২ ডিসেম্বর

আজকের দিনে ।। ২ ডিসেম্বর

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২ ডিসেম্বর

আজকের দিনে ভারতঃ

১৯২৫ সালের আজকের দিনে বিশিষ্ট কৌতুকাভিনেতা সন্তোষ দত্তের জন্ম হয়।  

বই  প্রকাশ করতে বা কিনতে এই ছবিতে ক্লিক করুন।

১৯৪৬ সালের আজকের দিনে ব্রিটিশ সরকার ভারতের চার নেতাকে সংসদীয় সভায় যোগ দিতে নিমন্ত্রণ করেছিল। তাঁরা হলেন- নেহরু, বলদেব সিং, জিন্নাহ ও লিয়াকত আলী।

১৯৫৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বমান ইরানী, তিনি ভারতীয় অভিনেতা ও গায়ক।

১৯৮৪ সালের আজকের দিনে ভূপালে বিষগ্যাসে ৩ হাজার লোক নিহত এবং ৫০ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়।

১৯৮৯ সালের আজকের দিনে ভিপি সিং ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত হন।

আজকের দিনে বাংলাদেশ

১৮৯২ সালের আজকের দিনে বিপ্লবী গোলাম আম্বিয়া খান লোহানি জন্মগ্রহণ করেন।

১৯২১ সালের আজকের দিনে পটুয়া চিত্রশিল্প কামরুল হাসান জন্মগ্রহণ করেন।

১৯৬০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সুবর্ণা মুস্তাফা, তিনি বাংলাদেশী অভিনেত্রী।

১৯৬৫ সালের আজকের দিনে পরলোক গমন করেন সৈয়দ এমদাদ আলী, তিনি ছিলেন বাংলাদেশী সাহিত্যিক।

১৯৯১ সালের আজকের দিনে পরলোক গমন করেন বিমল মিত্র, তিনি ছিলেন বাংলাদেশী কথাসাহিত্যিক।

১৯৯৭ সালের আজকের দিনে বাংলাদেশ সরকার ও পার্বত্য বিচ্ছিন্নতাবাদী শান্তি বাহিনীর সঙ্গে ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

আজকের দিনে বিশ্ব

১৮৫২ সালের আজকের দিনে তৃতীয় নেপোলিয়নকে সম্রাট করে দ্বিতীয় ফরাসি সাম্রাজ্য ঘোষিত হয়।

১৮৫৯ সালের আজকের দিনে আমেরিকার দাস বিদ্রোহী ও সমাজ সংস্কারক জন ব্রাউনকে ফাঁসি দেওয়া হয়।

১৮৮১ সালের আজকের দিনে কার্ল মার্কসের স্ত্রী ও আমৃত্যু সহযোদ্ধা জেনি মার্কস পরলোক গমন করেন।

১৮৮৮ সালের আজকের দিনে তুর্কি কবি নেমিক কামাল পরলোক গমন করেন।

১৯২৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন জুলি হ্যারিস, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও গায়িকা।

১৯৩০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন গ্যারি স্ট্যানলি বেকার, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক।

১৯৪২ সালের আজকের দিনে আমেরিকার শিকাগো শহরে পরীক্ষামূলকভাবে বিশ্বের প্রথম পারমাণবিক চুল্লি চালু করা হয়।

১৯৫৬ সালের আজকের দিনে কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল কাস্ট্রো স্বাধীনতা সংগ্রাম শুরু করেন।

১৯৮১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ব্রিটনি স্পিয়ার্স, আমেরিকান গায়ক, গীতিকার, নৃত্যশিল্পী ও অভিনেত্রী।

১৯৮২ সালের আজকের দিনে ইউনিভার্সিটি অব উতাহ মেডিকেল সেন্টারে বিশ্বের প্রথম কৃত্রিম হৃৎপিন্ড প্রতিস্থাপন করা হয়। এ কৃত্রিম হৃৎপিন্ড দিযে় দন্ত চিকিৎসক বার্নে ক্লার্ক ১১২ দিন বেঁচে ছিলেন।

১৯৮৫ সালের আজকের দিনে পরলোক গমন করেন ফিলিপ্ লার্কিন, তিনি ছিলেন ইংরেজ লেখক ও কবি।

১৯৮৭ সালের আজকের দিনে পরলোক গমন করেন লুইস ফেদেরিকো লেলইর, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বংশোদ্ভূত আর্জেন্টিনার চিকিৎসক ও বায়োকেমিস্ট।

« আজকের দিনে ।। ১ ডিসেম্বরআজকের দিনে ।। ৩ ডিসেম্বর »

2 comments

  1. সংযোজন-
    ১৯১৮ সালে আজকের দিনে কলকাতা হাইকোর্টের বাঙালি বিচারপতি ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য স্যার গুরুদাস ব্যানার্জি প্রয়াত হন।
    ১৮৮০ সালে আজকের দিনে বাঙালি সংস্কৃতি পণ্ডিত অধ্যাপক বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য ক্ষিতিমোহন সেন জন্মগ্রহণ করেন ।
    ১৯২৫ সালে আজকের দিনে সন্তোষ দত্তের জন্ম গ্রহণ করেন। তিনি সত্যজিৎ রায়ের সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ ছবিতে জটায়ুর চরিত্রে অভিনয় করেছেন।
    ১৮৯৮ সালে আজকের দিনে ভারতের যুদ্ধ বিমানের প্রথম বাঙালি চালক ইন্দ্র লাল রায় জন্ম গ্রহণ করেন ।
    সংশোধন-
    আজ বিমল মিত্রের প্রয়াণ দিবস । কিন্তু বিমল মিত্র বাংলাদেশী ছিলেন না।

আপনার মতামত জানান