ফিফা বিশ্বকাপ ১৯৮৬

ফিফা বিশ্বকাপ ১৯৮৬

ফিফা বিশ্বকাপ ১৯৮৬ ছিল ফিফা বিশ্বকাপের ত্রয়োদশ আসর। এই বিশ্বকাপের আসর ৩১ মে থেকে ২৯ জুন পর্যন্ত মেক্সিকোতে অনুষ্ঠিত হয়। সর্বমোট ২৪টি দেশ এই খেলায় অংশগ্রহণ করেছিল। ফাইনালে পশ্চিম জার্মানিকে হারিয়ে বিজয়ী হয় আর্জেন্টিনা

১৯৮৬ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে বিখ্যাত হয়ে আছে মূলত দিয়েগো মারাদোনার জন্য।  এই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মারাদোনার করা দুটি গোল বিশ্ব ফুটবলের ইতিহাসে একই সঙ্গে যেমন অন্যতম  বিতর্কিত গোলের দৃষ্টান্ত হয়ে আছে তেমনি একই সঙ্গে অন্য গোলটি শতাব্দীর শ্রেষ্ঠ গোল হিসেবে বিখ্যাত হয়ে আছে।  এই বিশ্বকাপ থেকেই দর্শকদের মধ্যে খেলা চলাকালীন মেক্সিকান ওয়েভ নামের একটি বিশেষ রীতির প্রচলন শুরু হয় যা পরবর্তীকালে সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এই বিশ্বকাপেই প্রথম চামড়ার বলের বদলে সম্পূর্ণ সিন্থেটিক দ্বারা তৈরী বলে খেলার প্রচলন শুরু হয়।  

এই বিশ্বকাপের ম্যাসকটটি ছিল মেক্সিকো ফুটবল দলের জার্সি পরিহিত একটি জালাপেনো লঙ্কা  যা মেক্সিকোর খাদ্য রীতির একটি অপরিহার্য অঙ্গ। ম্যাসকটটির নাম ছিল পিক (pique), যেটি এসেছে স্পেনীয় নাম ‘পিকান্তে’ থেকে যার অর্থ ‘ঝাল’। এই বিশ্বকাপের জন্য প্রস্তুত বলটির নাম ছিল – ‘অ্যাজটেকা’  এই বিশ্বকাপের ৫২টি ম্যাচে মোট ১৩২টি গোল হয়। 

বই  প্রকাশ করতে বা কিনতে এই ছবিতে ক্লিক করুন।

২৪টি দলকে ছয়টি গ্রুপে ভাগ করা হয়। প্রথম গ্রুপে ছিল -আর্জেন্টিনা,  ইতালি,পোল্যান্ড, বুলগেরিয়া এবং দক্ষিণ কোরিয়া।  দ্বিতীয় গ্রুপে ছিল –  মেক্সিকো, প্যারাগুয়ে, বেলজিয়াম এবং ইরাক। তৃতীয় গ্ৰুপে ছিল – সোভিয়েত ইউনিয়ন, হাঙ্গেরি, ফ্রান্স এবং কানাডা। চতুর্থ গ্ৰুপে ছিল – স্পেন, ব্রাজিল, উত্তর আয়ারল্যান্ড এবং আলজিরিয়া। পঞ্চম গ্ৰুপে ছিল – উত্তর ডেনমার্ক, পশ্চিম জার্মানি, উরুগুয়ে এবং স্কটল্যান্ড। ষষ্ঠ গ্ৰুপে ছিল – মরোক্কো, ইংল্যান্ড, পোল্যান্ড, পর্তুগাল।  

ফিফা বিশ্বকাপ ১৯৮৬ এর ফাইনালে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে বিজয়ী হয় আর্জেন্টিনা। তৃতীয় ও চতুর্থ স্থান যথাক্রমে ফ্রান্স ও বেলজিয়াম অর্জন করে।

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে  অবস্থিত এস্তাদিও অ্যাজটেকা  স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি খেলা হয়।  পশ্চিম জার্মানির পক্ষে দুটি গোল করেন যথাক্রমে রুমেনিগ্গে এবং ভলার। ইতালির পক্ষ থেকে যথাক্রমে ব্রাউন, বুরুচাগা এবং ভালদানো একটি করে গোল করেন।   

ইংল্যান্ডের গ্যারি লিনেকার  ৬টি গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি অর্জন করেন।  

« ফিফা বিশ্বকাপ ১৯৮২ফিফা বিশ্বকাপ ১৯৯০ »

2 comments

আপনার মতামত জানান