কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২৭ মে।
আজকের দিনে ভারতঃ
১৯০৩ সালের আজকের দিনে যোগেশচন্দ্র বাগলের জন্ম হয়। যোগেশচন্দ্র বাগল হলেন সেই ব্যক্তিত্ব যিনি ঊনবিংশ শতকের বাংলার ইতিহাস জনসমক্ষে নিয়ে এসেছিলেন।
১৯১৯ সালের আজকের দিনে সমাজ সংস্কারক ও লেখক কান্দুকুরি বীরসালিঙ্গমের মৃত্যু হয়। তাঁকে তেলেগুতে নবজাগরণ আন্দোলনের জনক হিসাবে বিবেচনা করা হয়।
১৯৫৭ সালের আজকের দিনে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করির জন্ম হয়।
১৯৬২ সালের আজকের দিনে ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রীর জন্ম হয়।
১৯৬৪ সালের আজকের দিনে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহরুর মৃত্যু হয়।
১৯৭৫ সালের আজকের দিনে কৌতুকশিল্পী নৃপতি চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়।
১৯৮৬ সালের আজকের দিনে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়ের মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশঃ
১৯৫৯ সালের আজকের দিনে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে।
১৯৬৬ সালের আজকের দিনে বাংলদেশ হাইকোর্টের জজ ফারাহ মাহবুবের জন্ম হয়।
১৯৯২ সালের আজকের দিনে নতুন দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের মধ্যে গঙ্গার জলবণ্টন নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়।
১৯৯৫ সালের আজকের দিনে মডেল, অভিনেত্রী সাবিলা নূরের জন্ম হয়।
১৯৯৯ সালের আজকের দিনে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে যায়।
আজকের দিনে বিশ্বঃ
১১৯৯ সালের আজকের দিনে জন ইংল্যান্ডের রাজা হয়ে সিংহাসনে আরোহন করেন।
১৮৩৭ সালে আজকের দিনে জেমস বাটলার হিকক (James Butler Hickok) এর জন্ম হয়। তিনি “Wild Bill” নামে সুপরিচিত ছিলেন।
১৮৫২ সালের আজকের দিনে পেশাদার ইংরেজ ক্রিকেটার বিলি বার্নসের জন্ম হয়।
১৮৮৩ সালের আজকের দিনে তৃতীয় আলেকজান্ডার রাশিয়ার রাজা হন।
১৯১০ সালের আজকের দিনে নোবেলজয়ী জার্মান জীব বিজ্ঞানী রবার্ট কখের মৃত্যু হয়।
১৯১৮ সালে আজকের দিনে জাপানের ৪৫ তম প্রধানমন্ত্রী ইয়াসুহিরো নাকাসনের জন্ম হয়।
১৯২২ সালে আজকের দিনে ব্রিটেনের অভিনেতা ক্রিস্টোফার লির জন্ম হয়। তিনি অভিনেতা হওয়ার পাশাপাশি গায়ক হিসেবেও পরিচিত ছিলেন।
১৯৩০ সালের আজকের দিনে নিউইয়র্কে ১০৪৬ ফুট উঁচু ক্রাইসলার বিল্ডিংটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়, যেটি সেই সময় মানুষের তৈরি দীর্ঘতম ভবন হিসেবে খ্যাত ছিল।
১৯৩৩ সালের আজকের দিনে ওয়াল্ট ডিজনির কার্টুন চলচিত্র ” Three Little pigs “মুক্তি পায় যেটি সেরা কার্টুন চলচ্চিত্র হিসেবে ১৯৩৪ সালে পুরস্কার পেয়েছিল।
১৯৪৩ সালের আজকের দিনে ইংরেজ গায়িকা ও অভিনেত্রী কিলা ব্ল্যাকের জন্ম হয়।
১৯৭১ সালের আজকের দিনে জার্মানির দাহলারৌতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে।
১৯৭১ সালের আজকের দিনে আমেরিকান হিপহপ গায়িকা লিসা নিকোলে লোপেসের জন্ম হয়। তিনি লেফ্ট আই ( Left Eye) নামে খ্যাত ছিলেন।
১৯৭২ সালের আজকের দিনে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সল্ট-১ চুক্তি স্বাক্ষরিত হয়।
২০০৯ সালের আজকের দিনে নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ ক্লাইভ উইলিয়াম জন গ্রেঞ্জারের মৃত্যু হয়।
তথ্যসূত্র
- https://en.m.wikipedia.org/wiki/May_27
- https://www.jugantor.com/
- https://www.bornglorious.com
- https://www.onthisday.com/events/may/27
- http://www.bard.gov.bd/site/page/6d835c85-90dc-47cb-b810-bf63848c5656/-
- https://link.springer.com/article/10.1186/s40728-015-0027-5
- https://sports.ndtv.com/world-cup-2019/history/1999-cricket-world-cup