ফিফা বিশ্বকাপ ২০১০

ফিফা বিশ্বকাপ ২০১০

ফিফা বিশ্বকাপ ২০১০ ছিল ফিফা বিশ্বকাপের উনিশতম আসর। এই বিশ্বকাপের আসর ১১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত দক্ষিণ আফ্রিকা -তে  অনুষ্ঠিত হয়। সর্বমোট ৩২টি দেশ এই খেলায় অংশগ্রহণ করেছিল। ফাইনালে নেদারল্যান্ডকে  হারিয়ে প্রথমবারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হয় স্পেন। 

২০১০ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নানান কারণে উল্লেখযোগ্য  হয়ে আছে। এটি ছিল আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম ফুটবল বিশ্বকাপ।  এই বিশ্বকাপে আফ্রিকান কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। এই বিশ্বকাপেই প্রথম ভুভুজেলা নামে একটি ভেঁপু প্রবল জনপ্রিয় হয় স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মধ্যে যা পরবর্তীকালে সারা বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে।  এই বিশ্বকাপে পল নামের একটি অকটোপাস জার্মানির খেলা প্রতিটি ম্যাচের ভবিষ্যদ্বাণী নির্ভুলভাবে মিলিয়ে দেয় এমনকি ফাইনাল ম্যাচের বিজয়ী কে হবে সেটিও সেই অকটোপাসটি নির্ভুলভাবে মিলিয়ে দিয়েছিল।   

এই বিশ্বকাপের ম্যাসকটটি ছিল মানুষরূপী একটি আফ্রিকান লেপার্ড যার গায়ের রং ছিল আফ্রিকার ফুটবল দলের জার্সির রঙের । ম্যাসকটটির নাম – ‘জাকুমি’। এই বিশ্বকাপের জন্য প্রস্তুত বলটির নাম ছিল – ‘জাবুলানি’। এই বিশ্বকাপের একটি অফিসিয়াল থিম গান ছিল ‘ওয়াকা ওয়াকা’ যে গানটি গেয়েছিলেন বিখ্যাত কলম্বিয়ান গায়িকা শাকিরা।  এই বিশ্বকাপের ৬৪টি ম্যাচে মোট ১৪৫টি গোল হয়। 

৩২টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়। প্রথম গ্রুপে ছিল – উরুগুয়ে, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, ফ্রান্স।  দ্বিতীয় গ্রুপে ছিল –  আর্জেন্টিনা, দক্ষিণ কোরিয়া, গ্রিস, নাইজেরিয়া। তৃতীয় গ্ৰুপে ছিল – আমেরিকা, ইংল্যান্ড, স্লোভেনিয়া, আলজিরিয়া। চতুর্থ গ্ৰুপে ছিল – জার্মানি, ঘানা, অস্ট্রেলিয়া, সার্বিয়া।  পঞ্চম গ্ৰুপে ছিল –  নেদারল্যান্ড, জাপান, ক্যামেরুন, ডেনমার্ক।  ষষ্ঠ গ্ৰুপে ছিল – প্যারাগুয়ে, স্লোভাকিয়া, নিউজিল্যান্ড, ইতালি।  সপ্তম গ্ৰুপে ছিল – ব্রাজিল, পর্তুগাল, আইভরি কোস্ট, উত্তর কোরিয়া। অষ্টম গ্ৰুপ ছিল – স্পেন, চিলি, সুইজারল্যান্ড, হণ্ডুরাস।  

ফিফা বিশ্বকাপ ২০১০ এর ফাইনালে নেদারল্যান্ডকে ০-১ গোলে হারিয়ে বিজয়ী হয় স্পেন। এটি ছিল স্পেনের প্রথম বিশ্বকাপ জয়। তৃতীয় ও চতুর্থ স্থান যথাক্রমে জার্মানি ও উরুগুয়ে অর্জন করে।

দক্ষিণ আফ্রিকার জোহানরসবার্গে অবস্থিত সকার সিটি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি খেলা হয়। স্পেনের হয়ে একটি মাত্র গোল করেন ইনিয়েস্তা।  

টমাস মূলার, ওয়েসলি স্নাইডার, দিয়েগো ফোরলান এবং দাভিদ ভিয়া ৫টি গোল করে এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি ভাগ করে নেন। 

« ফিফা বিশ্বকাপ ১৯৯৪ফিফা বিশ্বকাপ ২০০৬ »

আপনার মতামত জানান