ফিফা বিশ্বকাপ ১৯৮২ ছিল ফিফা বিশ্বকাপের দ্বাদশ আসর। এই বিশ্বকাপের আসর ১৩ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত স্পেনে অনুষ্ঠিত হয়। সর্বমোট ২৪টি দেশ এই খেলায় অংশগ্রহণ করেছিল। ফাইনালে পশ্চিম জার্মানিকে হারিয়ে বিজয়ী হয় ইতালি।
১৯৮২ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নানান কারণে উল্লেখযোগ্য হয়ে আছে। ১৯৭৮ ফিফা বিশ্বকাপ ছিল শেষ বিশ্বকাপ যেখানে বিশ্বকাপে ১৬টি দেশের অংশগ্রহণের নিয়ম শেষবারের মত কার্যকরী হয়। এরপর ১৯৮২ সালের বিশ্বকাপ থেকে ১৬টি দলের পরিবর্তে ২৪টি দেশ অংশগ্রহণের নিয়ম শুরু হয়। এই বিশ্বকাপেই প্রথম পেনাল্টি শুট আউট এর নিয়ম শুরু হয়। ১৯৩৪ এবং ১৯৬৬ সালের পর এটি ছিল তৃতীয় বিশ্বকাপ যেখানে সেমিফাইনালে ওঠা চারটি দলই ইউরোপীয় ছিল।
এই বিশ্বকাপের ম্যাসকটটি ছিল স্পেনের জার্সি পরিহিত একটি কমলালেবু যা স্পেনের অত্যন্ত পরিচিত একটি ফল। ম্যাসকটটির নাম ছিল নারঞ্জিতো, কমলালেবুর স্পেনীয় নাম। এই বিশ্বকাপের জন্য প্রস্তুত বলটির নাম ছিল – ট্যাঙ্গো এস্পানা। এই বিশ্বকাপের ৫২টি ম্যাচে মোট ১৩৪টি গোল হয়।
২৪টি দলকে ছয়টি গ্রুপে ভাগ করা হয়। প্রথম গ্রুপে ছিল – ইতালি,পোল্যান্ড, ক্যামেরুন এবং পেরু। দ্বিতীয় গ্রুপে ছিল অস্ট্রিয়া, পশ্চিম জার্মানি, আলজেরিয়া এবং চিলি। তৃতীয় গ্ৰুপে ছিল – বেলজিয়াম, আর্জেন্টিনা,হাঙ্গেরি,এল সালভাদর। চতুর্থ গ্ৰুপে ছিল – ইংল্যান্ড, ফ্রান্স, চেকোস্লোভাকিয়া এবং কুয়েত। পঞ্চম গ্ৰুপে ছিল – উত্তর আয়ারল্যান্ড, স্পেন, ইউগোস্লাভিয়া, হন্ডুরাস। ষষ্ঠ গ্ৰুপে ছিল – ব্রাজিল, সোভিয়েত ইউনিয়ন, স্কটল্যান্ড, নিউজিল্যান্ড।
ফিফা বিশ্বকাপ ১৯৮২ এর ফাইনালে পশ্চিম জার্মানিকে ৩-১ গোলে হারিয়ে বিজয়ী হয় ইতালি। তৃতীয় ও চতুর্থ স্থান যথাক্রমে পোল্যান্ড ও ফ্রান্স অর্জন করে।
স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থিত সান্তিয়াগো বার্নাবেউ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি খেলা হয়। পশ্চিম জার্মানির পক্ষে একমাত্র গোলটি করেন ব্রেইটনার। ইতালির পক্ষ থেকে যথাক্রমে পাওলো রোসি, মার্কো তারদেলি এবং আলেসান্দ্রো আল্টোবেলি একটি করে গোল করেন।
ইতালির পাওলো রোসি ৬টি গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি অর্জন করেন।