কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ৭ ফেব্রুয়ারি।
আজকের দিনে ভারতঃ
১৯৮২ সালের এই দিনে বিশিষ্ট লেখক ও রাজনীতিবিদ অনিল মুখার্জির মৃত্যু হয়।
১৯৯৯ সালের এই দিনে বিশিষ্ট ক্রিকেটার অনিল কুম্বলে দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ২৬.৩ ওভারে মাত্র ৭৪ রান দিয়ে ১০ টি উইকেট নেন। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এটি একটি ঊজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হয়।
২০০৫ সালের এই দিনে বিশিষ্ট বাঙালি সাহিত্যিক নারায়ণ সান্যালের মৃত্যু হয়।
আজকের দিনে বিশ্বঃ
৪৫৭ সালের এই দিনে প্রথম লিও বাইজানটাইন সাম্রাজ্যের সম্রাটের পদে আসীন হন।
১২৩৮ সালের এই দিনে মোঙ্গলরা রাশিয়ার ভ্লাদিমির শহরটি আগুনে পুড়িয়ে দেয়।
১৬১৩ সালের এই দিনে মিখাইল রোমানভ মাত্র ষোলো বছর বয়সে রাশিয়ার জাঁর-এর পদে আসীন হন।
১৮১২ সালের এই দিনে বিশিষ্ট ইংরেজ ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের জন্ম হয়।
১৮৮৯ সালের এই দিনে প্রশান্ত মহাসাগরীয় জ্যোতির্বিজ্ঞান সমিতি-র প্রথম বৈঠকটি সানফ্রান্সিকো-তে অনুষ্ঠিত হয়।
১৯০৭ সালের এই দিনে মহিলাদের ভোটপ্রকাশের অধিকার সংক্রান্ত সম্মিলিত জাতীয় সমিতি ( NUWSS)-র প্রথম পদযাত্রা অনুষ্ঠিত হয়।
১৯৪০ সালের এই দিনে ওয়াল্ট ডিজনি-র দ্বিতীয় কাহিনীচিত্র-টি আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথম প্রদর্শিত হয়।
১৯৫৯ সালের এই দিনে রাষ্ট্রপ্রধান ফিদেল কাস্ত্রো কিউবার নতুন সংবিধান ঘোষণা করেন।
১৯৬২ সালের এই দিনে জার্মানির ভোয়েল্কলিনজেন-এর লুইসানথাল কয়লাখনিতে বিস্ফোরণের ফলে দুইশত আটানব্বই জন মানুষ মৃত্যুমুখে পতিত হয়।
১৯৬২ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জন.এফ কেনেডি কিউবার সঙ্গে সমস্ত ধরনের আমদানি ও রপ্তানি বন্ধের মধ্য দিয়ে কিউবা অবরোধ শুরু করেন।
১৯৬৯ সালের এই দিনে ইয়াসের আরাফাত ‘প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন’-এর সভাপতি নিযুক্ত হন।
১৯৭৬ সালের এই দিনে সোভিয়েত ইউনিয়নে (বর্তমান রাশিয়া) অবস্থিত বিশ্বের সর্ববৃহৎ দূরবীক্ষণ যন্ত্রটি (৬০০ সেন্টিমিটার) কাজ করা শুরু করে।
১৯৯২ সালের এই দিনে ইউরোপের বারোটি দেশ ‘ম্যাসট্রিচট চুক্তি’-তে স্বাক্ষরের মধ্য দিয়ে ‘ইউরোপিয়ান ইউনিয়ন’-এর জন্ম দেয়।
১৯৯৮ সালের এই দিনে জাপানের নাগানোতে ১৮তম শীতকালীন অলিম্পিকের উদ্বোধন হয়।
২০১৩ সালের এই দিনে আজারবাইজান তার প্রথম স্যাটেলাইট ‘আজারস্পেস-১’ মহাকাশে পাঠায়।
২০১৪ সালের এই দিনে রাশিয়ার সোচিতে ২২তম শীতকালীন অলিম্পিকের উদ্বোধন হয়।
২০১৮ সালের এই দিনে বিখ্যাত ‘নেচার’ শীর্ষক পত্রিকায় প্রকাশিত একটি গবেষণামূলক প্রতিবেদনে দাবি করা হয় যে, ডি.এন.এ পরীক্ষা অনুযায়ী লেবু বর্গের সমস্ত ধরনের ফলের উৎস হিসেবে হিমালয় পর্বতমালার দক্ষিণ-পূর্ব পাদদেশকে চিহ্নিত করা যায়।
One comment