ফিফা বিশ্বকাপ ১৯৭৪

ফিফা বিশ্বকাপ ১৯৭৪

ফিফা বিশ্বকাপ ১৯৭৪ ছিল ফিফা বিশ্বকাপের দশম আসর। এই বিশ্বকাপের আসর ১৩ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত পশ্চিম জার্মানি-তে অনুষ্ঠিত হয়। সর্বমোট ১৬ টি দেশ এই খেলায় অংশগ্রহণ করেছিল। ফাইনালে নেদারল্যান্ডকে হারিয়ে বিজয়ী হয় পশ্চিম জার্মানি। এই নিয়ে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হল পশ্চিম জার্মানি ফিফা বিশ্বকাপ ১৯৫৪ সালের পর।  

১৯৭৪ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নানান কারণে বিখ্যাত হয়ে আছে। ১৯৭০ ফিফা বিশ্বকাপে ব্রাজিল তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ফলে তারা  স্থায়ীভাবে জুলে রিমে ট্রফির মালিক হয়।  ফলত এই বিশ্বকাপ থেকেই নতুন বিশ্বকাপ ট্রফির উদ্বোধন করা হয় যেটি বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন দলকে প্রদান করা হয়। এই বিশ্বকাপে ব্রাজিল ফুটবল দলের একচেটিয়া আধিপত্যকে খর্ব করে জন মোহিনী খেলা খেলে বিশ্ব ব্যাপী ফুটবল প্রেমীদের মন জয় করে নেয় নেদারল্যান্ড ফুটবল দল। এই বিশ্বকাপেই প্রথম বার লাল কার্ড ব্যবহার করে কোন ফুটবলার কে মাঠ থেকে বহিষ্কৃত করা হয়। চিলির ফুটবলার কার্লোস কাসজেলি- ই হল বিশ্বের প্রথম ফুটবলার যিনি লাল কার্ড দেখে মাঠ  থেকে বহিষ্কৃত হন। বিগত তিনটি বিশ্ব কাপের মধ্যে এটিই ছিল প্রথম বিশ্বকাপ যেখানে কোয়ার্টার ফাইনাল খেলার আগে দুটি রাউন্ডে খেলা হয়।    

এই বিশ্বকাপের ম্যাসকটটি ছিল দুটি ছেলে যারা পশ্চিম জার্মানির জার্সি পরিহিত ছিল। যাদের জার্সিতে লেখা ছিল WM -৭৪ যার সম্পূর্ণ অর্থ – Weltmeisterschaft বঙ্গানুবাদ করলে যার অর্থ দাঁড়ায় ‘বিশ্বকাপ’। ম্যাসকটটির নাম ছিল টিপ এবং ট্যাপ। এই বিশ্বকাপের জন্য প্রস্তুত বলটির নাম ছিল – টেলস্টার ডুরলাস্ট।

১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়। প্রথম রাউন্ডের  প্রথম গ্রুপে ছিল – পূর্ব জার্মানি,  পশ্চিম জার্মানি, চিলি এবং অস্ট্রেলিয়া।  দ্বিতীয় গ্রুপে ছিল যুগোস্লাভিয়া, ব্রাজিল, স্কটল্যান্ড এবং জাইরে। তৃতীয় গ্ৰুপে ছিল – নেদারল্যান্ড, সুইডেন,বুলগেরিয়া, উরুগুয়ে। চতুর্থ দলে ছিল – পোল্যান্ড, আর্জেন্টিনা, ইতালি এবং হাইতি।

দ্বিতীয় রাউন্ডের প্রথম গ্ৰুপে ছিল – নেদারল্যান্ড, ব্রাজিল, পূর্ব জার্মানি, আর্জেন্টিনা। দ্বিতীয় গ্রুপে ছিল  পশ্চিম জার্মানি, পোল্যান্ড, সুইডেন এবং যুগোস্লাভিয়া। এই বিশ্বকাপে মোট ৩৮ টি খেলায় ৯৭টি গোল হয়।

ফিফা বিশ্বকাপ ১৯৭৪ এর ফাইনালে নেদারল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিজয়ী হয় পশ্চিম জার্মানি। তৃতীয় ও চতুর্থ স্থান যথাক্রমে পোল্যান্ড ও ব্রাজিল অর্জন করে। 

পশ্চিম জার্মানির রাজধানী মিউনিখে অবস্থিত অলিম্পিয়া স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি খেলা হয়।  নেদারল্যান্ডের  পক্ষে খেলা শুরুর দুই মিনিটের মধ্যে একমাত্র গোলটি করেন নিসকেন্স । পশ্চিম জার্মানির পক্ষ থেকে ব্রেইটনার এবং গার্ড মূলার একটি করে গোল করেন। 

পোল্যান্ডের গ্রেজেগৰ্জ লাজো ( Grzegorz Lato ) ৭টি গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি অর্জন করেন।  নেদারল্যান্ডের জোহান ক্রুয়েফ এবং পশ্চিম জার্মানির তারকা ফুটবলার গার্ড মূলারের এটিই ছিল শেষ বিশ্বকাপ।  

« ফিফা বিশ্বকাপ ১৯৭০ফিফা বিশ্বকাপ ১৯৭৮ »

আপনার মতামত জানান