কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়তো পেয়েও যাব, কিন্তু ‘সববাংলায়’-এর পাতায় সেটা পাব একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মতো ঘটনাগুলি পড়ে নেব মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৯ জানুয়ারি ঃ
বিশেষ দিবসঃ
প্রবাসী ভারতীয় দিবস (ভারত)।
আজকের দিনে ভারতঃ
১৭৫৭ সালের আজকের দিনে রবার্ট ক্লাইভ হুগলি দখল করেন।
১৭৬০ সালের আজকের দিনে আহমদ শাহ দুরানি মারাঠাদের যুদ্ধে পরাজিত করেন। তাঁর অপর নাম ছিল আহমদ খান আবদালি, তাঁকে দুরানি বংশের প্রতিষ্ঠাতা ও আধুনিক আফগানিস্তানের প্রতিষ্ঠাতা বলা হয়।
১৯১২ সালের আজকের দিনে মেদিনীপুর জেলায় বিপ্লবী রামকৃষ্ণ রায়ের জন্ম হয়। মেদিনীপুরের জেলাশাসক বার্জকে হত্যা করার অপরাধে ১৯৩৩ সালে তিনি প্রাণদণ্ডে দণ্ডিত হন।
১৯২২ সালের আজকের দিনে পাঞ্জাব প্রদেশের রাইপুরে ভারতীয় বিজ্ঞানী হরগোবিন্দ খোরানার জন্ম হয়। ভারত সরকার দ্বারা পদ্মবিভূষণ সম্মানে তিনি ভূষিত হন। জেনেটিক কোড সংক্রান্ত গবেষণার জন্য তিনি ১৯৬৮ সালে শারীরবিদ্যায় নোবেল পুরস্কার পান।
১৯২৩ সালের আজকের দিনে প্রথম ভারতীয় সিভিলিয়ান ও সাহিত্যিক সত্যেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয়।
১৯২৭ সালের আজকের দিনে চিপকো আন্দোলনের জনক সুন্দরলাল বহুগুণার জন্ম হয়।
১৯৫২ সালের আজকের দিনে কলকাতায় ভারতীয় অর্থনীতিবিদ কৌশিক বসুর জন্ম হয়। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ওয়ার্ল্ড ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ থাকার পর পর তিনি আন্তর্জাতিক অর্থনীতি সংস্থার প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত ছিলেন। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি অর্থনীতিতে ভারত সরকারের প্রধান উপদেষ্টা ছিলেন। ২০০৮ সালে ভারত সরকার দ্বারা তিনি পদ্মভূষণ সম্মানে ভূষিত হন।
আজকের দিনে বাংলাদেশঃ
১৯২৫ সালের আজকের দিনে বাঙালি সাংবাদিক, কবি ও প্রবন্ধকার সন্তোষ গুপ্তের জন্ম হয়।
১৯৬৫ সালের আজকের দিনে বাংলাদেশের মির্জাপুর ক্যাডেট কলেজের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
আজকের দিনে বিশ্বঃ
১৮১১ সালের আজকের দিনে স্কটল্যান্ডে প্রথম মহিলা গল্ফ টুর্নামেন্ট শুরু হয়।
১৮১৬ সালের আজকের দিনে স্যার হামফ্রে ডেভির নিরাপত্তা বাতি সর্বপ্রথম হেপবার্ন কয়লাখনিতে ব্যবহৃত হয়।
১৮৭৩ সালের আজকের দিনে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের মৃত্যু হয়।
১৯১৩ সালের আজকের দিনে আমেরিকার ৩৭তম প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন জন্ম হয়।
১৯৫১ সালের আজকের দিনে নিউ ইয়র্ক সিটিতে জাতিপুঞ্জ সদর দপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
১৯৬০ সালের আজকের দিনে মিশরের নীল নদের উপর বিশ্ববিখ্যাত আসোয়ান বাঁধের নির্মাণের কাজ শুরু হয়।
২০১১ সালের আজকের দিনে ‘ইরান এয়ার ফ্লাইট ২৭৭’ ইরানের উর্মিয়াতে ভেঙে পড়ায় ৭৭ জনের মৃত্যু হয়।
One comment