কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৩০ অক্টোবর
বিশেষ দিবসঃ
আজকের দিনে ভারতঃ
১৮৫১ সালের আজকের দিনে রামচন্দ্র দত্তের জন্ম হয়। তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একজন শিষ্য এবং শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন- বৃত্তান্ত গ্রন্থটির রচয়িতা হিসেবে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন।
১৮৫৩ সালের আজকের দিনে বিপ্লবী প্রমথনাথ মিত্র জন্মগ্রহণ করেন।
১৮৮৭ সালের আজকের দিনে শিশুসাহিত্যিক সুকুমার রায়ের জন্ম হয়।
১৯০১ সালের আজকের দিনে বাংলা ভাষার অন্যতম আধুনিক কবি সুধীন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন।
১৯০৯ সালের আজকের দিনে হোমি জাহাঙ্গীর ভাবার জন্ম হয়। তিনি একজন পরমাণু বিজ্ঞানী যাঁকে ভারতবর্ষের পরমানু চর্চার জনক বলা হয়।
১৯৪৫ সালের আজকের দিনে ভারত জাতিসংঘের সদস্য পদ লাভ করে।
১৯৯২ সালের আজকের দিনে বিখ্যাত বাঙালি পক্ষীবিদ অজয় হোমের মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ
১৯২৬ সালের আজকের দিনে রফিকউদ্দিন আহমদ, তদানিন্তন পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনের অন্যতম শহীদ জন্মগ্রহণ করেন।
১৯৫২ সালের আজকের দিনে ঢাকায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
১৯৮৫ সালের আজকের দিনে বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক ও টেলিভিশন ব্যক্তিত্ব ফজলে লোহানী পরলোক গমন করেন।
আজকের দিনে বিশ্ব –
১৫০১ খ্রিস্টাব্দের এই দিনে উজবেক কবি ও চিন্তানায়ক নাজিমুদ্দিন মির আলিশের নভোইয়ের পরলোক গমন করেন।
১৮২৮ সালের আজকের দিনে ইংরেজ রসায়নবিদ ও বিদ্যুৎ বাতির উদ্ভাবক জোসেফ সোয়ান জন্মগ্রহণ করেন।
১৮৩৪ সালের আজকের দিনে ব্রিটিশ আলোকচিত্রশিল্পী স্যামুয়েল বোর্ন জন্মগ্রহণ করেন।
১৮৮৫ সালের আজকের দিনে এজরা পাউন্ডের জন্ম হয়।
১৮৮৮ সালের আজকের দিনে নাট্যকার ও চিকিৎসক জেমস ব্রিডি জন্মগ্রহণ করেন।
১৮৯১ সালের আজকের দিনে জাপানে প্রবল ভূমিকম্পে তিন হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে।
১৯২২ সালের আজকের দিনে ইতালিতে বেনিতা মুসোলিনি ফ্যাসিবাদী মন্ত্রিসভা গঠন করেন।
১৯১০ সালের আজকের দিনে রেডক্রসের প্রতিষ্ঠাতা জন হেনরি ডুনান্টের মৃত্যু হয়।
১৯৬০ সালের আজকের দিনে আর্জেন্টিনার ফুটবলার দিয়াগো মারাদোনার জন্ম হয়।
১৯৭৩ সালের আজকের দিনে কেনিয়ায় হাতি শিকার ও হাতির দাঁতের ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করা হয়।
১৯৯২ সালের আজকের দিনে পৃথিবী গোলাকার বলে গ্যালিলিও গ্যালিলির মতবাদ যে সত্য ছিল, তা রোমান ক্যাথলিক চার্চ ৩৬০ বছর পর স্বীকার করে নেয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত জানান