কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২৪ জানুয়ারি।
বিশেষ দিবসঃ
আজকের দিনে ভারতঃ
১৮২৬ সালের আজকের দিনে জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর জন্মগ্রহণ করেন, যিনি প্রথম ভারতীয় হিসেবে ১৮৬২ সালে ইংল্যান্ডের উকিলসভা থেকে ডাক পান।
১৮৫৭ সালের আজকের দিনে কলিকাতা বিশ্ববিদ্যালয় এশিয়া মহাদেশের প্রথম পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে।
১৯২৪ সালের আজকের দিনে ভারতের চলচ্চিত্র জগতের বিশিষ্ট পরিচালক ও চিত্রনাট্যকার সুভাষ ঘাই জন্মগ্রহণ করেন।
১৯৫২ সালের আজকের দিনে বোম্বেতে (বর্তমান মুম্বাই) সর্বপ্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়।
১৯৬৬ সালের আজকের দিনে ভারতের বিশিষ্ট নিউক্লিয়ার বিজ্ঞানী হোমি ভাবা পরলোক গমন করেন।
২০১১ সালের আজকের দিনে ভারতীয় সনাতন সংগীতের বিশিষ্ট শিল্পী পন্ডিত ভীমসেন জোশী মহারাষ্ট্রের পুণেতে পরলোক গমন করেন।
আজকের দিনে বাংলাদেশঃ
১৯৬৫ সালের এই দিনে সাহিত্যরত্ন পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট কবি এবং পুঁথি সংগ্রাহক মুনশি আশরাফ হোসেন রহিমপুরে পরলোক গমন করেন।
১৯৭২ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়ন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।
২০১৫ সালের এই দিনে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদ জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন।
আজকের দিনে বিশ্বঃ
১৯০৮ সালের আজকের দিনে ইংল্যান্ডে রবার্ট ব্যাডেন-পওয়েল-এর হাত ধরে বয়স্কাউট আন্দোলনের সূচনা হয়।
১৯২৪ সালের আজকের দিনে ইতালির একনায়ক বেনিতো মুসোলিনী অ-ফ্যাসিবাদী কর্ম সংগঠনগুলি নিষিদ্ধ করেন।
১৯২৭ সালের আজকের দিনে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অ্যালফ্রেড হিচককের ‘দ্য প্লেজার গার্ডেন’ ইংল্যান্ডে মুক্তিলাভ করে।
১৯৪৩ সালের আজকের দিনে জার্মান ফুয়েরার অ্যাডল্ফ হিটলার তার সৈন্যদের স্ট্যালিনগ্রাদে আমৃত্যু লড়ে যাওয়ার আদেশ দেন।
১৯৪৭ সালের আজকের দিনে ‘স্ট্রিং ফিল্ড থিয়োরি’র মূল প্রবক্তা আমেরিকান পদার্থ বিজ্ঞানী মিশিও কাকু জন্মগ্রহণ করেন।
১৮৪৮ সালের আজকের দিনে জেমস মার্শাল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কোলোমার ‘শাটার’ মিলে প্রথম সোনা আবিষ্কার করেন।
১৯৫৮ সালের আজকের দিনে প্রথম মনুষ্যসৃষ্ট ‘নিউক্লিয়ার ফিউসান’ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়।
১৯৬৫ সালের আজকের দিনে ইংল্যান্ডের অন্যতম বিশিষ্ট প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল পরলোক গমন করেন।
১৯৭২ সালের আজকের দিনে জাপানের সার্জেন্ট সৈচি ইয়োকোইকে গুয়ামের জঙ্গলে লুকানো অবস্থায় পাওয়া যায়| তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ থেকে ওখানে ছিলেন।
১৯৮৪ সালের আজকের দিনে অ্যাপল কোম্পানির ম্যাকিন্টশ কম্পিউটারের বিক্রি শুরু হয়।
২০১৮ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের অলিম্পিক দলের ভূতপূর্ব চিকিৎসক ল্যারি ন্যাসার ১৫০ জন মেয়ের সাথে শ্লীলতাহানি করায় দোষীসাব্যস্ত হয়ে ১৭৫ বছর পর্যন্ত কারাদন্ডের সাজাপ্রাপ্ত হন।
তথ্যসূত্র
- https://www.google.com/amp/s/www.history.com/.amp/this-day-in-history/boy-scouts-movement-begins
- https://www.mapsofindia.com/on-this-day/24-january-2011-pandit-bhimsen-joshi-hindustani-classical-vocalist-died
- https://bn.m.wikipedia.org/wiki/২৪_জানুয়ারি
- https://www.onthisday.com/day/january/24
2 comments