কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২৯ মে ।
আজকের দিনে ভারত:
১৮৬৫ সালের আজকের দিনে ভারতীয় সাংবাদিকতার জনক রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্ম হয়।
১৯১৪ সালের আজকের দিনে তেনজিং নোরগের জন্ম হয়।
১৯৬৩ সালের আজকের দিনে চিত্র পরিচালক সুব্রত সেনের জন্ম হয়।
১৯৭১ সালের আজকের দিনে ভারতীয় অভিনেতা ও পরিচালক পৃথ্বীরাজ কাপুরের মৃত্যু হয়।
১৯৭৭ সালের আজকের দিনে ভাষাতাত্ত্বিক পণ্ডিত,সাহিত্যিক ও শিক্ষাবিদ সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়।
১৯৮৭ সালের আজকের দিনে ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ:
১৯২৯ সালের আজকের দিনে প্রকৃতিবিদ দ্বিজেন শর্মার জন্ম হয়।
১৯৪১ সালের আজকের দিনে বাংলাদেশী কবি, কলাম লেখক, সাহিত্য সম্পাদক ও মুক্তিযোদ্ধা অরুণাভ সরকারের জন্ম হয়।
১৯৫২ সালের আজকের দিনে বাংলাদেশী মঞ্চ, টেলিভিশন ও চলচিত্র অভিনেতা হুমায়ুন ফরীদির জন্ম হয়।
১৯৬৩ সালের আজকের দিনে ঘূর্ণিঝড়ে বাংলাদেশে ২২ হাজার লোকের প্রাণহানি ঘটে।
১৯৯১ সালের আজকের দিনে বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের সদস্যা রুমানা আহমেদের জন্ম হয়।
আজকের দিনে বিশ্ব:
১৩২৮ সালের আজকের দিনে পঞ্চম ফিলিপ ফ্রান্সের রাজমুকুট গ্রহণ করেন।
১৪৫৩ সালের আজকের দিনে সুলতান দ্বিতীয় মুহাম্মদের নেতৃত্বে উসমানীয় সেনারা ৫৩ দিন অবরোধের পর বাইজেন্টাইন রাজধানী কনস্টান্টিনোপল জয় করে এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের সমাপ্তি ঘটে।
১৭২৭ সালের আজকের দিনে দ্বিতীয় পিটার রাশিয়ার জার হিসেবে অভিষিক্ত হন।
১৮৬৩ সালের আজকের দিনে ইংরেজ ক্রিকেটার আর্থার মোল্ড এর জন্ম হয়।
১৮৬৮ সালের আজকের দিনে সর্বশেষ উসমানীয় খলিফা দ্বিতীয় আবদুল মজিদ এর জন্ম হয়।
১৯১৭ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের ৩৫তম রাষ্ট্রপতি জন এফ. কেনেডির জন্ম হয়।
১৯৫৩ সালের আজকের দিনে তেনজিং নোরগে এবং এডমন্ড হিলারী যৌথভাবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন। দু জনের মধ্যে তেনজিং নোরগে প্রথমে শৃঙ্গে উঠেছিলেন।
১৯৫৯ সালের আজকের দিনে ইংরেজ অভিনেতা ও ঔপন্যাসিক রুপার্ট এভারেটের জন্ম হয়।
১৯৬২ সালের আজকের দিনে আমেরিকান অভিনেতা জন ডি. লেমায় এর জন্ম হয়।
১৯৬৮ সালের আজকের দিনে ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাব ইউরোপীয়ান কাপ জয় করে।
১৯৭১ সালের আজকের দিনে কানাডিয়ান মুষ্টিযোদ্ধা এরিক লুকাসের জন্ম হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


Leave a Reply to তেনজিং নোরগে | সববাংলায়Cancel reply