কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা – ইতিহাসে ১৩ মে।
আজকের দিনে ভারতঃ
১৮৫৭ সালের আজকের দিনে নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ চিকিৎসক স্যার রোনাল্ড রসের জন্ম হয়।
১৮৮৭ সালের আজকের দিনে বাঙালি কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়।
১৯০৫ সালের আজকের দিনে ভারতের ৫ম রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের জন্ম হয়।
১৯৪৭ সালের আজকের দিনে কবি সুকান্ত ভট্টাচার্য এর মৃত্যু হয়।
১৯৬৭ সালের আজকের দিনে ড. জাকির হোসেন ভারতের তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
২০০১ সালের আজকের দিনে লেখক আর. কে. নারায়নের মৃত্যু হয়।
আজকের দিনে বাংলাদেশঃ
আজকের দিনে বাংলাদেশে আন্তর্জাতিক ফৌজদারী আদালত দিবস পালন করা হয়।
১৯৬৬ সালের আজকের দিনে বাংলাদেশী দাবাড়ু নিয়াজ মোরশেদের জন্ম হয়।
১৯৭৪ সালের আজকের দিনে বাংলাদেশে বীমা শিল্পের অন্যতম পথিকৃৎ খুদা বকশের মৃত্যু হয়।
১৯৯৬ সালের আজকের দিনে টর্নেডোর বাংলাদেশে প্রায় ৬০০ জন মানুষের মৃত্যু হয়।
২০০৯ সালের আজকের দিনে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশান ফেডারেশনের স্টেট এ্যটমিক এনার্জি কর্পোরেশন (রোসাটোম)-এর মধ্যে ‘পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার’ বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।
আজকের দিনে বিশ্বঃ
১৭১৭ সালের আজকের দিনে রোমান সম্রাট প্রথম ফ্রান্সিসের অস্ট্রিয়ান স্ত্রী মারিয়া থেরেসার জন্ম হয়।
১৮০৯ সালের আজকের দিনে ৪ দিন ধরে নাকাবন্দি রেখে নেপোলিয়ন ভিয়েনা দখল করেন।
১৮৩০ সালের আজকের দিনে কলম্বিয়া থেকে আলাদা হয়ে যায় ইকুয়েডর। ইকুয়েডর দেশটি স্বাধীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠার দিকে এগোয়।
১৮৩৬ সালের আজকের দিনে কলকাতার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা-সদস্য স্যার চার্লস উইলকিন্সের মৃত্যু হয়।
১৮৪৬ সালের আজকের দিনে মেক্সিকোর বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ ঘোষণা করে।
১৯৬৯ সালের আজকের দিনে মালয়েশিয়ার দাঙ্গায় শতাধিক মানুষের মৃত্যু হয়।
১৯৯৫ সালের আজকের দিনে ইংরেজ মহিলা এলিসন হারগ্রেফস অক্সিজেন এবং শেরপাদের কোনো সাহায্য ছাড়া মাউন্ট এভারেস্ট জয় করেন।
2 comments