কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়তো পেয়েও যাব, কিন্তু ‘সববাংলায়’-এর পাতায় সেটা পাব একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মতো ঘটনাগুলি পড়ে নেব মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১০ জানুয়ারি।
বিশেষ দিবসঃ
আজকের দিনে ভারতঃ
১৮৯৪ সালের আজকের দিনে অন্ধ্রপ্রদেশে তেলুগু কবি পিঙ্গালি লক্ষ্মীকান্তমের জন্ম হয়।
১৯০৮ সালের আজকের দিনে বিখ্যাত নাট্যকলা ও শিল্প পৃষ্ঠপোষক যতীন্দ্রমোহন ঠাকুরের মৃত্যু হয়।
১৯৪০ সালের আজকের দিনে ভারতীয় গায়ক ও সুরকার কে. জে. যেসুদাসের জন্ম হয়। শ্রেষ্ঠ গায়ক হিসেবে তিনি রেকর্ডসংখ্যক ৮ বার জাতীয় পুরস্কার পেয়েছেন। তাছাড়াও ৫ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, ১৯৭৭ সালে পদ্মশ্রী, ২০০২ সালে পদ্মভূষণ ও ২০১৭ সালে তিনি পদ্মবিভূষণ পান।
১৯৫০ সালের আজকের দিনে বিখ্যাত বাঙালি সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্যের জন্ম হয়।
১৯৬৬ সালের আজকের দিনে ভারত ও পাকিস্তানের মধ্যে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়, যা ভারত-পাকিস্তানের ১৯৬৫ সালের যুদ্ধের অবসান ঘটায়।
১৯৭৪ সালের আজকের দিনে ভারতীয় অভিনেতা হৃতিক রোশনের জন্ম হয়।
১৯৮৪ সালের আজকের দিনে প্রতিভাময়ী অভিনেত্রী কাল্কি কোচলিন পণ্ডিচেরিতে জন্ম হয়। ফ্রান্সের নাগরিক হলেও ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, ফিল্মফেয়ার ও দুটি স্ক্রিন অ্যাওয়ার্ড বিজয়ী এই অভিনেত্রীর হিন্দি সিনেমায় অবদান অভূতপূর্ব।
আজকের দিনে বাংলাদেশঃ
১৯১১ সালের আজকের দিনে বাংলাদেশী বিপ্লবী ও সমাজসেবক বিনোদবিহারী চৌধুরীর জন্ম হয়। সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তিনি অংশগ্রহণ করেছিলেন।
১৯৪৬ সালের আজকের দিনে ফরিদপুরে বাংলাদেশী শিল্পী কালিদাস কর্মকারের জন্ম হয়। তিনি ‘ভিস্কোসিটি প্রিন্টিং’ -এর জন্য বিখ্যাত। বাংলাদেশ সরকার তাঁকে ‘শিল্পকলা পদক’ ও ‘একুশে পদক’ দিয়ে সম্মানিত করে।
১৯৭২ সালের আজকের দিনে ৯ মাস পাকিস্তানের জেলে কারাবন্দী থাকার পর শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ফিরে আসেন।
আজকের দিনে বিশ্বঃ
৯ সালের আজকের দিনে চীনে পাশ্চাত্যের হান সাম্রাজ্যের অবসান ঘটিয়ে জিন সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন ওয়াং মাং।
১৮৬৩ সালের আজকের দিনে পৃথিবীর প্রথম মেট্রোরেল চালু হয় লন্ডনে।
১৯১৬ সালের আজকের দিনে প্রথম বিশ্বযুদ্ধে রাশিয়া অটোমান সাম্রাজ্যকে পরাজিত করে।
১৯৩৬ সালের আজকের দিনে আমেরিকান পদার্থবিদ ও জ্যোতির্বিদ রবার্ট উড্রো উইলসনের জন্ম হয়। কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন আবিষ্কারের জন্য তিনি ১৯৭৮ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান।
২০১২ সালের আজকের দিনে পাকিস্তানের খাইবার এজেন্সিতে বোমা বিস্ফোরণে ৩০ জন নিহত ও ৭৮ জন আহত হন।
4 comments