১৬ সেপ্টেম্বর

আজকের দিনে ।। ১৬ সেপ্টেম্বর

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১৬ সেপ্টেম্বর ।

বিশেষ দিবস:

বিশ্ব ওজোন দিবস

বই  প্রকাশ করতে বা কিনতে এই ছবিতে ক্লিক করুন।

আজকের দিনে ভারতঃ

১৮৯৩ সালের আজকের দিনে বিজ্ঞান গবেষক ও সাহিত্যিক গিরিজাপতি ভট্টাচার্যের জন্ম হয়

১৯১৩ সালের আজকের দিনে কবি দীনেশ দাসের জন্ম হয়।  ১৯৩৭ সালে প্রকাশিত হয় তার সাড়াজাগানো ‘কাস্তে’ কবিতা। এই কবিতাটি আধুনিক বাংলা কবিতার এক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়। বামপন্থী রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।

১৯১৬ সালের আজকের দিনে খ্যাতনামা গায়িকা এম.এক্স. শুভলক্ষ্মীর জন্ম হয়। 

১৯৩১ সালের আজকের দিনে হিজলি জেলে রাজবন্দিদের ওপর পুলিশ গুলি চালায়। এ ঘটনায় সন্তোষকুমার মিত্র ও তারকেশ্বর সেনগুপ্ত নামে দুই স্বাধীনতাসংগ্রামী নিহত হন। সুভাষচন্দ্র বসু তাদের মরদেহ সংগ্রহ করতে সেখানে যান। রবীন্দ্রনাথ ঠাকুর সহ তৎকালীন ব্রিটিশ ভারতের বিশিষ্ট মানুষেরা এ ঘটনার প্রতিবাদ করেন।

১৯৩১ সালের আজকের দিনে বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী ই সি জর্জ সুদর্শনের জন্ম হয়।  

১৯৪৫ সালের আজকের দিনে ভারতীয় রাজনীতিবিদ পি.চিদম্বরমের জন্ম হয়।

আজকের দিনে বাংলাদেশঃ

১৯২১ সালের আজকের দিনে বাংলাদেশী লেখক চৌধুরী গোলাম আকবরের জন্ম হয়৷   

১৯৩২ সালের আজকের দিনে গণিতবিদ মিজান রহমানের জন্ম হয়৷ 

 ১৯৮৮ সালের আজকের দিনে ফুটবল খেলোয়াড় মজরুল ইসলাম হিমেলের জন্ম হয়৷  

১৯৯২ সালের আজকের দিনে বাংলাদেশী ক্রিকেটার মণিরুল ইসলামের জন্ম হয়৷

১৯৯৪ সালের আজকের দিনে ফুটবল খেলোয়াড় ইয়াসিন খানের জন্ম হয়।

আজকের দিনে বিশ্বঃ

১৭৩৬ সালের আজকের দিনে পঞ্চাশ বছর বয়সে ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইটের মৃত্যু হয়।

১৮১২ সালের আজকের দিনে মস্কো শহরে এক অগ্নিকাণ্ডে এক দিনে প্রায় তিন-চতুর্থাংশ শহর পুড়ে গিয়েছিল।

১৮৯৩ সালের আজকের দিনে  আলবার্ট সযেন্ট-গায়র্গীর জন্ম হয়।  তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান শারীরবিজ্ঞানী ও প্রাণরসায়নবিদ।

১৯০৮ সালের আজকের দিনে জেনারেল মোটরস কর্পোরেশনের প্রতিষ্ঠিত হয়।

১৯২৭ সালের আজকের দিনে পিটার ফকের জন্ম হয়। তিনি আমেরিকান অভিনেতা, গায়ক ও প্রযোজক।

১৯৩১ আজকের দিনে ওমর মুখতারের মৃত্যু হয়। তিনি ছিলেন প্রখ্যাত লিবীয় স্বাধীনতাকামী যোদ্ধা।

১৯৩২ আজকের দিনে রোনাল্ড রসের মৃত্যু হয়। তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ চিকিৎসক।

১৯৪০ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র ২১ থেকে ৩৫ বছর বয়স্ক পুরুষদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করা হয়।

১৯৫৩ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্রের রক্সি থিয়েটারে বিশ্বের প্রথম সিনেমাস্কোপ চলচ্চিত্র ‘দ্য রোব’ প্রদর্শিত হয়৷ 

১৯৫৫ সালের আজকের দিনে আন্তর্জাতিক কপিরাইট কনভেনশন চালু হয়।

১৯৬৬ সালের আজকের দিনে অশঙ্কা প্রদীপ গুরুসিনহার জন্ম হয়। তিনি শ্রীলংকান ক্রিকেটার।

১৯৬৮ সালের আজকের দিনে ওয়াল্ট বেকারের জন্ম হয়। তিনি আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।

১৯৬৮ সালের আজকের দিনে মার্ক এন্থনির জন্ম হয়। তিনি আমেরিকান গায়ক, গীতিকার, অভিনেতা ও প্রযোজক।

১৯৭১ সালের আজকের দিনে   এমি পোয়েহলেরের জন্ম হয়। তিনি আমেরিকান অভিনেত্রী, কৌতুকাভিনেতা ও প্রযোজক।

১৯৭৫ সালের আজকের দিনে পাপুয়া নিউ গিনি স্বাধীনতা লাভ করে।

১৯৭৬ সালের আজকের দিনে টিনা বারেটের জন্ম হয়। তিনি ইংরেজ গায়ক, গীতিকার ও অভিনেত্রী।

১৯৮১ সালের আজকের দিনে ফ্যান বিংবিং-এর জন্ম হয়। তিনি চীনা অভিনেত্রী, গায়ক ও প্রযোজক।

১৯৮১ সালের আজকের দিনে অ্যালেক্সিস বলেডেলের জন্ম হয়, তিনি আমেরিকান অভিনেত্রী।

১৯৮৪ সালের আজকের দিনে সেরগিনহ কাটারিনেন্সের জন্ম হয়। তিনি ব্রাজিল ফুটবল খেলোয়াড়।

১৯৮৪ সালের আজকের দিনে কেটি মেলুয়ার জন্ম হয়। তিনি জর্জিয়ান বংশোদ্ভূত ইংরেজ গায়ক, গীতিকার ও গিটার।

১৯৯২ সালের আজকের দিনে নিক জোনাসের জন্ম হয়। তিনি আমেরিকান গায়ক, গীতিকার ও গিটার।

২০০৭ সালের  আজকের দিনে রবার্ট জর্ডানের মৃত্যু হয়। তিনি ছিলেন আমেরিকান প্রকৌশলী ও ‘হুইল অব টাইম’ সিরিজ বইয়ের লেখক।

« আজকের দিনে ।। ১৫ সেপ্টেম্বরআজকের দিনে ।। ১৭ সেপ্টেম্বর »

তথ্যসূত্র


  1. http://www.ambalanews24.com/article/%E0%A7%A7%E0%A7%AC-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%2C-%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87  
  2. https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances  
  3. https://en.wikipedia.org/wiki/September_16   
  4. http://m.dainikshiksha.com/%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87-%E0%A7%A7%E0%A7%AC-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0-%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A7%E0%A7%AE/150153/
  5. https://www.jugantor.com/everyday/91060/%E0%A7%A7%E0%A7%AC-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0-%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%86%E0%A6%9C%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87

One comment

আপনার মতামত জানান