কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১০ মে ।
আজকের দিনে ভারত :
১৫২৬ সালের আজকের দিনে পানিপথের যুদ্ধ জয় করে মোগল সম্রাট বাবর আগ্রায় প্রবেশ করেন।
১৮৫৫ সালের আজকের দিনে ভারতীয় যোগী যুক্তেশ্বর গিরির জন্ম হয়।
১৮৫৭ সালের আজকের দিনে মিরাটে হত্যাকাণ্ডের মাধ্যমে বৃটিশ শাসনের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহের ক্ষোভ আছড়ে পড়ে।
১৮৮২ সালের আজকের দিনে বাংলায় ব্রতচারী সংঘের প্রতিষ্ঠাতা গুরুসদয় দত্তের জন্ম হয়।
১৯০৫ সালের আজকের দিনে বাঙালি কণ্ঠশিল্পী, সংগীত পরিচালক ও অভিনেতা পঙ্কজ কুমার মল্লিকের জন্ম হয়।
১৯০৯ সালের আজকের দিনে ভারতের প্রথম জাতীয় গ্রন্থাগারিক বেল্লারি শামান্না কেশবনের জন্ম হয়।
১৯২৭ সালের আজকের দিনে লেখিকা নয়নতারা সায়গলের জন্ম হয়।
১৯৮৩ সালের আজকের দিনে মৃত্তিকা ও রসায়ন বিজ্ঞানী জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়।
১৯৮৫ সালের আজকের দিনে বাঙালি লেখক প্রমথনাথ বিশীর মৃত্যু হয়।
১৯৯২ সালের আজকের দিনে বিশিষ্ট গণিতবিদ কে. জি. রামানাথনের মৃত্যু হয়।
২০০১ সালের আজকের দিনে পশ্চিমবঙ্গের ত্রয়োদশ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০০২ সালের আজকের দিনে কবি ও গীতিকার কাইফি আজমির মৃত্যু হয়।
২০২২ সালের আজকের দিনে বিখ্যাত সন্তুরবাদক শিবকুমার শর্মার মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৯৪০ সালের আজকের দিনে রাজনীতিবিদ খোরশেদ আরা হকের জন্ম হয়।
১৯৫৩ সালের আজকের দিনে বিশিষ্ট অভিনেতা, লেখক, নাট্যব্যক্তিত্ব, চলচ্চিত্র পরিচালক ও নির্দেশক তারিক আনাম খানের জন্ম হয়।
২০০২ সালের আজকের দিনে বাংলাদেশী বামপন্থী রাজনীতিবিদ রবি নিয়োগীর মৃত্যু হয়।
২০০৪ সালের আজকের দিনে বাংলাদেশী সিরিয়াল কিলার এরশাদ শিকদার-কে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
২০১৩ সালের আজকের দিনে বাংলাদেশ জাতীয় হকি দলের খেলোয়াড় আবদুল মালেক চুন্নুর মৃত্যু হয়।
আজকের দিনে বিশ্ব :
১০০২ সালের আজকের দিনে ইরাকি ইসলামি ইতিহাসবিদ খতিব বাগদাদির জন্ম হয়।
১৭৬০ সালের আজকের দিনে ফরাসি জাতীয় সংগীতের গীতিকার ক্লদ জোসেফ রুজে দ্য লিল এর জন্ম হয়।
১৭৭৩ সালের আজকের দিনে গ্রেট ব্রিটেনের সংসদে চা-আইন পাস হয়।
১৮২৪ সালের আজকের দিনে লন্ডনে জাতীয় গ্যালারি জনগণের জন্য খুলে দেওয়া হয়।
১৮৮৬ সালের আজকের দিনে সুইস ধর্মতত্ত্ববিদ ও লেখক কার্ল বার্থের জন্ম হয়।
১৯৩০ সালের আজকের দিনে নোবেল বিজয়ী মার্কিন বিজ্ঞানী জর্জ এলউড স্মিথের জন্ম হয়।
১৯৩৩ সালের আজকের দিনে বার্লিন বিশ্ববিদ্যালয়ের সামনে নাৎসিরা পঁচিশ হাজার বই পুড়িয়ে দেয়।
১৯৪০ সালের আজকের দিনে জার্মানি নেদারল্যান্ড, লুক্সেমবার্গ ও বেলজিয়াম দখল করে নেয়।
১৯৪১ সালের আজকের দিনে ব্যাপক বোমা বর্ষণের ফলে লন্ডনের হাউস অব কমন্স ধ্বংস হয়।
১৯৯৪ সালের আজকের দিনে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নেলসন ম্যান্ডেলা।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


Leave a Reply to গুরুসদয় দত্ত | সববাংলায়Cancel reply