কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৯ সেপ্টেম্বর ।
আজকের দিনে ভারত :
১৮৫০ সালে আজকের দিনে আধুনিক হিন্দি সাহিত্যের জনক কবি ও নাট্যকার ‘ভারতেন্দু’ হরিশ্চন্দ্রের জন্ম হয়।
১৮৭২ সালে আজকের দিনে বিশিষ্ট বাঙালি বুদ্ধিজীবী সরলা দেবী চৌধুরানীর জন্ম হয় ।
১৯১৫ সালের আজকের দিনে বিপ্লবী বাঘা যতীন (যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়) ও তাঁর সহযোদ্ধারা ‘কোপতিপোদার যুদ্ধে’ ব্রিটিশবিরোধী সংঘর্ষে লিপ্ত হন।
১৯২০ সালের আজকের দিনে ‘দ্য অ্যাঙ্গলো ওরিয়েন্টাল কলেজ অফ আলিগড়’ -কে ‘আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়’-এ রূপান্তরিত করা হয়।
১৯২০ সালের আজকের দিনে খ্যাতনামা লেখক সন্তোষকুমার ঘোষের জন্ম হয়৷
১৯৬৭ সালের আজকের দিনে ভারতীয় অভিনেতা অক্ষয় কুমারের জন্ম হয়।
১৯৬৮ সালে আজকের দিনে বাঙালি লেখক অশোক বড়ুয়ার মৃত্যু হয়৷
১৯৭৪ সালের আজকের দিনে ‘পরমবীর চক্র’ খেতাবপ্রাপ্ত, কার্গিল যুদ্ধে শহীদ বীর সেনানী বিক্রম বাত্রার জন্ম হয়।
২০১২ সালের আজকের দিনে ভারতীয় সামাজিক উদ্যোগপতি ভার্গিস কুরিয়েনের মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৯২১ সালের আজকের দিনে একুশে পদক বিজয়ী বাংলাদেশি সমাজকর্মী পলান সরকারের জন্ম হয়।
১৯৬৫ সালের আজকের দিনে গায়ক কমল আহমেদের জন্ম হয়।
১৯৮২ সালে আজকের দিনে অভিনেত্রী শীলা আহমেদের জন্ম হয়।
২০০২ সালের আজকের দিনে খেলোয়ার রাকিবুল হাসানের জন্ম হয়।
আজকের দিনে বিশ্ব :
১৭৭৬ সালের আজকের দিনে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে ‘ইউনাইটেড কলোনিস’-এর নাম পরিবর্তন করে ‘ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা’ রাখে।
১৭৯১ সালের আজকের দিনে মার্কিন রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটন-এর নামানুসারে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ‘ওয়াশিংটন ডি.সি’- এর নামকরণ করা হয়।
১৮২৮ সালের আজকের দিনে বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক লিও টলস্টয়ের জন্ম হয়।
১৮৩৯ সালের আজকের দিনে জন হের্সচেল প্রথম ‘গ্লাস প্লেট ফটোগ্রাফ’টি ক্যামেরায় ফ্রেমবন্দি করেন।
১৮৯০ সালের আজকের দিনে কে.এফ.সি -এর প্রতিষ্ঠাতা কলোনেল স্যান্ডার্সের জন্ম হয়।
১৯৪১ সালের আজকের দিনে ‘কিং অফ সোল’ নামে বিখ্যাত মার্কিন গায়ক ওটিস রেডিং-এর জন্ম হয়।
১৯৪৫ সালের আজকের দিনে প্রথম ‘কম্পিউটার বাগ’ ধরা পড়ে।
১৯৪৫ সালের আজকের দিনে দ্বিতীয় চিন-জাপান যুদ্ধে জাপান, চিনের কাছে আত্মসমর্পণ করে।
১৯৬০ সালের আজকের দিনে বিখ্যাত ব্রিটিশ হাস্যকৌতুকাভিনেতা হিউজ গ্রান্টের জন্ম হয়।
১৯৭৬ সালের আজকের দিনে বিখ্যাত চিনা কমিউনিস্ট নেতা মাও সে তুং এর মৃত্যু হয়।
১৯৯৩ সালের আজকের দিনে ইজরায়েল ও প্যালেস্টাইন লিবারেশান অর্গানাইজেশান পরস্পরের সঙ্গে ‘Letters of mutual recognition’ বিনিময় করে।
২০০৭ সালের আজকের দিনে বিখ্যাত টেনিস খেলোয়াড় রজার ফেডেরার, নোভাক জকোভিচ-কে হারিয়ে চতুর্থ বারের জন্য ‘মার্কিন যুক্তরাষ্ট্র ওপেন’ খেতাব জয় করেন।
২০১১ সালের আজকের দিনে ‘আরব বসন্ত অভ্যুত্থান’-এর সময় ইয়েমেন, সিরিয়া ও মিশর সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের ব্যপক প্রতিবাদ দেখা দেয়।
২০১২ সালের আজকের দিনে বেশ কয়েকটি পরিকল্পিত হামলার ঘটনার ফলে সমগ্র ইরাক জুড়ে প্রায় একশত মানুষ মৃত্যুমুখে পতিত হয় এবং প্রায় তিনশত পঞ্চাশ জন মানুষ আহত হয়।
২০১৫ সালের আজকের দিনে রাণী দ্বিতীয় এলিজাবেথ তাঁর রাজত্বের তেষট্টিতম বছরে পদার্পনের মধ্য দিয়ে গ্রেট ব্রিটেনে দীর্ঘতম রাজত্বের রেকর্ড তৈরি করেন।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- https://en.wikipedia.org/
- https://www.bornglorious.com/
- https://www.bornglorious.com/
- https://www.mapsofindia.com/
- https://aajtak.intoday.in/
- http://www.thepeoplehistory.com/
- https://en.m.wikipedia.org/
- https://www.thefamouspeople.com/
- https://www.thefamouspeople.com/
- https://www.onthisday.com/


আপনার মতামত জানান