সববাংলায়

ফিফা বিশ্বকাপ ১৯৯৮

ফিফা বিশ্বকাপ ১৯৯৮ ছিল ফিফা বিশ্বকাপের ষষ্ঠদশ আসর। এই বিশ্বকাপের আসর ১০ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত ফ্রান্সে অনুষ্ঠিত হয়। সর্বমোট ৩২টি দেশ এই খেলায় অংশগ্রহণ করেছিল। ফাইনালে ব্রাজিলকে হারিয়ে বিজয়ী হয় ফ্রান্স

১৯৯৮ ফিফা বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপের ইতিহাসে নানান কারণে উল্লেখযোগ্য  হয়ে আছে। বত্রিশ দিন ধরে চলা এই বিশ্বকাপ এখনো অবধি বিশ্বকাপের ইতিহাসে সবথেকে দীর্ঘ টুর্নামেন্ট।  এই বিশ্বকাপ থেকেই ২৪টি দলের নির্ধারিত সীমা বাড়িয়ে ফিফা বিশ্বকাপ খেলার জন্য ৩২টি দলকে অংশগ্রহণের অনুমতি দেয়। এই বিশ্বকাপেই প্রথমবার দক্ষিণ আফ্রিকা বর্ণ বৈষম্য প্রথার বিলোপ সাধনের পর ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করে।  রিকি মার্টিনের গাওয়া এই বিশ্বকাপের অফিসিয়াল গান – ‘দ্য কাপ অব লাইফ’ গানটি সারা বিশ্বে তুমুল জনপ্রিয় হয় এবং জনতার বিচারে কোন বিশ্বকাপ সংক্রান্ত সর্বাধিক জনপ্রিয় গানের তকমা পায়। এই বিশ্বকাপেই ফিফার অনুমোদনে ফিফা – ৯৮ ভিডিও গেমটি বাজারে প্রকাশ পায় যা পরবর্তীকালে ব্যাপক জনপ্রিয়তা পায়।    

এই বিশ্বকাপের ম্যাসকটটি ছিল ফ্রান্সের জাতীয় দলের জার্সি পরিহিত একটি মোরগ। ম্যাসকটটির নাম ছিল ‘ফুটিক্স’। এই বিশ্বকাপের জন্য প্রস্তুত বলটির নাম ছিল – ট্রাইকোলোরে। এই বিশ্বকাপের ৬৪টি ম্যাচে মোট ১৭১টি গোল হয়। 

৩২টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়। প্রথম গ্রুপে ছিল – ব্রাজিল, নরওয়ে, মরোক্কো, স্কটল্যান্ড। দ্বিতীয় গ্রুপে ছিল – ইতালি, চিলি, অস্ট্রিয়া, ক্যামেরুন।   তৃতীয় গ্ৰুপে ছিল – ফ্রান্স, ডেনমার্ক, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা। চতুর্থ গ্ৰুপে ছিল – নাইজেরিয়া, প্যারাগুয়ে, বুলগেরিয়া, স্পেন। পঞ্চম গ্ৰুপে ছিল – নেদারল্যান্ড, মেক্সিকো, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া। ষষ্ঠ গ্ৰুপে ছিল – জার্মানি, এফ আর ইউগোস্লাভিয়া, ইরান, আমেরিকা। সপ্তম গ্ৰুপে ছিল – রোমানিয়া, ইংল্যান্ড, কলম্বিয়া, তিউনিশিয়া। অষ্টম গ্ৰুপ ছিল  – আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, জামাইকা, জাপান।  

ফিফা বিশ্বকাপ ১৯৯৮ এর ফাইনালে ব্রাজিলকে ০ -৩ গোলে হারিয়ে বিজয়ী হয় ফ্রান্স। এটি ছিল ফ্রান্সের প্রথমবার বিশ্বকাপ জয়। তৃতীয় ও চতুর্থ স্থান যথাক্রমে ক্রোয়েশিয়া ও নেদারল্যান্ড অর্জন করে।

ফ্রান্সের সেন্ট ডেনিসে অবস্থিত স্টেইড দে ফ্রান্স স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি খেলা হয়।  ফ্রান্সের পক্ষে দুটি গোল করেন জিনেদিন জিদান এবং পেটিট করেন একটি গোল।  

ক্রোয়েশিয়ার  ডাভর সুকের ৬টি গোল করে এই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারটি ভাগ করে নেন। 

ফিফা বিশ্বকাপ

ফিফা বিশ্বকাপ ২০০২ ফিফা বিশ্বকাপ ২০১৪

সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন।  যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন। 


 

error: লেখা নয়, লিঙ্কটি কপি করে শেয়ার করুন।

Discover more from সববাংলায়

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading