হয়।
১৯৭৯ সালের আজকের দিনে ফরাসি ফুটবলার এরিক আবিদালের জন্ম হয়।।
১৯৮১ সালের আজকের দিনে ইতালিয়ান ফুটবলার আন্দ্রেয়া ডোসেনার জন্ম হয়।
১৯৮৫ সালের আজকের দিনে অস্ট্রেলিয়ান লেখক এলানোর ডার্কের মৃত্যু হয়।।
১৯৯১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ঘানার ফুটবলার জর্ডন আয়েও ।
২০০১ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এ দুইটি ও পেন্টাগনে ১টি যাত্রীবাহী বিমান আঘাত হানে, এবং ৩০০০ এর অধিক ব্যক্তির প্রাণহানী ঘটে। এছাড়া আর একটি বিমান ইউনাইটেড এয়ারলাইন্স ফ্লাইট ৯৩ পেনসিল্ভানিয়াতে ভূপতিত হয়।
২০০৭ সালের আজকের দিনে প্রথম টোয়েন্টি ২০ বিশ্বকাপ ক্রিকেট দক্ষিণ আফ্রিকায় শুরু হয়।
2 comments