সববাংলায়

আজকের দিনে | ২৩ মে

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ২৩ মে ।

বিশেষ দিবস :

২৩ মে – বিশ্ব কচ্ছপ দিবস

আজকের দিনে ভারত :

১৮১৮ সালের আজকের দিনে প্রথম বাংলা সংবাদপত্র ‘সমাচার দর্পণ’ প্রকাশিত হয়।

১৯১৯ সালের আজকের দিনে জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর জন্ম হয়।

১৯২২ সালের আজকের দিনে ইতিহাসবিদ ও ক্ষুদ্র জনগোষ্ঠী বিষয়ক গবেষক রঞ্জিত গুহর জন্ম হয়।

১৯৩০ সালের আজকের দিনে ভারতের বিশিষ্ট ঐতিহাসিক ও প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়।

১৯৪৩ সালের আজকের দিনে সরীসৃপবিদ, বন্যপ্রাণ সংরক্ষণবাদী এবং মাদ্রাজ সর্প উদ্যান, আন্দামান ও নিকোবর পরিবেশ ট্রাস্ট (ANET), এবং মাদ্রাজ কুমির ব্যাংক ট্রাস্টের প্রতিষ্ঠাতা রোমুলাস হুইটেকারের জন্ম হয়।

১৯৪৭ সালের আজকের দিনে বৃটিশ মন্ত্রীসভা ভারত বিভক্ত করার প্রস্তাব মেনে নেয়।

১৯৮৪ সালের আজকের দিনে বাচেন্দ্রী পাল প্রথম ভারতীয় মহিলা হিসেবে এভারেস্ট জয় করেন।

আজকের দিনে বাংলাদেশ :

১৯২৪ সালের আজকের দিনে কবি সানাউল হকের জন্ম হয়।

১৯৫১ সালের আজকের দিনে প্রখ্যাত শিল্পপতি সালমান এফ রহমানের জন্ম হয়।

১৯৫২ সালের আজকের দিনে দূরপাল্লার সাঁতারু এবং মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্যর জন্ম হয়।

১৯৬৩ সালের আজকের দিনে উচ্চপদস্থ বাংলাদেশি সরকারি কর্মকর্তা হেলাল উদ্দিন আহমদের জন্ম হয়।

২০০২ সালের আজকের দিনে বাংলাদেশী চিত্রশিল্পী এবং চারুকলা বিষয়ের শিক্ষক কাজী আবদুল বাসেতের মৃত্যু হয়।

২০১৬ সালের আজকের দিনে বাংলাদেশের প্রথম মহিলা সাংবাদিক হিসেবে বিশ্বখ্যাত নুরজাহান বেগমের মৃত্যু হয়। বলা যায় সমগ্র দক্ষিণ এশিয়ায় নারী সাংবাদিকতার প্রচলন করেছিলেন তিনিই।

 আজকের দিনে বিশ্ব :

১৫৬৪ সালের আজকের দিনে নেদারল্যান্ডস স্বাধীনতা ঘোষণা করে।

১৭০৭ সালের আজকের দিনে সুইডিশ উদ্ভিদবিদ, চিকিৎসক ও জীববিজ্ঞানী কার্ল লিনিয়াসের জন্ম হয়।

১৭৮৫ সালের আজকের দিনে মার্কিন বৈজ্ঞানিক বেনজামিন ফ্রাংকলিন একটি চিঠির মাধ্যমে তার সর্বশেষ আবিষ্কার বাইফোকাল চশমার কথা জানান।

১৭৯৯ সালের আজকের দিনে কবি থমাস হুডের জন্ম হয়।

১৯০৬ সালের আজকের দিনে কিংবদন্তি নাট্যকার হেনরিক ইবসেনের মৃত্যু হয়।

১৯১১ সালের আজকের দিনে নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।

১৯২০ সালের আজকের দিনে এশিয়ার প্রথম কমিউনিস্ট সংগঠন ইন্দোনেশিয়ার কমিউনিস্ট পার্টি গঠিত হয়।

১৯৫১ সালের আজকের দিনে দাবার বিশ্ব চ্যাম্পিয়ন আনাতোলি কারপভের জন্ম হয়।

১৯৬৬ সালের আজকের দিনে জিম্বাবুয়ের বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার ও কোচগ্রেইম অ্যাশলে হিকের জন্ম হয়।

১৯৯৫ সালের আজকের দিনে প্রোগ্রামিং ভাষা জাভার প্রথম সংস্করণ প্রকাশিত হয়।

২০১৩ সালের আজকের দিনে বিশ্বের সবচেয়ে বয়ষ্ক ব্যক্তি হিসেবে ৮০ বছর বয়সে জাপানি পর্বতারোহী উইচিরো মিউরা মাউন্ট এভারেস্ট পর্বতশৃঙ্গ জয় করেন।

২০১৫ সালের আজকের দিনে জগদ্বিখ্যাত আমেরিকান গণিতবিদ জন ন্যাশের মৃত্যু হয়।

আজকের দিনে

আজকের দিনে | ২২ মে আজকের দিনে | ২৪ মে

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading