ফিফা বিশ্বকাপ ২০০৬

ফিফা বিশ্বকাপ ২০০৬

ফিফা বিশ্বকাপ ২০০৬ ছিল ফিফা বিশ্বকাপের অষ্টদশ আসর। এই বিশ্বকাপের আসর ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত জার্মানিতে অনুষ্ঠিত হয়। সর্বমোট ৩২টি দেশ এই খেলায় অংশগ্রহণ করেছিল। ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় ইতালি।

২০০৬ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নানান কারণে উল্লেখযোগ্য  হয়ে আছে। সংযুক্ত জার্মানি হিসেবে প্রথমবার জার্মানিতে বিশ্বকাপ ফুটবলের আসর আয়োজিত হয়। ১৯৯৮ বিশ্বকাপের নায়ক  ফ্রান্সের ফুটবলার জিনেদিন জিদান এই বিশ্বকাপের ফাইনালে ইতালির ফুটবলার মাতেরাজ্জিকে মাথা দিয়ে গুঁতো মেরে লাল কার্ড দেখেন।

এই বিশ্বকাপের ম্যাসকটটি ছিল একটি সিংহের যে জার্মানির জার্সি পরিহিত অবস্থায় হাতে ফুটবল নিয়ে দাঁড়িয়ে আছে। ম্যাসকটটির নাম – গোলিও – ৬। এই বিশ্বকাপের জন্য প্রস্তুত বলটির নাম ছিল – ‘টিমজিস্ট’। এই বিশ্বকাপের অফিসিয়াল থিম গান ছিল – ‘দ্য টাইম অব আওয়ার লাইভস’। এই বিশ্বকাপের ৬৪টি ম্যাচে মোট ১৪৭টি গোল হয়। 

বই  প্রকাশ করতে বা কিনতে এই ছবিতে ক্লিক করুন।

৩২টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়। প্রথম গ্রুপে ছিল – জার্মানি, ইকুয়েডর, পোল্যান্ড, কোস্টারিকা। দ্বিতীয় গ্রুপে ছিল –  ইংল্যান্ড, সুইডেন,প্যারাগুয়ে ত্রিনিদাদ এবং টোবাগো। তৃতীয় গ্ৰুপে ছিল – আর্জেন্টিনা, নেদারল্যান্ড, আইভরি কোস্ট, সার্বিয়া এবং মন্টেনেগ্রো। চতুর্থ গ্ৰুপে ছিল – পর্তুগাল, মেক্সিকো, অ্যাঙ্গোলা, ইরান। পঞ্চম গ্ৰুপে ছিল –  ইতালি, ঘানা, চেক প্রজাতন্ত্র, আমেরিকা। ষষ্ঠ গ্ৰুপে ছিল – ব্রাজিল, অস্ট্রেলিয়া, ক্রোয়েশিয়া, জাপান। সপ্তম গ্ৰুপে ছিল – সুইজারল্যান্ড, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, টোগো। অষ্টম গ্ৰুপ ছিল – স্পেন, ইউক্রেন, তিউনিশিয়া, সৌদি আরব।  

ফিফা বিশ্বকাপ ২০০৬ এর ফাইনালে ফ্রান্সকে ৫ -৩ (পেনাল্টি) গোলে হারিয়ে বিজয়ী হয় ইতালি। এটি ছিল ইতালির চতুর্থ বিশ্বকাপ জয়। তৃতীয় ও চতুর্থ স্থান যথাক্রমে জার্মানি ও পর্তুগাল অর্জন করে।

জার্মানির বার্লিনে অবস্থিত অলিম্পিয়া স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি খেলা হয়। ইতালির পক্ষে মূল সময় সীমার মধ্যে একটি গোল করেন মাতেরাজ্জি এবং ফ্রান্সের হয়ে একটি গোল করেন জিনেদিন জিদান।  এরপর টাইব্রেকারে পেনাল্টি শুট আউটে ইতালির পক্ষে পাঁচটি গোল করেন যথাক্রমে – পিরলো, মাতেরাজ্জি, ডি রসি, দেল পিয়েরো এবং গ্রোসো।  ফ্রান্সের পক্ষ থেকে তিনটি গোল করেন যথাক্রমে – উইলটর্ড, আবিদাল এবং স্যাগনোল।  

জার্মানির মিরোস্লাভ  ক্লোসে ৫টি গোল করে এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি অর্জন করেন। 

« ফিফা বিশ্বকাপ ২০১০ফিফা বিশ্বকাপ ২০০২ »

আপনার মতামত জানান