কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১৩ ফেব্রুয়ারি ।
আজকের দিনে ভারত –
১৭৩৯ সালে এই দিনে হয়েছিল কারনালের যুদ্ধ যেখানে ইরানি শাসক নাদির শাহের বাহিনী মুঘল সম্রাট মুহাম্মদ শাহর বাহিনীকে পরাজিত করে।
১৮৭৯ সালে এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী সরোজিনী নাইডু।
১৯২৬ সালে এই দিনে জন্মগ্রহণ করেন চিত্তরঞ্জন মিত্র ( CR Mitra/ CRM) যিনি একজন ভারতীয় বিজ্ঞানী। তিনি বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি এন্ড সায়েন্স পিলানি র ডাইরেক্টর ছিলেন৷
১৯৩২ সালে এই দিনে ডক্টর লীলাদেবী জন্মগ্রহণ করেন ( কেরালা) যিনি ইংরাজি এবং মালয়ালম ভাষায় বই লেখার পাশাপাশি অনুবাদক হিসেবেও খ্যাত৷
১৯৩২ সালে এই দিনে জন্মগ্রহণ করেন ভি.বালাকৃষ্ণণ ( কেরালা) যিনি ইংরাজি এবং মালয়ালম ভাষায় বই লেখার পাশাপাশি অনুবাদক হিসেবেও খ্যাত ছিলেন। স্বাধীনতা সংগ্রামেও তাঁর ভূমিকা ছিল।
১৯৪৫ সালে এই দিনে অভিনেতা বিনোদ মেহেরার জন্ম হয়েছিল৷
২০১০ সালে এই দিনে পুণেতে বোমা বিস্ফোরণ ঘটে, উপস্থিত ১৭ জন মারা যান এবং ৬০ জন আহত হয়।
আজকের দিনে বাংলাদেশ –
১৯৭৪ সালে এই দিনে মৃত্যু ঘটে বাংলাদেশী বাঙালি সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর৷
আজকের দিনে বিশ্ব :
১৬৩৩ সালে এই দিনে ইনকুইজেশনের আগে বিচারের জন্য গ্যালিলিও গ্যালিলি রোম ফিরে এসেছিলেন।
১৮৮০ সালে এই দিনে টমাস আলভা এডিসন ‘এডিসন এফেক্ট’ পর্যবেক্ষণ করেন।
১৯৩৪ সালে এই দিনে সোভিয়েত বাষ্পীয় জাহাজ এসএস চেলয়ুসকিন আর্কটিক মহাসাগরে ডুবে যায়।
১৯৪৫ সালে এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে লাল ফৌজের কাছে নাৎসি জার্মানি ও হাঙ্গেরি বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের মাধ্যমে বুদাপেস্ট অবরোধের সমাপ্তি ঘটায়৷
১৯৪৮ সালে এই দিনে মৃত্যু হয় সের্গে আইজেনস্টাইনের যিনি ছিলেন সোভিয়েত চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র তাত্ত্বিক।
১৯৮২ সালে এই দিনে গুয়েতেমালায় রিও নিগ্রো গণহত্যাসংঘটিত হয়েছিল।
১৯৯০ সালে এই দিনে জার্মান পুনঃএকত্রীকরণ হয়। জার্মানিকে ঐক্যবদ্ধ করার জন্য দুই স্তর বিশিষ্ট পরিকল্পনার বিষয়ে সমঝোতা হয়।
২০১৬ সালের আজকের দিনে ৭৬ বছর বয়সে ঢাকায় গুলশানের কিওর মেডিক্যাল সেন্টারে পাকিস্তানের কিংবদন্তি বাঙালি সুরকার রবীন ঘোষের মৃত্যু হয়।
2 comments