সববাংলায়

আজকের দিনে | ১৯ জুন

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১৯ জুন ।

আজকের দিনে ভারত:

১৯০৭ সালের আজকের দিনে শিক্ষাবিদ ও নারী শিক্ষা প্রচারক উমেশচন্দ্র দত্তর মৃত্যু হয়।

১৯১৯ সালের আজকের দিনে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি অক্ষয়কুমার বড়ালের মৃত্যু হয়।

১৯৭০ সালের আজকের দিনে বিশিষ্ট রাজনীতিবিদ রাহুল গান্ধীর জন্ম হয়।

১৯৮১ সালের আজকের দিনে বাঙালি চিকিৎসক তথা ভারতে প্রথম টেস্ট-টিউব বেবির জন্মদানের কৃতিত্ব অর্জনকারী ডাক্তার সুভাষ মুখোপাধ্যায় আত্মহত্যা করেন।

১৯৮৫ সালের আজকের দিনে অভিনেত্রী কাজল আগরওয়ালের জন্ম হয়।

২০০৮ সালের আজকের দিনে বাঙালি সাংবাদিক ও বর্তমান পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক বরুণ সেনগুপ্তর মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশ:

১৯৪৩ সালের আজকের দিনে চলচ্চিত্র ও দূরদর্শন শিল্পী দিলারা জামানের জন্ম হয়।

১৯৭০ সালের আজকের দিনে বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ সাঈদ খোকনের জন্ম হয়।

১৯৭৪ সালের আজকের দিনে সাংসদ মুস্তাক আহমেদ রুহির জন্ম হয়।

১৯৭৫ সালের আজকের দিনে চিত্রগ্রাহক মাহফুজুল হাসান ভুইয়ার জন্ম হয়।

২০১২ সালের আজকের দিনে বাংলাদেশ সরকার “বাংলাদেশ এটমিক এনার্জি রেগুলেটরি এক্ট-২০১২” প্রবর্তন করে এবং নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণের জন্য একটি পরিচালন সমিতি তৈরি করে।

আজকের দিনে বিশ্ব:

১৪৬৪ সালের আজকের দিনে ফ্রান্সের রাজা একাদশ লুই ডাক ব্যবস্থা চালু করেন।

১৬২১ সালের আজকের দিনে গ্রিস, তুরস্কের সেনাবাহিনীর কাছে পরাজিত হয়।

১৬২৩ সালের আজকের দিনে ফরাসি গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী ব্লেইজ প্যাসকেলের জন্ম হয়।

১৮২৯ সালের আজকের দিনে ব্রিটেনে আইন পাশের মাধ্যমে মেট্রোপলিটান পুলিশ প্রতিষ্ঠা করা হয়।

১৮৬২ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রে দাস প্রথা বিলুপ্ত হয়।

১৯২১ সালের আজকের দিনে ব্রিটেনে আদমশুমারি হয়।

১৯৪৭ সালের আজকের দিনে ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ লেখক ও শিক্ষাবিদ সালমান রুশদির জন্ম হয়।

১৯৬৮ সালের আজকের দিনে পাকিস্তানের ইতিহাসের বহুল আলোচিত আগরতলা ষড়যন্ত্র মামলার (রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য) শুনানি শুরু হয়।

১৯৭২ সালের আজকের দিনে ফরাসি অভিনেতা জাঁ ডুজারডিনের জন্ম হয়।

১৯৮৯ সালের আজকের দিনে পোলান্ডের সাধারণ নির্বাচনে লেস ওয়ালেসার নেতৃত্বাধীন সলিডারিটি নিরঙ্কুশ জয়লাভ করে।

১৯৯৩ সালের আজকের দিনে জাপানে মিয়াজাওয়া সরকারের পতনের পর এক মাসের মধ্যে সংসদ নির্বাচন হবে বলে ঘোষণা করা হয়।

আজকের দিনে

আজকের দিনে | ১৮ জুন আজকের দিনে | ২০ জুন

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading