কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১৮ মে।
বিশেষ দিবসঃ
আন্তর্জাতিক জাদুঘর/ সংগ্রহালয় দিবস
বিশ্ব এডস টিকা দিবস
আজকের দিনে ভারতঃ
১৭৯৮ সালের আজকের দিনে লর্ড ওয়েলেসলি গভর্নর জেনারেল হয়ে কলকাতায় আসেন।
১৮৮৬ সালের আজকের দিনে বাঙালি প্রাবন্ধিক অক্ষয়কুমার দত্তের মৃত্যু হয়।
১৯৩৩ সালের আজকের দিনে ভারতের একাদশ প্রধানমন্ত্রী এইচ. ডি. দেবেগৌড়ার জন্ম হয়।
১৯৩৪ সালের আজকের দিনে স্বদেশী বিপ্লবী সংগীত রচয়িতা ও নাট্যকার চারণ কবি মুকুন্দ দাসের মৃত্যু হয়। স্বদেশী ও অসহযোগ আন্দোলনের সময় তাঁর গান ও নাটক খ্যাতি অর্জন করে।
১৯৪৩ সালের আজকের দিনে বিখ্যাত বাঙালি চিকিৎসক ও শিক্ষাবিদ নীলরতন সরকারের মৃত্যু হয়।
১৯৬৬ সালের আজকের দিনে বিজ্ঞানী পঞ্চানন মাহেশ্বরীর মৃত্যু হয়।
১৯৭৪ সালের আজকের দিনে ভারত প্রথম পরমাণু বোমার পরীক্ষা চালায়। রাজস্থানের পোখরান টেস্ট রেঞ্জে অনুষ্ঠিত এই পরমাণু বোমা পরীক্ষার মিশনটির নাম ছিল ‘স্মাইলিং বুদ্ধ’।
১৯৫১ সালের আজকের দিনে ভারতের অন্যতম আইনজীবী তথা পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকরের জন্ম হয়।
আজকের দিনে বাংলাদেশঃ
১৯৩৬ সালের আজকের দিনে লেখক ও সাংবাদিক এস এম আহমেদ হুমায়ুনের জন্ম হয়।
১৯৪৩ সালের আজকের দিনে রাজনীতিবিদ রাশেদ খান মেননের জন্ম হয়।
১৯৭২ সালের আজকের দিনে বাংলাদেশের এখনও অব্দি সর্বাধিক তাপমাত্রা নথিভুক্ত হয় (রাজশাহী জেলায়, ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস)।
১৯৯৫ সালের আজকের দিনে ক্রিকেটার শাদমান ইসলামের জন্ম হয়।
২০০১ সালের আজকের দিনে অস্ট্রেলিয়ান নাগরিক, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা উইলিয়াম আব্রাহাম সাইমন ঔডারল্যান্ডের মৃত্যু হয়।
আজকের দিনে বিশ্বঃ
১০৪৮ সালের আজকের দিনে ইরানের ফার্সি শায়রি রচয়িতা ও কবি ওমর খৈয়ামের জন্ম হয়।
১৮০৪ সালের আজকের দিনে ফ্রান্সের সংসদ সিনেটে এক আইন পাশের মধ্য দিয়ে নেপোলিয়ান বোনাপার্ট সে দেশের সম্রাট হিসাবে আত্মপ্রকাশ করেন।
১৮৬০ সালের আজকের দিনে আব্রাহাম লিঙ্কন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার জন্য রিপাবলিকান দলের পক্ষে প্রার্থী নির্বাচিত হন।
১৮৭২ সালের আজকের দিনে নোবেলজয়ী ইংরেজ বিজ্ঞানী, শিক্ষাবিদ, দার্শনিক, লেখক বার্ট্রান্ড রাসেলের জন্ম হয়।
১৯৭৫ সালের আজকের দিনে আমেরিকান গায়ক, গীতিকার জ্যাক জনসনের জন্ম হয়।
১৯৭৮ সালের আজকের দিনে পর্তুগিজ ফুটবলা খেলোয়াড় রিকার্ডো কারভালহোর জন্ম হয়।
তথ্যসূত্র
- https://en.wikipedia.org/wiki/May_18
- https://en.wikipedia.org/wiki/Smiling_Buddha
- https://en.wikipedia.org/wiki/International_Museum_Day
- https://en.wikipedia.org/wiki/World_AIDS_Vaccine_Day
- https://www.banglanews24.com/national/article/76056/Rajshahi-records-highest-temperature-at-39.9%C2%B0
- https://www.bornglorious.com
- https://www.jugantor.com/
- https://www.onthisday.com/day/may/18
5 comments