কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১৪ ফেব্রুয়ারি ।
বিশেষ দিবস :
ভ্যালেন্টাইন দিবস।
আজকের দিনে ভারত :
১৪৮৩ সালে এই দিনে বাবর প্রথম মুঘল সম্রাটের জন্ম হয়।
১৯৩৩ সালে এই দিনে ভারতীয় অভিনেত্রী ও গায়িকা মধুবালার জন্ম হয়।
১৯৫২ সালে এই দিনে সুষমা স্বরাজ, ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর জন্ম হয়।
১৯৯০ সালে এই দিনে ভারতের ব্যাঙ্গালোরে ভারতীয় এয়ারলাইন্স ফ্লাইট ৬০৫ বিধ্বস্ত হয়ে ৯২ জন নিহত হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৯৪৪ সালে এই দিনে সন্তু লারমা যিনি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আদিবাসীদের নেতা তাঁর জন্ম হয়।
১৯৭২ সালে এই দিনে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় কানাডা (আমেরিকান দেশগুলোর মধ্যে প্রথম) ও ফ্রান্স।
আজকের দিনে বিশ্ব :
২৬৯ সালে এই দিনে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেইটাইন’স নামে একজন খৃষ্টান পাদ্রী ও চিকিৎসকে খ্রীষ্ট ধর্ম প্রচারের অভিযোগে রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাকে মৃত্যু দন্ড দেন।
১৪০০ সালে এই দিনে দ্বিতীয় রিচার্ড ইংল্যান্ডের রাজার মৃত্যু হয়েছিল।
১৫০২ সালে এই দিনে স্প্যানিশ ইনকুইজিশন ক্যাথলিক সম্রাটের জারিকৃত ফরমানে গ্রানাডার মুসলিমদেরকে ক্যাথলিক মত গ্রহণ বা স্পেন ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছিল।
১৭৭৯ সালে এই দিনে আমেরিকান স্বাধীনতা যুদ্ধ হয়েছিল যেটি জর্জিয়ায় কেটল ক্রিকের যুদ্ধ নামে পরিচিত তা সংঘটিত হয়।
১৮৫৫ সালে এই দিনে টেক্সাস বাকি যুক্তরাষ্ট্রের সাথে টেলিগ্রাফের মাধ্যমে যুক্ত হয়।
১৮৫৯ সালে এই দিনে অরেগন যুক্তরাষ্ট্রের ৩৩তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়।
২০০৫ সালে এই দিনে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব চালু হয়।
তথ্যসূত্র
- https://bn.m.wikipedia.org/wiki/বিশ্ব_দিবস_তালিকা
- https://bn.m.wikipedia.org
- http://www.bornglorious.com/

Pingback: নিষ্প্রভ এক নীল বিন্দু | সববাংলায়