কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৯ এপ্রিল।
আজকের দিনে ভারতঃ
১৭৮৩ সালের এই দিনে টিপু সুলতান ব্রিটিশদের যুদ্ধে পরাজিত করে বেডনোর থেকে বিতাড়িত করেন।
১৮৯৩ সালের আজকের দিনে হিন্দি সাহিত্যে ভ্রমণমূলক লেখালেখিতে বিশেষ অবদান পালনকারী ব্যক্তিত্ব রাহুল সাংকৃত্যায়ন-এর জন্ম হয়।
১৯৪৮ সালের এই দিনে বিশিষ্ট অভিনেত্রী জয়াভাদুড়ী বচ্চন জন্মগ্রহণ করেন।
১৯৫৪ সালের এই দিনে বিশিষ্ট রাজনীতিক ও অর্থনীতিবিদ জয়রাম রমেশ জন্মগ্রহণ করেন।
আজকের দিনে বিশ্বঃ
১৩৩৬ সালের এই দিনে তিমুরিদ রাজবংশের প্রতিষ্ঠাতা ত্যামেরলেন জন্মগ্রহণ করেন।
১৬২৬ সালের আজকের দিনে ব্রিটিশ যুক্তরাজ্যের বিশিষ্ট দার্শনিক এবং এমপেরিসিজম তথা প্রয়োগবাদ-এর জনক ফ্রান্সিস বেকনের মৃত্যু হয়।
১৭৩১ সালের এই দিনে ক্যারিবিয়ান অঞ্চলে এক স্পেনীয় ব্যক্তি গৌর্ডে কোস্তা ব্রিটিশ সমুদ্রাভিযানকারী রবার্ট জেকিন্সের কান কেটে দেয় এবং এই ঘটনা-ই পরবর্তীকালের ইঙ্গ-স্পেন যুদ্ধের অনুঘটক হিসেবে কাজ করে।
১৮২১ সালের আজকের দিনে ফরাসী কবি শার্ল বোদলেয়ারের জন্ম হয়।
১৯২৬ সালের এই দিনে ‘প্লেবয়’ পত্রিকার প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক হিউ হেফ্নার জন্মগ্রহণ করেন।
১৯৪০ সালের এই দিনে নাৎসি জার্মানি অভূতপূর্বভাবে সকলকে চমকে দিয়ে নিরপেক্ষ থাকা নরওয়ে ও ডেনমার্কের ওপর আক্রমন চালায়।
১৯৬৩ সালের এই দিনে ব্রিটিশ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলকে মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রথম সন্মানীয় নাগরিকত্ব প্রদান করে।
১৯৬৮ সালের এই দিনে মার্টিন লুথার কিং জুনিয়র-এর মৃতদেহকে আটলান্টায় কবর দেওয়া হয়।
১৯৭২ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়ন ও ইরাকের মধ্যে মৈত্রীচুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৭৭ সালের এই দিনে স্পেনে প্রায় চল্লিশ বছর পরে কমিউনিস্ট দলের কার্যকলাপকে আইনসম্মতভাবে সম্মতি প্রদান করা হয়।
১৯৯২ সালের এই দিনে ব্রিটিশ যুক্তরাজ্যের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক ভোটপ্রাপ্তির মধ্য দিয়ে কনসারভেটিভ দল জয়লাভ করে।
২০০২ সালের এই দিনে ইংল্যান্ডের ভূতপূর্ব রাণী এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালীন প্রায় দশলক্ষ মানুষ উপস্থিত হন।
২০০৩ সালের এই দিনে বাগদাদের পতনের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ইরাক আক্রমণের পরিসমাপ্তি ঘটে।
২০১২ সালের এই দিনে সোমালিয়ার বারিদোয়া শহরে একটি ব্যস্ত বাজার অঞ্চলে বোমা বিস্ফোরণের ফলে বারোজন মানুষ মৃত্যুমুখে পতিত হন এবং ত্রিশজন মানুষ আহত হন।
২০১৩ সালের এই দিনে ইরাণে রিখটার স্কেলে ৬.১ মাত্রার ভূমিকম্পের ফলে সাঁইত্রিশ জন মৃত্যুমুখে পতিত হয় এবং আটশত পঞ্চাশ জন আহত হন।
২০১৭ সালের এই দিনে সন্ত্রাসবাদী দল আল-শাহবাদ কর্তৃক আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণের ফলে সোমালিয়ার মোগাদিশুতে সতেরোজন মানুষ মৃত্যুমুখে পতিত হয়।
তথ্যসূত্র
- https://bn.m.wikipedia.org/wiki/৯_এপ্রিল
- https://www.onthisday.com/events/april/9
- https://www.mapsofindia.com/on-this-day/date/04/09
- http://mythicalindia.com/features-page/9-april-today-in-indian-history/
- http://www.asiaobserver.org/on-9-april-in-indian-and-south-asian-history
- http://www.thepeoplehistory.com/april9th.html
One comment