১৫ সেপ্টেম্বর

আজকের দিনে ।। ১৫ সেপ্টেম্বর

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১৫ সেপ্টেম্বর।

বিশেষ দিবস:

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস

বই  প্রকাশ করতে বা কিনতে এই ছবিতে ক্লিক করুন।

জাতীয় ইঞ্জিনিয়ার দিবস (ভারত)

আজকের দিনে ভারত:

১৮৩৫ সালে আজকের দিনে ভারতে মুদ্রণযন্ত্রকে সংবাদ পরিবেশনের কাজে ব্যবহারের অনুমতি প্রদান করে ‘লিবার্টি অব দ্য প্রেস অ্যাক্ট’ স্বাক্ষরিত হয়েছিল।

১৮৬১ সালের আজকের দিনে ভারতের প্রখ্যাত সিভিল ইঞ্জিনিয়ার,দক্ষ প্রশাসক ও দূরদর্শী রাষ্ট্রনেতা ভারতরত্ন মোক্ষাগুন্দম বিশ্বেশ্বরায়ার জন্ম হয় ।

১৮৭৬ সালে আজকের দিনে জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়।

১৯০৯ সালের আজকের দিনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি.এন. আন্নাদুরাইয়ের জন্ম হয়৷ 

১৯২৭ সালের আজকের দিনে হিন্দী কবি সর্বেশ্বর দয়াল সাক্সেনার মৃত্যু হয়৷ 

আজকের দিনে বাংলাদেশ:

১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশী লেখিকা রবিনা খানের জন্ম হয়৷ 

১৯৭৩ সালে আজকের দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মিশর ও সিরিয়া।

১৯৭৮ সালের আজকের দিনে কাবাডি খেলোয়াড়  মহম্মদ মিজানূর রহমানের জন্ম হয়৷ 

১৯৯১ সালে আজকের দিনে বাংলাদেশ গণভোটে সংসদীয় পদ্ধতির পক্ষে গণ রায় প্রদান করে৷

১৯৯৬ সালে আজকের দিনে ক্রিকেটে বাংলাদেশ এসিসি ট্রফি জয় করে।

২০০৬ সালে আজকের দিনে বাংলাদেশী চিত্রশিল্পী ও উদ্যোক্তা নিতুন কুণ্ডুর মৃত্যু হয়।

আজকের দিনে বিশ্ব :

১২৫৪ সালের আজকের দিনে ইতালির ভেনিস অঞ্চলের একজন বণিক ও বিখ্যাত পরিব্রাজক মার্কো পোলোর জন্ম হয়।

১৯২৬ সালের আজকের দিনে নোবেল পুরস্কার বিজয়ী জার্মান দার্শনিক রুডল্ফ ক্রিস্টোফ ইউকেনের মৃত্যু হয়৷ 

১৯৪৬ সালের আজকের দিনে  একাডেমী পুরস্কার বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক অলিভার স্টোনের জন্ম হয়

১৭৮৯ সালে আজকের দিনে আমেরিকান সৈন্য ও দ্য লাস্ট অব দি মোহিকানস খ্যাত লেখক জেমস ফেনিমোর কুপারের জন্ম হয়।

১৮৫৭ সালে আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাতাশতম রাষ্ট্রপতি ও দশম প্রধান বিচারপতি উইলিয়াম হাওয়ার্ড ট্যাফ্‌টের জন্ম হয়।

১৮৯০ সালে আজকের দিনে আগাথা ক্রিস্টির জন্ম হয়।। তিনি একজন প্রবাদ প্রতিম ইংরেজ মহিলা ঔপন্যাসিক ও ছোটগল্প লেখিকা যিনি বিশ্ব সাহিত্যের ইতিহাসে অমর হয়ে আছেন তাঁর লেখা ৬৬টি গোয়েন্দা উপন্যাস ও ১৪টি ছোটগল্প সংকলনের জন্য।

১৮৯৪ সালে আজকের দিনে ফরাসি চলচ্চিত্র পরিচালক ঝাঁ র‌্যানোয়ারের জন্ম হয়।

১৯০৪ সালে আজকের দিনে ইতালির রাজা দ্বিতীয় উমবার্তোর জন্ম হয়।

১৯১৬ সালে আজকের দিনে রুমানিয়ার খ্যাতনামা লেখক ও গবেষক কনষ্ট্যান্টিন ভারজিল গিওরগোর জন্ম হয়।

১৯২৮ সালে আজকের দিনে আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন।

১৯৪৬ সালে আজকের দিনে বুলগেরিয়া গণপ্রজাতন্ত্র হিসেবে ঘোষিত হয়।

১৯৫৮ সালের আজকের দিনে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে ‘ত্রাকোমি’ নামে চোখের বিপদজনক সংক্রামক রোগের ভাইরাস আবিস্কৃত হয় ৷

১৯৭৩ সালে আজকের দিনে চিলির গায়ক, গীতিকার, কবি ও পরিচালক ভিক্টর হারারের মৃত্যু হয়।

১৯৮১ সালে আজকের দিনে  ইংরেজ অভিনেতা হ্যারল্ড বেনেটের মৃত্যু হয়।

১৯৮২ সালে আজকের দিনে লেবাননের রাষ্ট্রপতি বাসির গামায়েলের মৃত্যু হয়।

১৯৮৯ সালে আজকের দিনে আমেরিকান কবি, লেখক ও সমালোচক রবার্ট পেন ওয়ারেনের মৃত্যু হয়।

২০০৮ সালে আজকের দিনে গ্রিক অভিনেতা স্টাভরস পারাভাসের মৃত্যু হয়।

« আজকের দিনে ।। ১৪ সেপ্টেম্বরআজকের দিনে ।। ১৬ সেপ্টেম্বর »

5 comments

আপনার মতামত জানান