কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৩০ জানুয়ারি।
বিশেষ দিবসঃ
আন্তর্জাতিক কুষ্ঠরোগ দিবস।
আজকের দিনে ভারতঃ
১৯৪৮ সালের আজকের দিনে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সবচেয়ে গুরূত্বপূর্ণ নেতা গান্ধীজিকে গুলি করে হত্যা করেন নাথুরাম গডসে।
১৯৭২ সালের আজকের দিনে প্রখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার জহির রায়হান পরলোক গমন করেন।
১৯৯৪ সালের আজকের দিনে ক্রিকেটার কপিল দেব রিচার্ড হ্যাডলির ৪৩১ টি উইকেটের বিশ্ব রেকর্ডে পৌঁছন।
১৯৯৯ সালের আজকের দিনে পন্ডিত রবিশঙ্করকে ‘ভারতরত্ন’ প্রদান করে সম্মানিত করা হয়।
আজকের দিনে বিশ্বঃ
১৮৭৩ সালের আজকের দিনে বিশিষ্ট কল্পবিজ্ঞান লেখক জুলে ভার্নে-এর ‘৮০ দিনে সারা পৃথিবী ভ্রমণ’ ফ্রান্সে পেইরে-জুলে হেতজেল কর্তৃক প্রকাশিত হয়।
১৮৮২ সালের আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডেলানো রুজ্ভেল্টের জন্ম হয় ।
১৯৩১ সালের আজকের দিনে চার্লি চ্যাপলিন পরিচালিত ও অভিনীত হাস্যরসাত্মক চলচ্চিত্র ‘সিটি লাইটস’ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থিয়েটারে প্রথম প্রদর্শিত হয়।
১৯৩৩ সালের আজকের দিনে রাষ্ট্রপতি পল ভন হিন্ডেনবার্গ, অ্যাডল্ফ হিটলারকে জার্মানির রাইখ চ্যান্সেলর হিসেবে নিযুক্ত করেন।
১৯৬২ সালের আজকের দিনে জর্ডনের চতুর্থ বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ জন্মগ্রহণ করেন।
১৯৬৪ সালের আজকের দিনে রেঞ্জার প্রোগ্রামের অংশ হিসেবে ‘রেঞ্জার ৬’ উৎক্ষেপণ হয়।
১৯৬৫ সালের আজকের দিনে লন্ডনের সেন্ট পলস্ ক্যাথিড্রালে উইনস্টন চার্চিলের শেষকৃত্য সম্পন্ন হয়। এটি ছিল পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কতৃক সম্পন্ন অন্ত্যেষ্টি ক্রিয়া।
১৯৭২ সালের আজকের দিনে কমনওয়েলথ থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার করা হয়।
১৯৮২ সালের আজকের দিনে ৪০০ লাইন দীর্ঘ প্রথম কম্পিউটার ভাইরাস কোড এল্ক ক্লোনার লেখেন রিচার্ড স্ক্রেন্টা। এটি অ্যাপল কম্পিউটারের বুট প্রোগ্রাম ধ্বংস করে দেয়।
১৯৮৯ সালের আজকের দিনে আফগানিস্তানের কাবুলে আমেরিকার দূতাবাস বন্ধের ঘোষণা করা হয়।
১৯৯৪ সালের আজকের দিনে পিটার লেকো সর্বকনিষ্ঠ গ্রাণ্ডমাস্টারের মর্যাদা পান।
২০০০ সালের আজকের দিনে আইভোরী কোস্টের উপকূলে আটলান্টিক মহাসাগরে কেনিয়া এয়ারওয়েজের ‘ফ্লাইট ৪৩১’ বিধ্বস্ত হয়ে ১৬৯ জনের মৃত্যু ঘটে।
২০০৩ সালের আজকের দিনে বেলজিয়াম সমলিঙ্গ বিবাহকে আইনসম্মত করে দেয়।
২০০৬ সালের আজকের দিনে নাইজেরিয়ার দালোরি গ্রামে বোকো হারাম জঙ্গীদের মোটরবাইক আক্রমনে ৬৫ জনের মৃত্যু ঘটে ও ১৩৬ জন আহত হন।
২০১৭ সালের আজকের দিনে মধ্য চীনের কিছু বিজ্ঞানী এখনও অবধি পরিচিত মানুষের সবচেয়ে প্রাচীন পূর্বসূরী ৫৪০ মিলিয়ন বছর বয়সের ‘স্যাকরহিটাস’ নামক জীবাষ্মের সম্মন্ধে তথ্য প্রকাশ করেন।
3 comments