কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ২৪ অক্টোবর
বিশেষ দিবসঃ
আজকের দিনে ভারতঃ
১৫৭৭ সালের আজকের দিনে তৃতীয় শিখগুরু রামদাস কর্তৃক ভারতের অমৃতসর শহরের পত্তন ঘটে।
১৬০৫ সালের আজকের দিনে মোগল সম্রাট জাহাঙ্গীর আগ্রার সিংহাসনে আরোহণ করেন।
১৭৭৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন বাহাদুর শাহ জাফর, তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট।
১৮৫১ সালের আজকের দিনে কলকাতা ও ডায়মন্ড হারবারের মধ্যে সংযোগের মাধ্যমে ভারতে প্রথম বৈদ্যুতিক টেলিগ্রাফ লাইন চালু হয়।
১৮৯০ সালে আজকের দিনে শিশিরকুমার মিত্রের জন্ম হয়। তাঁর নামে চাঁদের একটি গর্তের নামকরণ করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
১৯০৩ সালে আজকের দিনে অসমের ধুবড়ি জেলার গৌরীপুরের বিখ্যাত রাজপরিবারে চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক প্রমথেশ বড়ুয়ার জন্ম হয়।
১৯২১ সালে আজকের দিনে ভারতের কিংবদন্তী কার্টুনিস্ট আর কে লক্ষ্মণের জন্ম হয়।
১৯৩৬ সালে আজকের দিনে বিশিষ্ট বাঙালি সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের জন্ম হয়।
১৯৫০ সালের আজকের দিনে চিকিৎসাবিজ্ঞানী কুমুদরঞ্জন রায় পরলোক গমন করেন।
১৯৫৪ সালের আজকের দিনে রফি আহমেদ কিদোয়াই-এর মৃত্যু হয়।
১৯৮৪ সালের আজকের দিনে কলকাতা মেট্রো চালু হয়।
১৯৯১ সালের আজকের দিনে ইসমত চুঘতাই-এর মৃত্যু হয়।
২০১৩ সালের আজকের দিনে ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী মান্না দে’র মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশ
১৯৩৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন রশীদ তালুকদার, তিনি ছিলেন বাংলাদেশী প্রখ্যাত আলোকচিত্র শিল্পী।
১৯৫০ সালের আজকের দিনে রাজনীতিবিদ, সাংবাদিক ও লেখক মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী পরলোক গমন করেন।
১৯৬৮ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন তুহিন রহমান, তিনি বাংলাদেশী প্রখ্যাত লেখক ও ঔপন্যাসিক।
১৯৯৮ সালের আজকের দিনে ঢাকায় মিনি বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হয়।
আজকের দিনে বিশ্ব –
১৬৩২ সালের আজকের দিনে নেদারল্যান্ডের ডেলফ্ট শহরে অ্যান্টনি ভন লিউয়েনহুকের জন্ম হয়।
১৮৫৪ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন হেন্ড্রিক উইলিয়াম, তিনি ছিলেন জার্মান রসায়নবিদ।
১৮৬১ সালের আজকের দিনে বিশ্বের প্রথম এ্যাসোসিয়েশন ফুটবল স্টেডিয়াম গুডিসন পার্ক উন্মুক্ত করা হয়।
১৮৯৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ফেরহাত আব্বাস, তিনি ছিলেন আলজেরীয় রাজনৈতিক নেতা ও প্রথম রাষ্ট্রপতি।
১৯০১ সালের আজকের দিনে এ্যানি এডিসন টেইলর একটি পিপার ভিতরে সর্বপ্রথম নায়াগ্রা জলপ্রপাত পার হন।
১৯০৬ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন আলেকজান্ডার জেলফন্ড, তিনি ছিলেন রাশিয়ান গণিতবীদ।
১৯১১ সালের আজকের দিনে অরভিল রাইট্ তাঁর আবিষ্কৃত উড়োজাহাজে করে নর্থ ক্যারোলিনার আকাশে নয় মিনিট পাঁচল্লিশ সেকেন্ড ভেসে বেড়ান।
১৯৩০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সুলতান আহমাদ শাহ, তিনি ছিলেন মালায়শিয়ার বাদশাহ।
১৯৩২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন পিয়ের-জিল দ্য জেন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক।
১৯৪৫ সালের আজকের দিনে বিশ্বের সর্ববৃহৎ সংস্থা হিসাবে প্রথম জাতিসংঘর কার্যক্রম শুরু হয়।
১৯৪৬ সালের আজকের দিনে ভি-২ নং ১৩ নামক নভোযান বহিঃমন্ডল থেকে সর্বপ্রথম পৃথিবীর ছবি তুলতে সমর্থ হয়।
সববাংলায়-এর উদ্যোগ ভাল লাগলে আপনার সাধ্য মতো অনুদান দিয়ে সাহায্য করুন। যেকোন অর্থমূল্য দিয়ে সাহায্য করতে এখানে ক্লিক করুন।
তথ্যসূত্র
- http://www.ambalanews24.com/category/209/%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE
- https://en.wikipedia.org/wiki/List_of_minor_secular_observances
- https://en.wikipedia.org/wiki/October_24
- http://www.ambalanews24.com/article/%E0%A7%A8%E0%A7%AA-%E0%A6%85%E0%A6%95%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%B0%2C-%E0%A6%8F%E0%A6%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87


আপনার মতামত জানান