আজ বাংলা ১৪৩২ সালের ২৬ পৌষ এবং ইংরাজি ২০২৬ সালের ১১ জানুয়ারি। আজকের দিনে কী উৎসব বা অনুষ্ঠান আছে অথবা কার জন্ম বা মৃত্যু হয়েছিল বা ঐতিহাসিক ঘটনা কী ঘটেছিল সেই সমস্ত বাছাই করা তথ্য সংক্ষেপে পাবেন এই বিশেষ কন্টেন্টে। তারপর যে তথ্যটি বিস্তারিত জানতে চান, সেই তথ্যের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে পড়ে নিতে পারবেন বিস্তারিত।

আজ কী পড়বেন :
ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা :
- আজ লক্ষ্মীনারায়ণ রায়চৌধুরীর জন্মদিন। তিনি ভারতের প্রথম পেশাদার ভ্রাম্যমাণ আলোকচিত্রীদের মধ্যে অন্যতম এবং একাধারে একজন দক্ষ চিত্রশিল্পী ছিলেন। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/lakshminarayan-ray-chowdhury/
- আজ ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুদিন। ভারতের খাদ্যশস্য উৎপাদনে বৃদ্ধি আনতে তিনি বিশেষ পন্থা অবলম্বন করেছিলেন। তাঁর নেতৃত্বাধীন এই প্রকল্পকে ভারতের সবুজ বিপ্লব বা গ্রিন রেভোলিউশন ইন ইন্ডিয়া বলা হয়ে থাকে। তাঁর সম্পর্কে জানতে পড়ুন https://sobbanglay.com/sob/lal-bahadur-shastri/
- আজ চাষী নজরুল ইসলামের মৃত্যুদিন। মুক্তিযুদ্ধ বিষয়ে বাংলাদেশে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেছিলেন চাষী নজরুল ইসলাম। নিজে মুক্তিযুদ্ধে অংশও নিয়েছিলেন এবং সিনেমায় সত্যিকারের মুক্তিযোদ্ধাদের দিয়ে অভিনয়ও করিয়েছিলেন। দুইবার জাতীয় পুরস্কার প্রাপ্ত এই পরিচালক কিন্তু ছোটবেলা থেকে দিলীপ কুমারের মতো নায়ক হতে চাইতেন৷ মায়ের বালা চুরি করে পালিয়েছিলেন বোম্বেতেও। রেডিওতে, থিয়েটারে লাগাতার কাজ করে গেছেন। কিন্তু কীভাবে সিনেমার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ তাঁর তৈরি হল এবং তাঁর জীবনের আরও নানা খুঁটিনাটি বিষয়ে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/chashi-nazrul-islam
- আজ মুহাম্মদ হাবিবুর রহমানের মৃত্যুদিন। চাকরি না পাওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটে সিগারেট বেচা শুরু করেছিলেন হাবিবুর রহমান৷ পরবর্তীকালে এই মানুষটিই বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন। ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবেও সংক্ষিপ্ত সময়ের জন্য দায়িত্ব পালন করেছিলেন। সাহিত্যের জন্য পেয়েছিলেন একাডেমি পুরস্কার। প্রতিভাবান এই ব্যক্তি মুহাম্মদ হাবিবুর রহমানের জীবন সম্পর্কে বিশদে জানতে পড়ুন এখানে— https://sobbanglay.com/sob/muhammad-habibur-rahman
- মাউন্ট এভারেস্ট বিজয়ী পর্বতারোহী এডমুন্ড হিলারির মৃত্যুদিন আজ। তেনজিং নোরগের সঙ্গে একযোগে তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেন। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/edmund-hillary/
- এছাড়াও আরও বহু মানুষের জন্ম, মৃত্যু এবং ঐতিহাসিক ঘটনায় সমৃদ্ধ ১১ জানুয়ারি । সেই সমস্ত কিছু জানতে পড়ুন এখানে https://sobbanglay.com/sob/history-today-january-11
বিশেষ আকর্ষণীয় কন্টেন্ট :
- দুধের মধ্যেই নাকি মিশিয়ে দেওয়া হয়েছিল বিষ। পরে সেই দুধ রাখার থার্মোফ্লাস্কটিও তাই আর পাওয়া যায়নি। আবার কেউ বলেন হৃদরোগের জন্যেই মৃত্যু হল তাঁর। কিন্তু ব্যক্তিগত চিকিৎসক বলছেন অন্য কথা – তিনি তো সম্পূর্ণই সুস্থ ছিলেন। তাহলে এমন অস্বাভাবিক মৃত্যু হল কীভাবে? ভাবছেন কার মৃত্যুর কথা বলছি? ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। তাসখন্দে শান্তি চুক্তি করতে গিয়ে এমন সন্দেহজনকভাবে যে তাঁর মৃত্যু হল, সেই রহস্যের কিনারা হয়নি আজও। ঠিক কী ঘটেছিল তাঁর মৃত্যুর আগে? কেনই বা তিনি গিয়েছিলেন তাসখন্দে? লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুরহস্য পড়ুন এখানে https://sobbanglay.com/sob/lal-bahadur-shastri-death-mystery/
- রানা ডাকাতের নাম থেকে রানাঘাট নাকি রানির স্নানের ঘাট থেকে রানাঘাট? ইতিহাসে বলে অনেক রকম কথা। সঙ্গীত, খেলাধূলা, স্বাধীনতা সংগ্রাম কোনো কিছুতেই পিছিয়ে পড়েনি এই জনপদ। কলকাতা থেকে মাত্র ৭৪ কিলোমিটার দূরে এই রানাঘাটেই একসময় এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এসেছেন কাজী নজরুল ইসলামও। বিভূতিভূষণের বিখ্যাত উপন্যাস ‘আদর্শ হিন্দু হোটেল’ – আসল হোটেলটি কিন্তু আছে এখানেই, রানাঘাট স্টেশন থেকে বেরিয়েই সেই উপন্যাসখ্যাত হোটেল। রানাঘাটের সুস্বাদু পান্তুয়া খেতে খেতে যদি এক নিমেষে জেনে নিতে চান রানাঘাটের কাহিনী, পড়ে ফেলুন এখানে https://sobbanglay.com/sob/ranaghat/
- আমরা আমাদের আয়ুর এক চতুর্থাংশ থেকে এক তৃতীয়াংশ সময়কাল শুধু ঘুমিয়ে কাটাই। শুধু মানুষ নয়, প্রতিটি প্রাণীই ঘুমায়। কোনো প্রাণীকে যদি জোর করে বেশ কিছুদিন জাগিয়ে রাখা হয়, তার মৃত্যু পর্যন্ত হতে পারে। ঘুমের সময় আসলে কি হয় তা অনেকেরই জানতে ইচ্ছে করে। জানতে ইচ্ছে করে, সকল প্রাণীর ঘুম পায় কেন? তাই এই সকল প্রশ্নের উত্তর বিশদে জানতে পড়ুন এখানে – https://sobbanglay.com/sob/why-all-animals-sleep/

আজ কী দেখবেন :
বিশেষ আকর্ষণীয় ভিডিও :
- চাপড়া ষষ্ঠী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে পালিত হয়। সন্তানের মঙ্গল কামনায় এই পূজা করা হয়ে থাকে। এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী জানতেন? নাহলে দেখে নিন এক নজরে – https://youtu.be/2FMryB23Bbw
- ডুয়ার্সে গেলে ইন্দ্রশঙ্কর থাপার গলায় অসাধারণ সংগীত প্রায় সকলেই শুনেছেন। তিনি বক্সা ফোর্টের কাছে একটি হোম স্টে চালান। কিন্তু এটাই তাঁর একমাত্র পরিচয় নয়। তিনি গায়ক, তিনি কবি। যারা তাঁর হোম স্টে’র কাছ দিয়ে যান, তাঁদেরও তিনি তাঁর মধুর কণ্ঠে গান শোনান। তাঁর কণ্ঠে রবিঠাকুরকে নিয়ে তাঁর স্বরচিত একটি কবিতা এবং একটি রবীন্দ্রসঙ্গীত শুনুন এখানে https://youtu.be/3BTW0VE9wz0

অন্যান্য আরও যা পড়বেন :
- জানুয়ারি মাসের প্রতিদিনের যাবতীয় ঐতিহাসিক বা বিশেষ ঘটনা এক নজরে পড়ুন এখানে https://sobbanglay.com/today-in-history/january/
- জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা জন্ম নিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-born/
- জানুয়ারি মাসে ঐতিহাসিক বা মহান যে সমস্ত মানুষেরা মারা গিয়েছেন তাদের এক নজরে পেতে দেখুন এখানে https://sobbanglay.com/tag/january-death/
- ভারতীয় পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/india-national-days
- আন্তর্জাতিক পালনীয় দিবসগুলোকে একসাথে তালিকাভুক্ত করা হল এখানে https://sobbanglay.com/sob/international-days/

অবসরে সাহিত্য :
- তথ্যমূলক কন্টেন্টের পাশাপাশি আপনার অবসর সময়ে পড়তে পারেন বিভিন্ন লেখকের কলমে অসাধারণ কিছু গল্প, কবিতা, প্রবন্ধ বা রম্যরচনা এখানে – https://lekhalikhi.sobbanglay.com/
- লেখকদের নিজেদের কণ্ঠে তাঁদের লেখার আবৃত্তি বা অডিও স্টোরি শুনতে দেখুন এখানে https://youtube.com/lekhalilikhi
- লেখালিখি ওয়েবজিনের বিভিন্ন সংখ্যা একসাথে পড়ুন এখানে https://lekhalikhi.sobbanglay.com/category/webzines/
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- নিজস্ব সংকলন


আপনার মতামত জানান