ফিফা বিশ্বকাপ ১৯৭৮

ফিফা বিশ্বকাপ ১৯৭৮

ফিফা বিশ্বকাপ ১৯৭৮ ছিল ফিফা বিশ্বকাপের একাদশ আসর। এই বিশ্বকাপের আসর ১ জুন থেকে ২৫ জুন পর্যন্ত আর্জেন্টিনা-তে অনুষ্ঠিত হয়। সর্বমোট ১৬ টি দেশ এই খেলায় অংশগ্রহণ করেছিল। ফাইনালে নেদারল্যান্ডকে হারিয়ে বিজয়ী হয় আর্জেন্টিনা। 

১৯৭৮ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নানান কারণে উল্লেখযোগ্য  হয়ে আছে। ১৯৭৮ ফিফা বিশ্বকাপ ছিল শেষ বিশ্বকাপ যেখানে বিশ্বকাপে ১৬টি দেশের অংশগ্রহণের নিয়ম শেষবারের মত কার্যকরী হয়। এরপর ১৯৮২ সালের বিশ্বকাপ থেকে ১৬টি দলের পরিবর্তে ২৪টি দেশ অংশগ্রহণের নিয়ম শুরু হয়। বিতর্ক এই বিশ্বকাপের অন্যতম প্রধান সঙ্গী ছিল। ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে গিয়ে আর্জেন্টিনার প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ম্যাচ শেষের পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে নেদারল্যান্ড।  আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে ম্যাচ চলাকালীন মাঠের মধ্যে দুই দলের খেলোয়াড়দের মধ্যে এমন বচসা শুরু হয় যে পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী নামাতে হয়।  

এই বিশ্বকাপের ম্যাসকটটি ছিল গাউচো, আর্জেন্টিনীয় উপকথার অত্যন্ত দক্ষ এবং সাহসী ঘোড়সওয়ারী বেশী একটি ছোট ছেলে যে আর্জেন্টিনার জার্সি পরিহিত ছিল। ছেলেটির মাথায় পরিহিত গাউচো স্টাইলের টুপিতে লেখা আর্জেন্টিনা, ৭৮। ম্যাসকটটির নাম ছিল গাউচিতো। এই বিশ্বকাপের জন্য প্রস্তুত বলটির নাম ছিল – আডিডাস ট্যাঙ্গো। এই বিশ্বকাপের ৩৮টি ম্যাচে মোট ১০২টি গোল হয়।  

১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়। প্রথম গ্রুপে ছিল – ইতালি,আর্জেন্টিনা, ফ্রান্স এবং হাঙ্গেরি।  দ্বিতীয় গ্রুপে ছিল পোল্যান্ড, পশ্চিম জার্মানি, টিউনিশিয়া এবং মেক্সিকো। তৃতীয় গ্ৰুপে ছিল – অস্ট্রিয়া,ব্রাজিল,স্পেন,সুইডেন। চতুর্থ দলে ছিল -পেরু, নেদারল্যান্ড, স্কটল্যান্ড এবং ইরান।

ফিফা বিশ্বকাপ ১৯৭৮ এর ফাইনালে নেদারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিজয়ী হয় আর্জেন্টিনা। তৃতীয় ও চতুর্থ স্থান যথাক্রমে ব্রাজিল  ও ইতালি অর্জন করে। 

আর্জেন্টিনার রাজধানী বুয়েনস  আইরেসে অবস্থিত এস্তাদিও মনুমেন্টালে ফাইনাল ম্যাচটি খেলা হয়।  নেদারল্যান্ডের  পক্ষে একমাত্র গোলটি করেন নানিঙ্গা। আর্জেন্টিনার পক্ষ থেকে মারিও কেম্পেস দুইটি এবং বার্তোনি একটি গোল করেন। 

আর্জেন্টিনার মারিও কেম্পেস ৬টি গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি অর্জন করেন। 

« ফিফা বিশ্বকাপ ১৯৭৪ফিফা বিশ্বকাপ ১৯৮২ »

One comment

আপনার মতামত জানান