কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২০ মে ।
বিশেষ দিবস :
২০ মে – বিশ্ব মৌমাছি দিবস
আজকের দিনে ভারত :
১৪৯৮ সালের আজকের দিনে পর্তুগীজ নাবিক ভাস্কো-দা-গামা উত্তমাশা অন্তরীপ হয়ে ভারতের কালিকট বন্দরে এসেছিলেন।
১৮৫৪ সালের আজকের দিনে বিখ্যাত বাঙালি ব্যবসায়ী মতিলাল শীলের মৃত্যু হয়।
১৯০০ সালের আজকের দিনে প্রখ্যাত হিন্দি কবি সুমিত্রানন্দন পন্থের জন্ম হয়।
১৯৩২ সালের আজকের দিনে প্রখ্যাত বাঙালি বাগ্মী, রাজনীতিবিদ, সাংবাদিক ও লেখক বিপিনচন্দ্র পালের মৃত্যু হয়।
১৯৪৭ সালের আজকের দিনে কবি, প্রবন্ধকার ও শিশুসাহিত্যিক প্যারীমোহন সেনগুপ্তর মৃত্যু হয়।
১৯৭৪ সালের আজকের দিনে জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক শিবপ্রসাদ মুখার্জীর জন্ম হয়।
১৯৮৬ সালের আজকের দিনে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রতিষ্ঠিত হয়।
২০১২ সালের আজকের দিনে প্রখ্যাত নৃতত্ত্ববিদ লীলা দুবের মৃত্যু হয়।
২০১৪ সালের আজকের দিনে বিখ্যাত বাঙালি পর্বাতরোহী ছন্দা গায়েনের মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ :
১৯৬১ সালের আজকের দিনে বাংলাদেশ সামরিক বাহিনীর কর্নেল মোহাম্মদ শাওকাত ইমামের জন্ম হয়।
১৯৭১ সালের আজকের দিনে মুক্তিযুদ্ধ চলাকালীন খুলনার ডুমুরিয়ার ছোট্ট শহর চুকনগরে পাকিস্তানি সেনারা নির্বিচারে গণহত্যা চালায়। বিশ্বের ইতিহাসে অন্যতম একক বৃহত্তর গণহত্যার মধ্যে একটি চুকনগর গণহত্যা।
১৯৭৪ সালের আজকের দিনে ক্রিকেটার সাজ্জাদ আহমেদের জন্ম হয়।
১৯৮৬ সালের আজকের দিনে অভিনেতা আমান রেজার জন্ম হয়।
১৯৯৬ সালের আজকের দিনে বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম ক্ষমতাচ্যুত হন।
২০১২ সালের আজকের দিনে বাংলাদেশের অন্যতম খ্যাতনামা চিত্রশিল্পী সফিউদ্দীন আহমেদের মৃত্যু হয়।
আজকের দিনে বিশ্ব :
১৫০৬ সালের আজকের দিনে ইতালীতে জন্মগ্রহনকারী নাবিক ও অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাসের মৃত্যু হয়।
১৬০৯ সালের আজকের দিনে প্রকাশক থমাস থর্পের উদ্যোগে লন্ডনে সেকসপিয়ারের সনেট সর্বপ্রথম প্রকাশিত হয়।
১৭৯৯ সালের আজকের দিনে ফরাসি সাহিত্যিক অনরে দ্য বালজাকের জন্ম হয়।
১৮০৬ সালের আজকের দিনে ইংরেজ দার্শনিক ও অর্থনীতিবিদ জন স্টুয়ার্ট মিলের জন্ম হয়।
১৮৭৩ সালের আজকের দিনে মার্কিন পেটেন্ট এবং ট্রেডমার্ক অফিস থেকে জ্যাকব এবং লেভি স্ট্রস পেটেন্ট পেয়েছিলেন তাই এই দিনটিকে ডেনিম জিন্সের জন্মদিন হিসেবে বিবেচনা করা হয়।
১৯০২ সালের আজকের দিনে কিউবা একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
১৯১০ সালের আজকের দিনে টোকিও সরকার কোরীয় উপদ্বীপকে জাপানের অংশ বলে ঘোষণা করে।
১৯১৮ সালের আজকের দিনে নোবেলজয়ী আমেরিকান জেনেটিসিস্ট এডওয়ার্ড বি লুইসের জন্ম হয়।
১৯৩৪ সালের আজকের দিনে সীমান্ত বিরোধ নিয়ে সৌদী আরব ও ইয়েমেনের মধ্যে যুদ্ধ শেষ হবার পর পরাজিত ইয়েমেন সরকার তায়েফ চুক্তি স্বাক্ষর করে।
১৯৩৯ সালের আজকের দিনে আমেরিকা ও ইউরোপের মধ্যে প্যান আমেরিকান এয়ারওয়েজের বিমান চলাচল শুরু হয়।
১৯৮৩ সালের আজকের দিনে এইচআইভি ভাইরাস সম্পর্কে প্রথম প্রকাশিত হয় সায়েন্স ম্যাগাজিনে।
২০০৬ সালের আজকের দিনে চীনে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক থ্রি গর্জেস বাঁধ (Three Gorges Dam) নির্মাণের কাজ শেষ হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।


Leave a Reply to ডেনিম জিন্সের উদ্ভব হল কীভাবে | সববাংলায়Cancel reply