কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১০ মার্চ ।
আজকের দিনে ভারত :
১৫৮৫ সালের এই দিনে সম্রাট আকবরের ফরমান জারি : আমির ফতেহউল্লাহ সিরাজী উদ্ভাবিত বাংলা ফসলী সন প্রবর্তিত হয়। এই সনই বর্তমানে প্রচলিত বাংলা সন।
১৭৮৪ সালের আজকের দিনে কলকাতার শোভাবাজারে রাধাকান্ত দেবের জন্ম হয়।
১৮৯৭ সালের আজকের দিনে সাবিত্রীবাঈ জ্যোতিরাও ফুলের মৃত্যু হয়। তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।
১৯০৭ সালের এই দিনে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সাপ্তাহিক ‘স্বরাজ’ সম্পাদনা শুরু করেন।
১৯৩৪ সালের এই দিনে ব্রিটিশ রাজ বাংলার কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে।
১৯৩৪ সালের আজকের দিনে একদা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও পশ্চিমবঙ্গের রাজ্যপাল এম কে নারায়ণনের জন্ম হয়।
১৯৪৪ সালের আজকের দিনে বিশিষ্ট কথা সাহিত্যিক সমরেশ মজুমদারের জন্ম হয়।
১৯৮০ সালের এই দিনে বাঙালি কথাসাহিত্যিক সুবোধ ঘোষ পরলোক গমন করেন।
আজকের দিনে বাংলাদেশ :
১৯৫০ সালের আজকের দিনে লেখক, সাংবাদিক ও পরিবেশবিদ মাহফুজ উল্লাহের জন্ম হয়।
১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সোয়াজিল্যান্ড।
১৯৭৪ সালের আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত।
১৯৮৩ সালের এই দিনে বাংলাদেশী কূটনীতিক, সাংবাদিক এবং ক্রীড়া ভাষ্যকার আতিকুজ্জামান খান পরলোক গমন করেন।
২০০৩ সালের আজকের দিনে বিশিষ্ট সঙ্গীতশিল্পী নীলুফার ইয়াসমীনের মৃত্যু হয়।
২০২০ সালের আজকের দিনে “জয় বাংলা”কে হাইকোর্ট বাংলাদেশের জাতীয় স্লোগান ঘোষণা করে।
আজকের দিনে বিশ্ব :
১৬২৪ সালের এই দিনে ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৮০১ সালের এই দিনে প্রথম ব্রিটিশ লোকগণনা শুরু হয়।
১৮৭৬ সালের এই দিনে আলেকজান্ডার গ্রাহাম বেল তার নব আবিস্কৃত টেলিফোনের মাধ্যমে প্রথম বার্তা প্রেরণ করেন।
১৯৪০ সালের আজকের দিনে রুশ নাট্যকার ও ঔপন্যাসিক মিখাইল বুলগাকভের মৃত্যু হয়।
১৯৪২ সালের এই দিনে জাপানিরা রেঙ্গুন দখল করে নেয়।
১৯৪৫ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স জাপানে ফায়ার বোমা নিক্ষেপ করে। এতে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়, যার বেশির ভাগই বেসামরিক।
১৯৫৬ সালের এই দিনে বৈমানিক পিটার টুইস প্রথম মানব যিনি ঘণ্টায় ১০০০ মাইল বেগে বিমান চালনা করেন।
১৯৬৯ সালের এই দিনে মার্টিন লুথার কিং-এর হত্যাকারী জেমস আর্ল রে-কে যুক্তরাষ্ট্রের মেফিস আদালত ৯৯ বছরের সাজা প্রদান করেন।
২০০০ সালের এই দিনে দক্ষিণ আমেরিকার আন্দাজ পর্বতমালার পূর্বাঞ্চলীয় এলাকার এক মরুভূমিতে পৃথিবীর বৃহত্তম ডাইনোসোরের কঙ্কাল আবিষ্কার।
২০১২ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রসায়নবিদ ও শিক্ষাবিদ ফ্রাঙ্ক শেরউড রোল্যান্ডের মৃত্যু হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


Leave a Reply to রাধাকান্ত দেব | সববাংলায়Cancel reply